advertisement

সেলিম-হুমায়ুন হোটেল-বৈঠক নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ...! ভোটের আগেই দিয়ে দিলেন বড় ইঙ্গিত

Last Updated:
Dilip Ghosh: সেলিম-হুমায়ুন সাক্ষাৎ ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি আইএসএফ, কংগ্রেসের হাত ছেড়ে এবার হুমায়ুন কবীরদের সঙ্গে জোট গড়ছেন সিপিআইএম? এসব নিয়ে হাজার জল্পনার মাঝেই সেলিম-হুমায়ুনের এই সাক্ষাতে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন দিলীপ ঘোষ।
1/7
বঙ্গ রাজনীতিতে ফের নতুন সমীকরণ? ছাব্বিশের ভোটের আগে রাজ্যে নতুন রাজনৈতিক 'জোটের' ইঙ্গিত ঘিরে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠকই এখন আলোচনার কেন্দ্রে। আর সেই আলোচনা এবার আরও উস্কে দিলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ।
বঙ্গ রাজনীতিতে ফের নতুন সমীকরণ? ছাব্বিশের ভোটের আগে রাজ্যে নতুন রাজনৈতিক 'জোটের' ইঙ্গিত ঘিরে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠকই এখন আলোচনার কেন্দ্রে। আর সেই আলোচনা এবার আরও উস্কে দিলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ।
advertisement
2/7
সেলিম-হুমায়ুন সাক্ষাৎ ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি আইএসএফ, কংগ্রেসের হাত ছেড়ে এবার হুমায়ুন কবীরদের সঙ্গে জোট গড়ছেন সিপিআইএম? এসব নিয়ে হাজার জল্পনার মাঝেই সেলিম-হুমায়ুনের এই সাক্ষাতে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন দিলীপ ঘোষ।
সেলিম-হুমায়ুন সাক্ষাৎ ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি আইএসএফ, কংগ্রেসের হাত ছেড়ে এবার হুমায়ুন কবীরদের সঙ্গে জোট গড়ছেন সিপিআইএম? এসব নিয়ে হাজার জল্পনার মাঝেই সেলিম-হুমায়ুনের এই সাক্ষাতে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন দিলীপ ঘোষ।
advertisement
3/7
সিপিএম ও হুমায়নের সাক্ষাৎ, তৃণমূল ও বিজেপির বিরোধ করে তৃতীয় জোট কি সম্ভব? নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জোরালো প্রতিক্রিয়া দিয়ে দিলীপের কটাক্ষ,
সিপিএম ও হুমায়নের সাক্ষাৎ, তৃণমূল ও বিজেপির বিরোধ করে তৃতীয় জোট কি সম্ভব? নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জোরালো প্রতিক্রিয়া দিয়ে দিলীপের কটাক্ষ, "জোট হবে কি না সেটাই বিষয়৷"
advertisement
4/7
দিলীপের কথায়,
দিলীপের কথায়, "তবে সিপিএম ঘেঁটে দিতে চাইছে। তৃণমূল চাইছে না জোট হোক। তৃণমূল সিপিএমকে লাগিয়ে দিয়েছে। সিপিএম সব সময় কনফিউজড থাকে। কংগ্রেসের সঙ্গে জোট করবে না কেমন সম্পর্ক থাকবে সেটাও দেখার। আবার যাওয়ার পর দেখা গেল দুজনেই zero।"
advertisement
5/7
অন্যদিকে এসআইআর প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। কমিশনের কঠোর নির্দেশ স্বত্তেও আধিকারিকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন,
অন্যদিকে এসআইআর প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। কমিশনের কঠোর নির্দেশ স্বত্তেও আধিকারিকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যসরকারের আধিকারিকরা জটিলতা তৈরি করছে সেটাও কেন্দ্রীয় সরকারের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ নিরপেক্ষভাবে এসআইআর শেষ হবে।
advertisement
6/7
এদিকে ভোট আবহে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়
এদিকে ভোট আবহে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় "নির্বাচনে কী এবার শিল্পই পাখির চোখ?" উত্তরে দিলীপ বলেন, "বাংলার শিল্পপতিরা চলে যাচ্ছেন বাংলা ছেড়ে অন্য রাজ্যে। কেন এখানে কিছু হচ্ছে না?" একইসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, অমিত শাহ এই সফরে মূলত কর্মী সভা করতেই আসছেন রাজ্যে। দলীয় নির্বাচনী সভা শুরু হবে মার্চ মাস থেকে।
advertisement
7/7
বিএলও দের কাজে নির্বাচন কমিশনের কমিশন। ক্ষোভ ও কমিশনের হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপের অভিযোগ,
বিএলও দের কাজে নির্বাচন কমিশনের কমিশন। ক্ষোভ ও কমিশনের হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপের অভিযোগ, "বিএলওদের ইচ্ছে করে নাম ভুল করতে বলেছে তৃণমূল। যাতে জটিলতা তৈরি হয়। যার সব দোষ আসছে কমিশনের দিকে। কিন্তু কোনওমতেই এসআইআর আটকানো যাবে না৷"
advertisement
advertisement
advertisement