Bankura News: ইতিহাসের পাতায় নেই, আছেন দেওয়ালে! বাঁকুড়ার অজানা বীর বিপ্লবীদের নিয়ে তৈরি বিশেষ সংগ্রহশালা, খোলা থাকে সপ্তাহে ৩ দিন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Bankura News: বাঁকুড়ার সেইসব বিপ্লবীদের কথা ইতিহাসের পাঠ্যবইয়ে জায়গা পায়নি, কিন্তু তাঁদের বীরগাঁথা আজও অমলিন। জেলার সেই 'অজানা' স্বাধীনতা সংগ্রামীদের লড়াইকে সম্মান জানাতে বাঁকুড়ায় গড়ে উঠেছে এক বিশেষ সংগ্রহশালা। সপ্তাহে মাত্র ৩ দিন খোলা থাকে এই মিউজিয়াম।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঁকুড়া জেলার ভূমিকা নীরব হলেও গভীর। লাল মাটির এই জেলা জন্ম দিয়েছে বহু পুরুষ ও মহিলা স্বাধীনতা সংগ্রামীকে, যাঁদের অনেকের নাম ইতিহাসের মূল পাতায় স্থান পায়নি। তবে তাঁদের স্মৃতি আজও বাঁচিয়ে রাখার প্রয়াসে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় অবস্থিত গান্ধি বিচার পরিষদে গড়ে উঠেছে এক অনন্য চিত্র সংগ্রহশালা, যেখানে স্থান পেয়েছে শুধুমাত্র বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামীদের ছবি, নাম ও আদি বাসস্থান। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
এই সংগ্রহশালায় প্রায় ৪০ থেকে ৫০ জন স্বাধীনতা সংগ্রামীর দুর্লভ ছবি সযত্নে সংরক্ষিত রয়েছে। সীমিত জায়গার কারণে আরও বহু সংগ্রামীর ছবি প্রদর্শন করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। গান্ধি বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায় জানান, সপ্তাহে তিন দিন এই সংগ্রহশালা খোলা থাকে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের শর্ট এক্সকার্সনে এখানে আনা হয়। অন্যান্য দিনেও দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য দরজা খোলা থাকে।
advertisement
যদিও স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্র হিসেবে মেদিনীপুর বা মানভূমের মতো জেলাগুলি ইতিহাসে বেশি গুরুত্ব পেয়েছে, তবুও বাঁকুড়ায় অহিংস আন্দোলনের প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি। জেলার পাহাড়ি অঞ্চলগুলি স্বাধীনতা সংগ্রামীদের গোপন ঘাঁটি গড়ার জন্য উপযুক্ত ছিল। বারীন্দ্রকুমার ঘোষ, নরেন গোস্বামী, গোবিন্দপ্রসাদ সিংহের মতো প্রথম সারির বিপ্লবীদের স্মৃতিও তুলে ধরা হয়েছে এই চিত্রশালায়।
advertisement
advertisement
advertisement







