Modi Government Pension Scheme: কেন্দ্রের ধামাকা পেনশন প্ল্যান! বাড়িতে বসে প্রতি মাসে পেয়ে যাবেন ১০ হাজার টাকা!
- Published by:Arjun Neogi
Last Updated:
Central Government Pension Scheme|Atal Pension Scheme|Narendra Modi Government Scheme|Central Governement Pension Scheme: এই দুরন্ত স্কিমের শক্তপোক্ত করুন ভবিষ্যত
advertisement
৬০ বছরের পরে প্রতি বছর পাওয়া যাবে ৬০,০০০ টাকা পেনশন অটল পেনশন যোজনার মাধ্যমে ৬০ বছরের পর রিটায়ারমেন্টের পর প্রতি মাসে ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। অটল পেনশন যোজনায় প্রতি ৬ মাসে ১২৩৯ টাকা বিনিয়োগ করে ৬০ বছরের পর আজীবন প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। অর্থাৎ প্রতি বছর পেনশন পাওয়া যেতে পারে ৬০,০০০ টাকা।
advertisement
প্রতি মাসে দিতে হবে ২১০ টাকা অটল পেনশন যোজনার মাধ্যমে কেউ যদি ৬০ বছরের পর আজীবন প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে চায় তাহলে তাকে ১৮ বছর বয়স থেকেই প্রতি মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে। এই টাকা যদি প্রতি ৩ মাস অন্তর দেওয়া হয় তাহলে ৬২৬ টাকা জমা দিতে হবে এবং প্রতি ৬ মাস অন্তর দেওয়া হলে ১২৩৯ টাকা জমা দিতে হবে। অটল পেনশন যোজনার মাধ্যমে কেউ যদি ৬০ বছরের পর আজীবন প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পেতে চায় তাহলে তাকে ১৮ বছর বয়স থেকেই প্রতি মাসে ৪২ টাকা করে জমা দিতে হবে।
advertisement
কম বয়সে বিনিয়োগ করা শুরু করলে পাওয়া যাবে বেশি লাভ অটল পেনশন যোজনার মাধ্যমে কেউ যদি ৬০ বছরের পর আজীবন প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে চায় এবং সে যদি ৩৫ বছর বয়স থেকে শুরু করে তাহলে তাকে বাকি ২৫ বছর প্রতি ৬ মাসে ৫,৩২৩ টাকা করে জমা দিতে হবে। এর ফলে সেই ব্যাক্তির মোট বিনিয়োগের পরিমাণ হবে ২.৬৬ লাখ টাকা এবং সে প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবে। কিন্তু অটল পেনশন যোজনার মাধ্যমে কেউ যদি ৬০ বছরের পর আজীবন প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে চায় এবং সে যদি ১৮ বছর বয়স থেকেই শুরু করে তাহলে তার মোট বিনিয়োগের পরিমাণ হবে ১.০৪ লাখ টাকা। সুতরাং একই যোজনায় একই টাকা পেনশন পাওয়ার জন্য প্রায় ১.৬০ লাখ টাকা বেশি বিনিয়োগ করতে হবে। এর ফলে অটল পেনশন যোজনা কম বয়সেই শুরু করা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement