পরের বছর থেকে মোবাইলে থাকবে প্যানিক বোতাম

Last Updated:
২০১৭-র পয়লা জানুয়ারি থেকে প্যানিক বোতাম ছাড়া ভারতে কোনও মোবাইল ফোন বিক্রি করা যাবে না। মোবাইল ফোনকে নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই এই প্যানিক বটনের ব্যবস্থা। মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী।
1/5
২০১৭-র পয়লা জানুয়ারি থেকে প্যানিক বোতাম ছাড়া ভারতে কোনও মোবাইল ফোন বিক্রি করা যাবে না। মোবাইল ফোনকে নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই এই প্যানিক বটনের ব্যবস্থা। মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী।
২০১৭-র পয়লা জানুয়ারি থেকে প্যানিক বোতাম ছাড়া ভারতে কোনও মোবাইল ফোন বিক্রি করা যাবে না। মোবাইল ফোনকে নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই এই প্যানিক বটনের ব্যবস্থা। মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী।
advertisement
2/5
 কোনও মহিলা যদি বিপদে পড়েন বা সাহায্যে প্রয়োজন হয়, তাহলে এই বটন প্রেস করলেই কাছাকাছি কোনও নির্দিষ্ট নম্বরে সেই বার্তা পৌঁছে যাবে। এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স , দমকল বিভাগে জরুরি বার্তা দিতে এমার্জেন্সি ‘১১২’ নম্বর আসতে চলেছে শীঘ্রই।
কোনও মহিলা যদি বিপদে পড়েন বা সাহায্যে প্রয়োজন হয়, তাহলে এই বটন প্রেস করলেই কাছাকাছি কোনও নির্দিষ্ট নম্বরে সেই বার্তা পৌঁছে যাবে। এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স , দমকল বিভাগে জরুরি বার্তা দিতে এমার্জেন্সি ‘১১২’ নম্বর আসতে চলেছে শীঘ্রই।
advertisement
3/5
কেন্দ্রীয় টেলিকম ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মানুষ্র জীবনকে উন্নত করার লক্ষেই প্রযুক্তির ব্যবহার। তা যদি মহিলাদের নিরাপত্তার কারণে ব্যবহার করা যায়, তার চেয়ে ভাল আর কি হতে পারে।
কেন্দ্রীয় টেলিকম ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মানুষ্র জীবনকে উন্নত করার লক্ষেই প্রযুক্তির ব্যবহার। তা যদি মহিলাদের নিরাপত্তার কারণে ব্যবহার করা যায়, তার চেয়ে ভাল আর কি হতে পারে।
advertisement
4/5
 তবে কোন এজেন্সি এই নম্বর জুড়বে তা নিয়ে স্পষ্ট কোনও হদিশ নেই নির্দেশিকায়। গ্যাজেট অফ ইন্ডিয়া নোটিফিকেশনে বলা আছে, ২০১৭-র পয়লা জানুয়ারি থেকে কোনও ফিচার ফোনে এই প্যানিক বটন না থাকলে, তাহলে পাঁচ বা নয় নম্বর বটন প্রেস করলেই এমার্জেন্সি কল করা যাবে।
তবে কোন এজেন্সি এই নম্বর জুড়বে তা নিয়ে স্পষ্ট কোনও হদিশ নেই নির্দেশিকায়। গ্যাজেট অফ ইন্ডিয়া নোটিফিকেশনে বলা আছে, ২০১৭-র পয়লা জানুয়ারি থেকে কোনও ফিচার ফোনে এই প্যানিক বটন না থাকলে, তাহলে পাঁচ বা নয় নম্বর বটন প্রেস করলেই এমার্জেন্সি কল করা যাবে।
advertisement
5/5
এছাড়াও, ২০১৮-র পয়লা জানুয়ারি থেকে স্যাটেলাইট বেসড জিপিএস ছাড়া কোনও স্মার্ট ফোন বিক্রি করা যাবে না।
এছাড়াও, ২০১৮-র পয়লা জানুয়ারি থেকে স্যাটেলাইট বেসড জিপিএস ছাড়া কোনও স্মার্ট ফোন বিক্রি করা যাবে না।
advertisement
advertisement
advertisement