নো স্মোকিং ডে-র শপথ, ছাড়ুন ধূমপান !

Last Updated:
নো স্মোকিং ডে-র শপথ, ছাড়ুন ধূমপান !
1/6
সিনেমা হলে, ছবি শুরুর আগে পর্দায় ভেসে ওঠে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হতে পারে’ ৷ আপনার মুখে বিরক্তি ৷ দূর তেরিকা বলে, একেবারে অবহেলা ৷ কিন্তু ধূমপান করা যে সত্যিই ক্ষতিকারক, তা বুঝবেন সময় যত এগোবে ৷ আর এখন না থামলে, পড়ে মাথায় হাত ! ‘বিশ্ব নো স্মোকিং ডে’তে একবার আবার ভেবে দেখবেন নাকি? ধূমপান ছাড়ার কথা !
সিনেমা হলে, ছবি শুরুর আগে পর্দায় ভেসে ওঠে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হতে পারে’ ৷ আপনার মুখে বিরক্তি ৷ দূর তেরিকা বলে, একেবারে অবহেলা ৷ কিন্তু ধূমপান করা যে সত্যিই ক্ষতিকারক, তা বুঝবেন সময় যত এগোবে ৷ আর এখন না থামলে, পড়ে মাথায় হাত ! ‘বিশ্ব নো স্মোকিং ডে’তে একবার আবার ভেবে দেখবেন নাকি? ধূমপান ছাড়ার কথা !
advertisement
2/6
জানেন কি? একটা সিগারেট জ্বালানোর সময় আপনার শরীরের সঙ্গে কী ঘটে? একটা সিগারেট পান করার পর, সেকেন্ডের মধ্যেই আপনার ব্লাড প্রেসার মাত্রা বেড়ে হয় দ্বিগুণ ৷ আর যেই সিগারেট পান করা সম্পুর্ণ হয়, দুম করে নেমে যায় রক্তচাপ ৷ এরকম চটজলদি রক্তচাপ ওঠানামাটা খুব একটা মেনে নিতে পারে না আপনার হৃদয় ৷ ফলে যত সময় এগোতে থাকে হৃদয় হয়ে ওঠে দুর্বল
জানেন কি? একটা সিগারেট জ্বালানোর সময় আপনার শরীরের সঙ্গে কী ঘটে? একটা সিগারেট পান করার পর, সেকেন্ডের মধ্যেই আপনার ব্লাড প্রেসার মাত্রা বেড়ে হয় দ্বিগুণ ৷ আর যেই সিগারেট পান করা সম্পুর্ণ হয়, দুম করে নেমে যায় রক্তচাপ ৷ এরকম চটজলদি রক্তচাপ ওঠানামাটা খুব একটা মেনে নিতে পারে না আপনার হৃদয় ৷ ফলে যত সময় এগোতে থাকে হৃদয় হয়ে ওঠে দুর্বল
advertisement
3/6
জানেন কি ? ধূমপান করলে, আপনার ফুসফুস এতটাই দুর্বল হয়ে পড়ে যে শরীরে অক্সিজেন নেওয়ার ব্যাপারে দিন দিন দুর্বল হয়ে পড়ে ফুসফুস ৷ এমনকী, রক্তও ক্ষমতা হারায় অক্সিজেনকে বহন করে নিয়ে চলার ব্যাপারে ৷ আগুনের তাপে তামাক পুড়লে, নিকোটিন ও কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে সোজা চলে যায় ফুসফুসে৷ যা দুর্বল করে তোলে আপনার ফুসফুসকে ৷
জানেন কি ? ধূমপান করলে, আপনার ফুসফুস এতটাই দুর্বল হয়ে পড়ে যে শরীরে অক্সিজেন নেওয়ার ব্যাপারে দিন দিন দুর্বল হয়ে পড়ে ফুসফুস ৷ এমনকী, রক্তও ক্ষমতা হারায় অক্সিজেনকে বহন করে নিয়ে চলার ব্যাপারে ৷ আগুনের তাপে তামাক পুড়লে, নিকোটিন ও কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে সোজা চলে যায় ফুসফুসে৷ যা দুর্বল করে তোলে আপনার ফুসফুসকে ৷
advertisement
4/6
ধূমপান আপনার রক্তসঞ্চালনকেও ব্যহত করে ৷ অতিরিক্ত ধূমপান করলে ক্ষতিগ্রস্ত হয় আপনার গলার ভিতরের অংশ ৷ এমনকী, শরীরের হাড় দুর্বল করে দিতেও ওস্তাদ ধূমপান ৷ এই কারণেই অতিরিক্ত ধূমপান করলে শরীর দুর্বল হয়ে পড়ে কাজ করার ক্ষমতা হারায় ৷
ধূমপান আপনার রক্তসঞ্চালনকেও ব্যহত করে ৷ অতিরিক্ত ধূমপান করলে ক্ষতিগ্রস্ত হয় আপনার গলার ভিতরের অংশ ৷ এমনকী, শরীরের হাড় দুর্বল করে দিতেও ওস্তাদ ধূমপান ৷ এই কারণেই অতিরিক্ত ধূমপান করলে শরীর দুর্বল হয়ে পড়ে কাজ করার ক্ষমতা হারায় ৷
advertisement
5/6
ধূমপান ছেড়েই দেখুন না ! দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে ৷ ভুগতে হতে পারে ঠান্ডা লাগায়, কাশিতেও ৷ তবে এক মাস গেলেই একেবারে স্বস্তি ৷ সিগারেট দুম করে ছাড়া যায় না ৷ তাই যখনই ধূমপান করতে ইচ্ছে করবে, এক কাপ চা বা কফি, কিংবা মুখে ফেলুন চুয়িংগাম ৷
ধূমপান ছেড়েই দেখুন না ! দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে ৷ ভুগতে হতে পারে ঠান্ডা লাগায়, কাশিতেও ৷ তবে এক মাস গেলেই একেবারে স্বস্তি ৷ সিগারেট দুম করে ছাড়া যায় না ৷ তাই যখনই ধূমপান করতে ইচ্ছে করবে, এক কাপ চা বা কফি, কিংবা মুখে ফেলুন চুয়িংগাম ৷
advertisement
6/6
টিনএজারদের মধ্যে একরকম প্রবণতা দেখা যায় ৷ শুধুমাত্র সিনেমার পর্দার হিরোদের নকল করতে গিয়েই নেশায় পড়ে যান অনেকেই ৷ তবে বাস্তবটা বুঝুন ৷ ‘বিশ্ব নো স্মোকিং ডে’তে শপথ করুন, ধূমপান আর করবেন না ৷
টিনএজারদের মধ্যে একরকম প্রবণতা দেখা যায় ৷ শুধুমাত্র সিনেমার পর্দার হিরোদের নকল করতে গিয়েই নেশায় পড়ে যান অনেকেই ৷ তবে বাস্তবটা বুঝুন ৷ ‘বিশ্ব নো স্মোকিং ডে’তে শপথ করুন, ধূমপান আর করবেন না ৷
advertisement
advertisement
advertisement