আজ সন্ত হবেন মাদার টেরিজা

Last Updated:
আর মাত্র কিছপক্ষণের অপেক্ষা। তারপরই মাদার টেরিজা হয়ে উঠবেন সেন্ট টেরিজা। ‘সন্ত’ হিসেবে ঘোষিত হবেন ‘অ্যাঞ্জেল অফ স্লামস’ মাদার টেরিজা ৷
1/6
আর মাত্র কিছপক্ষণের অপেক্ষা। তারপরই মাদার টেরিজা হয়ে উঠবেন সেন্ট টেরিজা। ‘সন্ত’ হিসেবে ঘোষিত হবেন ‘অ্যাঞ্জেল অফ স্লামস’ মাদার টেরিজা ৷ সেই উপলক্ষে সেজে ওঠেছে ভ্যাটিকান সিটি ৷ কলকাতা থেকে সেন্ট পিটার্স স্কোয়্যারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মিশন অফ চ্যারিটির প্রতিনিধি দল ৷
আর মাত্র কিছপক্ষণের অপেক্ষা। তারপরই মাদার টেরিজা হয়ে উঠবেন সেন্ট টেরিজা। ‘সন্ত’ হিসেবে ঘোষিত হবেন ‘অ্যাঞ্জেল অফ স্লামস’ মাদার টেরিজা ৷ সেই উপলক্ষে সেজে ওঠেছে ভ্যাটিকান সিটি ৷ কলকাতা থেকে সেন্ট পিটার্স স্কোয়্যারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মিশন অফ চ্যারিটির প্রতিনিধি দল ৷
advertisement
2/6
আলবানিয়া থেকে কলকাতা। এই শহরেই শুরু তাঁর কর্মযজ্ঞ। আর তারপর ধীরে ধীরে বিশ্বজননী হয়ে ওঠা। রোমে মাদার টেরেসার সন্ত হয়ে ওঠার মধ্যে দিয়ে কলকাতার যেন নতুন করে আত্মপ্রকাশ। গোটা শহর উদ্ভাসিত সন্তায়নের পবিত্রতায়। ভ্যাটিকানের চূড়ান্ত প্রস্তুতির মতোই কলকাতার মাদার হাউজেও শেষ সময়ের ব্যস্ততা।
আলবানিয়া থেকে কলকাতা। এই শহরেই শুরু তাঁর কর্মযজ্ঞ। আর তারপর ধীরে ধীরে বিশ্বজননী হয়ে ওঠা। রোমে মাদার টেরেসার সন্ত হয়ে ওঠার মধ্যে দিয়ে কলকাতার যেন নতুন করে আত্মপ্রকাশ। গোটা শহর উদ্ভাসিত সন্তায়নের পবিত্রতায়। ভ্যাটিকানের চূড়ান্ত প্রস্তুতির মতোই কলকাতার মাদার হাউজেও শেষ সময়ের ব্যস্ততা।
advertisement
3/6
রবিবার রোমের ভ্যাটিকানে সন্ত হবেন মাদার টেরেসা। ভ্যাটিকান উৎসবের সেই রেশ মাদারের প্রিয় শহরেও। সেজে উঠেছে মাদার হাউজ, আর্চবিশপস হাউজ, শহরের সবকটি চার্চ, মিশনারিজ অফ চ্যারিটি।
রবিবার রোমের ভ্যাটিকানে সন্ত হবেন মাদার টেরেসা। ভ্যাটিকান উৎসবের সেই রেশ মাদারের প্রিয় শহরেও। সেজে উঠেছে মাদার হাউজ, আর্চবিশপস হাউজ, শহরের সবকটি চার্চ, মিশনারিজ অফ চ্যারিটি।
advertisement
4/6
এই উৎসবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
এই উৎসবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
advertisement
5/6
ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান  সিটি ৷
ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান সিটি ৷
advertisement
6/6
মাদারের ক্যানোনাইজেশনের সাক্ষী থাকতে ভ্যাটিকানে হাজির অগুণতি পুণ্যার্থী। রয়েছেন মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরাও।
মাদারের ক্যানোনাইজেশনের সাক্ষী থাকতে ভ্যাটিকানে হাজির অগুণতি পুণ্যার্থী। রয়েছেন মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরাও।
advertisement
advertisement
advertisement