কত সাবস্ক্রাইবার, 'ভিউ' হলে ইউটিউব টাকা দেয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? 'সহজ' নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
YouTube Earnings: অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে, YouTube-এ কত ভিউ হলে তবে একজন ক্রিয়েটর তা থেকে টাকা পেতে শুরু করেন? আর কখনই বা ক্রিয়েটরের কাছে আসে সেই বহু প্রতীক্ষিত Golden Button-টি?
আজকালকার ডিজিটাল যুগে YouTube আর শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং রোজগারের জন্যও কিন্তু একটি দুর্দান্ত প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। আসলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মে নানা ধরনের রকমারি বিষয়ে ভিডিও আপলোড করছেন। আর সবথেকে বড় কথা হল, এভাবে ভিডিও পোস্ট করে বহু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখান থেকে প্রচুর রোজগারও করছেন। কিন্তু অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে, YouTube-এ কত ভিউ হলে তবে একজন ক্রিয়েটর তা থেকে টাকা পেতে শুরু করেন? আর কখনই বা ক্রিয়েটরের কাছে আসে সেই বহু প্রতীক্ষিত Golden Button-টি? তাহলে আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে নেওয়া যাক।
advertisement
YouTube-এ কত ভিউ এলে ক্রিয়েটররা টাকা পেতে থাকেন? সবার প্রথমে এটা মনে রাখা আবশ্যক যে, YouTube থেকে অর্থ উপার্জন করার জন্য কেবল ভিউ-ই শেষ কথা নয়! বরং ক্রিয়েটরকে YouTube-এর Partner Program (YPP)-এর অংশ হতে হবে। তবে সেটা কিন্তু মুখের কথা নয়! কারণ এর জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলিই নীচে উল্লেখ করা হল
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement