কত সাবস্ক্রাইবার, 'ভিউ' হলে ইউটিউব টাকা দেয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? 'সহজ' নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!

Last Updated:
YouTube Earnings: অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে, YouTube-এ কত ভিউ হলে তবে একজন ক্রিয়েটর তা থেকে টাকা পেতে শুরু করেন? আর কখনই বা ক্রিয়েটরের কাছে আসে সেই বহু প্রতীক্ষিত Golden Button-টি?
1/7
আজকালকার ডিজিটাল যুগে YouTube আর শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং রোজগারের জন্যও কিন্তু একটি দুর্দান্ত প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। আসলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মে নানা ধরনের রকমারি বিষয়ে ভিডিও আপলোড করছেন। আর সবথেকে বড় কথা হল, এভাবে ভিডিও পোস্ট করে বহু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখান থেকে প্রচুর রোজগারও করছেন। কিন্তু অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে, YouTube-এ কত ভিউ হলে তবে একজন ক্রিয়েটর তা থেকে টাকা পেতে শুরু করেন? আর কখনই বা ক্রিয়েটরের কাছে আসে সেই বহু প্রতীক্ষিত Golden Button-টি? তাহলে আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে নেওয়া যাক।
আজকালকার ডিজিটাল যুগে YouTube আর শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং রোজগারের জন্যও কিন্তু একটি দুর্দান্ত প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। আসলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মে নানা ধরনের রকমারি বিষয়ে ভিডিও আপলোড করছেন। আর সবথেকে বড় কথা হল, এভাবে ভিডিও পোস্ট করে বহু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখান থেকে প্রচুর রোজগারও করছেন। কিন্তু অধিকাংশ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে, YouTube-এ কত ভিউ হলে তবে একজন ক্রিয়েটর তা থেকে টাকা পেতে শুরু করেন? আর কখনই বা ক্রিয়েটরের কাছে আসে সেই বহু প্রতীক্ষিত Golden Button-টি? তাহলে আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
YouTube-এ কত ভিউ এলে ক্রিয়েটররা টাকা পেতে থাকেন? সবার প্রথমে এটা মনে রাখা আবশ্যক যে, YouTube থেকে অর্থ উপার্জন করার জন্য কেবল ভিউ-ই শেষ কথা নয়! বরং ক্রিয়েটরকে YouTube-এর Partner Program (YPP)-এর অংশ হতে হবে। তবে সেটা কিন্তু মুখের কথা নয়! কারণ এর জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলিই নীচে উল্লেখ করা হল
YouTube-এ কত ভিউ এলে ক্রিয়েটররা টাকা পেতে থাকেন? সবার প্রথমে এটা মনে রাখা আবশ্যক যে, YouTube থেকে অর্থ উপার্জন করার জন্য কেবল ভিউ-ই শেষ কথা নয়! বরং ক্রিয়েটরকে YouTube-এর Partner Program (YPP)-এর অংশ হতে হবে। তবে সেটা কিন্তু মুখের কথা নয়! কারণ এর জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলিই নীচে উল্লেখ করা হল
advertisement
3/7
১. চ্যানেলটির কমপক্ষে ১০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে। ২. বিগত ১২ মাসে চ্যানেলটির ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা ১ কোটি শর্টস ভিউ (গত ৯০ দিনে) থাকতে হবে। ৩. এছাড়াও, YouTube-এর কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসি অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. চ্যানেলটির কমপক্ষে ১০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে। ২. বিগত ১২ মাসে চ্যানেলটির ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা ১ কোটি শর্টস ভিউ (গত ৯০ দিনে) থাকতে হবে। ৩. এছাড়াও, YouTube-এর কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসি অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/7
একবার যদি কোনও ক্রিয়েটরের চ্যানেল YPP-তে যোগদান করে, তাহলে সেই ক্রিয়েটর নিজের ভিডিও-র বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন শুরু করতে পারবেন। ভারতে YouTube ভিডিও-য় CPM (কস্ট পার ১০০০ ইম্প্রেশন) সাধারণত ১৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে, যা কন্টেন্টের ক্যাটাগরি, লোকেশন এবং অডিয়েন্সের উপর নির্ভর করে।
একবার যদি কোনও ক্রিয়েটরের চ্যানেল YPP-তে যোগদান করে, তাহলে সেই ক্রিয়েটর নিজের ভিডিও-র বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন শুরু করতে পারবেন। ভারতে YouTube ভিডিও-য় CPM (কস্ট পার ১০০০ ইম্প্রেশন) সাধারণত ১৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে, যা কন্টেন্টের ক্যাটাগরি, লোকেশন এবং অডিয়েন্সের উপর নির্ভর করে।
advertisement
5/7
কখন YouTube-এর Play Button পাবেন ক্রিয়েটররা? ১. যখন ক্রিয়েটররা সাবস্ক্রাইবার মাইলফলক স্পর্শ করেন, তখন তাঁদের পুরস্কার দেয় YouTube। যাকে বলা হয় Creator Awards। এর তিনটি প্রধান প্লে বাটন রয়েছে। ২. Silver Play Button: চ্যানেলে ১ লক্ষ গ্রাহক সংখ্যা পূর্ণ হলে ক্রিয়েটররা পেয়ে যান এই বাটন।
কখন YouTube-এর Play Button পাবেন ক্রিয়েটররা? ১. যখন ক্রিয়েটররা সাবস্ক্রাইবার মাইলফলক স্পর্শ করেন, তখন তাঁদের পুরস্কার দেয় YouTube। যাকে বলা হয় Creator Awards। এর তিনটি প্রধান প্লে বাটন রয়েছে। ২. Silver Play Button: চ্যানেলে ১ লক্ষ গ্রাহক সংখ্যা পূর্ণ হলে ক্রিয়েটররা পেয়ে যান এই বাটন।
advertisement
6/7
৩. Gold Play Button: চ্যানেলে ১০ লক্ষ গ্রাহক সংখ্যা পূর্ণ হলে ক্রিয়েটররা পেয়ে যাবেন এই বাটন। ৪. Diamond Play Button: চ্যানেলের গ্রাহক সংখ্যা ১ কোটি হয়ে গেলে ক্রিয়েটেররা এই প্লে বাটন পাবেন।
৩. Gold Play Button: চ্যানেলে ১০ লক্ষ গ্রাহক সংখ্যা পূর্ণ হলে ক্রিয়েটররা পেয়ে যাবেন এই বাটন। ৪. Diamond Play Button: চ্যানেলের গ্রাহক সংখ্যা ১ কোটি হয়ে গেলে ক্রিয়েটেররা এই প্লে বাটন পাবেন।
advertisement
7/7
Golden Button-কে একটি বিশেষ কৃতিত্ব হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। কারণ সেই স্তরে পৌঁছানোর জন্য কেবল কন্টেন্টের মান ভাল হলেই হয় না, এর সঙ্গে ক্রিয়েটরদের নিরন্তর কঠোর পরিশ্রম এবং দর্শক বা সাবস্ক্রাইবারদের ভালবাসারও প্রয়োজন হয়।
Golden Button-কে একটি বিশেষ কৃতিত্ব হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। কারণ সেই স্তরে পৌঁছানোর জন্য কেবল কন্টেন্টের মান ভাল হলেই হয় না, এর সঙ্গে ক্রিয়েটরদের নিরন্তর কঠোর পরিশ্রম এবং দর্শক বা সাবস্ক্রাইবারদের ভালবাসারও প্রয়োজন হয়।
advertisement
advertisement
advertisement