Xiaomi লঞ্চ করেছে আকর্ষণীয় ট্যাব, ১১ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে পাওয়া যাবে বড় ব্যাটারি, দাম জানলেও অবাক হবেন!
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Xiaomi-র এই Xiaomi Pad 6 ট্যাবলেট Snapdragon 870 প্রসেসর দিয়ে সজ্জিত এবং এটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-তে চলে।
জনপ্রিয় কোম্পানি Xiaomi ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ট্যাব। Xiaomi মঙ্গলবার ভারতে লঞ্চ করেছে তাদের আধুনিক Xiaomi Pad 6। এই বছরের শুরুর দিকে এই Xiaomi Pad 6 ট্যাবলেট চিনে লঞ্চ করা হয়। Xiaomi-র এই Xiaomi Pad 6 ট্যাবলেট Snapdragon 870 প্রসেসর দিয়ে সজ্জিত এবং এটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-তে চলে। এছাড়াও এই Xiaomi Pad 6-এ রয়েছে আরও আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Pad 6-এর সমস্ত ফিচার।
advertisement
ভারতে Xiaomi Pad 6 এর ৬ GB + ১২৮ GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬৯৯৯ টাকা। অন্য দিকে, Xiaomi Pad 6-এর ৮ GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮৯৯৯ টাকা। ভারতে Xiaomi Pad 6 গ্রাফাইট গ্রে এবং মিস্ট ব্লু রঙের বিকল্পে চালু করা হয়েছে। Xiaomi Pad 6-এর উপরে গ্রাহকরা ICICI ব্যাঙ্কের মাধ্যমে আকর্ষণীয় ছাড় পাবেন। ICICI ব্যাঙ্কের ছাড়ের মাধ্যমে ভারতে Xiaomi Pad 6-এর উভয় ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ২৩৯৯৯ টাকা এবং ২৫৯৯৯ টাকা।
advertisement
Xiaomi-এর তরফে জানানো হয়েছে যে, এই ট্যাবলেটটি ২১ জুন থেকে ভারতে Amazon ও Xiaomi-এর অফিসিয়াল সাইট এবং অন্যান্য খুচরো স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। Xiaomi Pad 6 এর কি-বোর্ড, কভার এবং স্মার্ট পেনের (২nd Gen) দাম যথাক্রমে ৪৯৯৯ টাকা, ১৪৯৯ টাকা এবং ৫৯৯৯ টাকা রাখা হয়েছে। ২১ জুন থেকে তাদেরও বিক্রি শুরু হবে।
advertisement
advertisement
advertisement