উষ্ণতার পারদ চড়ছে, ক্রমশ বাড়ছে গরম হাওয়ার দাপট। এপ্রিল মাসের শুরুর দিনগুলোতেই একেবারে গলদঘর্ম অবস্থা। ফলে ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে এসি বা কুলারের ব্যববহার।
2/ 9
কারও বাড়িতে পুরনো উইন্ডো এসি লাগানো রয়েছে। কারও আবার স্প্লিট এসি। কেউ আবার নতুন করে এসি লাগানোর কথা ভাবছেন। স্প্লিট হোক বা উইন্ডো এসি ঘর ঠান্ডা রাখাই উদ্দেশ্য। তবে স্থান সঙ্কুলান এক বড় ঝক্কি। আজকাল বেশির ভাগ বাড়িতেই জায়গার অভাব। তাই দেওয়ালে লাগানো স্প্লিট এসির কথাই ভাবেন সকলে।
3/ 9
বাড়িতে স্প্লিট এসি লাগানো তো আছে। কিন্তু কেন এমন নাম তা ভেবে দেখেছেন কখনও! কেন এধরনের এসিকে স্প্লিট বলা হয় তা নিয়ে আমরা কখনও ভাবি না।
4/ 9
আসলে যেমন নাম তেমনই তো কাজ। স্প্লিট কথার অর্থ হল বিভক্তি, অর্থাৎ দু’টি বস্তুকে আলাদা করা। স্প্লিট এসির ক্ষেত্রেও তো এমনই ঘটনা ঘটে। একটি এসি-রই যেন দু’টি পৃথক ভাগ।
5/ 9
আসলে স্প্লিট এসির দু’টি ইউনিট থাকে। একটি বড় মেশিন না তৈরি করে তাকে দু’ভাগ করে ফেলা। শুধুমাত্র ব্যবহারের সুবিধার্থে।
6/ 9
এই দু’টি ভাগের একটি ভাগ থাকে ব্যবহারকারীর ঘরের ভিতরে। অন্যটি ঘরের বাইরে। কেউ রাখেন বারান্দায়, কেউ ছাদে আবার কেউ তা আটকে দেন জানলার বাইরের অংশে। এভাবেই ইনস্টল করা হয় স্প্লিট এসি।
7/ 9
ভিতরের অংশটি মূলত বায়ু সঞ্চালনের কাজ হয়। তা ফিল্টার করে ছড়িয়ে দেওয়া হয় ঘরের ভিতর। যাতে সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায় এই তপ্ত গ্রীষ্মে। আসলে এটি ঘরের ভিতর ঠান্ডা হাওয়া রেখে গরম হাওয়াকে বাইরে কনডেন্সারের দিকে ঠেলে দেয়।
8/ 9
বাইরের অংশে কম্প্রেসার এবং কনডেন্সার থাকে। এর কাজ হল ভিতর থেকে যে গরম বাতাস বেরিয়ে আসছে তাকে বের করে দেওয়া। এটিই আসল কার্যকরী অংশ সেকথা বলা যেতেই পারে।
9/ 9
ধরা যাক, যদি এসি-তে কনডেন্সার ইউনিটটি না থাকতে, তাহলে এসি শুধুমাত্র ফ্যান বা কুলারের কাজ করতে পারত।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
উষ্ণতার পারদ চড়ছে, ক্রমশ বাড়ছে গরম হাওয়ার দাপট। এপ্রিল মাসের শুরুর দিনগুলোতেই একেবারে গলদঘর্ম অবস্থা। ফলে ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে এসি বা কুলারের ব্যববহার।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
কারও বাড়িতে পুরনো উইন্ডো এসি লাগানো রয়েছে। কারও আবার স্প্লিট এসি। কেউ আবার নতুন করে এসি লাগানোর কথা ভাবছেন। স্প্লিট হোক বা উইন্ডো এসি ঘর ঠান্ডা রাখাই উদ্দেশ্য। তবে স্থান সঙ্কুলান এক বড় ঝক্কি। আজকাল বেশির ভাগ বাড়িতেই জায়গার অভাব। তাই দেওয়ালে লাগানো স্প্লিট এসির কথাই ভাবেন সকলে।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
আসলে যেমন নাম তেমনই তো কাজ। স্প্লিট কথার অর্থ হল বিভক্তি, অর্থাৎ দু’টি বস্তুকে আলাদা করা। স্প্লিট এসির ক্ষেত্রেও তো এমনই ঘটনা ঘটে। একটি এসি-রই যেন দু’টি পৃথক ভাগ।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
এই দু’টি ভাগের একটি ভাগ থাকে ব্যবহারকারীর ঘরের ভিতরে। অন্যটি ঘরের বাইরে। কেউ রাখেন বারান্দায়, কেউ ছাদে আবার কেউ তা আটকে দেন জানলার বাইরের অংশে। এভাবেই ইনস্টল করা হয় স্প্লিট এসি।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
ভিতরের অংশটি মূলত বায়ু সঞ্চালনের কাজ হয়। তা ফিল্টার করে ছড়িয়ে দেওয়া হয় ঘরের ভিতর। যাতে সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায় এই তপ্ত গ্রীষ্মে। আসলে এটি ঘরের ভিতর ঠান্ডা হাওয়া রেখে গরম হাওয়াকে বাইরে কনডেন্সারের দিকে ঠেলে দেয়।
স্প্লিট এসি, কেন এয়ার কন্ডিশনার-এর এমন নাম হল? খুব কম মানুষই জানে আসল সত্য
বাইরের অংশে কম্প্রেসার এবং কনডেন্সার থাকে। এর কাজ হল ভিতর থেকে যে গরম বাতাস বেরিয়ে আসছে তাকে বের করে দেওয়া। এটিই আসল কার্যকরী অংশ সেকথা বলা যেতেই পারে।