Smartphone Tips: এইসব 'চেনা লক্ষণগুলি' অবহেলা করছেন? আপনার স্মার্টফোন জানিয়ে দেয় ফোন বদলের সময় এসেছে
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Smartphone Tips: নতুন ডিভাইস কেনার জন্য তাড়াহুড়ো করার আগে বর্তমান ফোনটি কতদিন ধরে আছে এবং এটি কোনও সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, তা বিবেচনা করতে হবে।
যখন ছিল না, তখন কথায় কথায় অসুবিধার মুখে পড়তে হত না। লোকে স্মার্টফোন দেখা ছাড়াই দিব্যি সফর করত, বন্ধুবান্ধবের জন্য এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করত! এখন আর স্মার্টফোন ছাড়া কেউ একদণ্ডও থাকতে পারে না! স্মার্টফোন আজ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কেন না তা কলিং এবং মেসেজিংয়ের বাইরেও অনেক কাজ করে। ব্যাঙ্কিং, অনলাইন পেমেন্ট, ক্যাব বুকিং এবং খাবারের অর্ডারের মতো অসংখ্য দৈনন্দিন চাহিদা পূরণ করে।
advertisement
কেউ যদি দীর্ঘ সময় ধরে নিজেদের ফোন ব্যবহার করে থাকে, তবে এটি প্রায়ই ইঙ্গিত দেয় যে এটি আপগ্রেড করার সময় এসেছে। যদিও অনেক ব্র্যান্ড প্রতি মাসে নতুন মডেল লঞ্চ করে তার অর্থ এই নয় যে পুরনো ফোনটি ব্যাকডেটেড হয়ে গিয়েছে। নতুন ডিভাইস কেনার জন্য তাড়াহুড়ো করার আগে বর্তমান ফোনটি কতদিন ধরে আছে এবং এটি কোনও সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, তা বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
সবশেষে, যদি কেউ ক্ষতিগ্রস্ত ব্যাটারি বা বার বার হার্ডওয়্যার সমস্যার মুখোমুখি হয়, তাহলে সেই ফোনটি রিপ্লেস করাই বাঞ্ছনীয়। একবার হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে আরও সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অনেক অ্যাপ পুরনো ফোনে আর সাপোর্ট নাও পেতে পারে, যা সিকিউরিটির ঝুঁকির সম্মুখীন করতে পারে। এই ধরনের ক্ষেত্রে নিজের পুরনো ডিভাইসটি এক্সচেঞ্জ করে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ হবে।






