WhatsApp-এর নয়া চমক, এবার ল্যাপটপ-কম্পিউটারের ভয়েস-ভিডিও কল করতে পারবেন গ্রাহকেরা

Last Updated:
এবার ওয়েব ভার্সনেও ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আনতে চলেছে কোম্পানি
1/6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ওয়েব ভার্সনেও ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আনতে চলেছে কোম্পানি। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটঅ্যাপ ওয়েব ভার্সনে ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আনার জন্য কাজ চলছে।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ওয়েব ভার্সনেও ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আনতে চলেছে কোম্পানি। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটঅ্যাপ ওয়েব ভার্সনে ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আনার জন্য কাজ চলছে।
advertisement
2/6
হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩ -এর নতুন আপটেডের পর এই ফিচারটি দেখা গিয়েছে। এই মুহূর্তে এই ফিচারটি বিটা ফেজে রয়েছে, এর থেকে জানা গিয়েছে যে কোম্পানি পাবলিক রিলিজের আগে এর টেস্টিং করছে। হোয়াটসঅ্যাপের ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আগের থেকেই অ্যান্ড্রয়েড আর আইওএস এ উপলব্ধ রয়েছে। এবার এই সুবিধাটি খুব জলদিই ডেক্সটপ ভার্সনেও পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩ -এর নতুন আপটেডের পর এই ফিচারটি দেখা গিয়েছে। এই মুহূর্তে এই ফিচারটি বিটা ফেজে রয়েছে, এর থেকে জানা গিয়েছে যে কোম্পানি পাবলিক রিলিজের আগে এর টেস্টিং করছে। হোয়াটসঅ্যাপের ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি আগের থেকেই অ্যান্ড্রয়েড আর আইওএস এ উপলব্ধ রয়েছে। এবার এই সুবিধাটি খুব জলদিই ডেক্সটপ ভার্সনেও পাওয়া যাবে।
advertisement
3/6
WABetaInfo ট্যুইট করে জানিয়েছে যে, রিপোর্ট অনুযায়ী, লেটেস্ট আপডেটের সঙ্গেই হোয়াটসঅ্যাপ এর ডেক্সটপ ভার্সন ২.২০৪৩ তে ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি সাপোর্ট করবে। এই মুহূর্তে এটি বিটা ফেজে রয়েছে। WABetaInfo এই ফিচারটিকে টেস্ট করে কিছু স্ক্রিনসটও শেয়ার করেছে।
WABetaInfo ট্যুইট করে জানিয়েছে যে, রিপোর্ট অনুযায়ী, লেটেস্ট আপডেটের সঙ্গেই হোয়াটসঅ্যাপ এর ডেক্সটপ ভার্সন ২.২০৪৩ তে ভয়েস আর ভিডিও কলিং ফিচারটি সাপোর্ট করবে। এই মুহূর্তে এটি বিটা ফেজে রয়েছে। WABetaInfo এই ফিচারটিকে টেস্ট করে কিছু স্ক্রিনসটও শেয়ার করেছে।
advertisement
4/6
স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে ডেক্সটপে হোয়াটঅ্যাপ ব্যবহার করার সময় কল আসছে, একটি পপ-আপ উইন্ডো খুলে যাচ্ছে। এই উইন্ডোটিতে কল রিসিভ আর রিজেক্ট করার অপশন রয়েছে। নিচের দিকে Ignore এর অপশন রয়েছে। আর কল করার জন্য একটি ছোট পপ-আপ উইন্ডোতে video, mute, decline -এর মতো অপশন রয়েছে।
স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে ডেক্সটপে হোয়াটঅ্যাপ ব্যবহার করার সময় কল আসছে, একটি পপ-আপ উইন্ডো খুলে যাচ্ছে। এই উইন্ডোটিতে কল রিসিভ আর রিজেক্ট করার অপশন রয়েছে। নিচের দিকে Ignore এর অপশন রয়েছে। আর কল করার জন্য একটি ছোট পপ-আপ উইন্ডোতে video, mute, decline -এর মতো অপশন রয়েছে।
advertisement
5/6
এই রিপোর্টে এও বলা হয়েছে যে আপডেটের সঙ্গে গ্রুপ ভয়েস আর ভিডিও ক্লিং এরও আপডেট চলে আসবে। যদিও। এই ফিচারটি এখনও টেস্টর জন্য উপলব্ধ ছিল না আর এটিকে খুব শীঘ্রই ওয়েব ভার্সনে যোগ করা হবে। ওয়েব ভার্সনে আগের থেকেই মেসেঞ্জার সাপোর্ট উপলব্ধ রয়েছে। ভিডিও আর ভয়েস কল অপশন চলে এলে এক্সপিরিয়েন্স আরও ভাল হয়ে যাবে।
এই রিপোর্টে এও বলা হয়েছে যে আপডেটের সঙ্গে গ্রুপ ভয়েস আর ভিডিও ক্লিং এরও আপডেট চলে আসবে। যদিও। এই ফিচারটি এখনও টেস্টর জন্য উপলব্ধ ছিল না আর এটিকে খুব শীঘ্রই ওয়েব ভার্সনে যোগ করা হবে। ওয়েব ভার্সনে আগের থেকেই মেসেঞ্জার সাপোর্ট উপলব্ধ রয়েছে। ভিডিও আর ভয়েস কল অপশন চলে এলে এক্সপিরিয়েন্স আরও ভাল হয়ে যাবে।
advertisement
6/6
যদিও এই ফিচারটির বিষয় নিয়ে এখনও কোনও কিছু জানায় নি কোম্পানি। কিন্তু আশা করা হচ্ছে যে বিটা অ্যাপের লেটেস্ট আপডেট আসার পর অফিশিয়াল স্টেবল ভার্সন রিলিজ কিছু দিনের মধ্যে চলে আসবে।
যদিও এই ফিচারটির বিষয় নিয়ে এখনও কোনও কিছু জানায় নি কোম্পানি। কিন্তু আশা করা হচ্ছে যে বিটা অ্যাপের লেটেস্ট আপডেট আসার পর অফিশিয়াল স্টেবল ভার্সন রিলিজ কিছু দিনের মধ্যে চলে আসবে।
advertisement
advertisement
advertisement