WhatsApp Update: আসছে নয়া প্রাইভেসি ফিচার! ছবি-ভিডিও পাঠানোর ফিচারে বড় বদল আনছে WhatsApp, জেনে নিন খুঁটিনাটি

Last Updated:
WhatsApp Update: হোয়াটসঅ্যাপ গোপনীয়তা বাড়াতে একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এমনভাবে ছবি এবং ভিডিও পাঠাতে পারবেন যে রিসিভার অটোমেটিক নিজের সেই ছবি ও ভিডিও ডিভাইসে সেভ করতে পারবেন না।
1/6
ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা প্রদানে WhatsApp-এর যে অঙ্গীকার, তা দিনে দিনে উন্নত করা হচ্ছে। এর জন্য WhatsApp আনছে নতুন ফিচারও। যা চ্যাট হিস্ট্রিকে আরও সুরক্ষিত করে তুলবে। প্রিভেসি প্রোটেকশন বাড়াতে তাদের নিরবচ্ছিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম অ্যাডভান্সড সেটিংস আনছে। এতে কথোপকথন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা নানা কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা প্রদানে WhatsApp-এর যে অঙ্গীকার, তা দিনে দিনে উন্নত করা হচ্ছে। এর জন্য WhatsApp আনছে নতুন ফিচারও। যা চ্যাট হিস্ট্রিকে আরও সুরক্ষিত করে তুলবে। প্রিভেসি প্রোটেকশন বাড়াতে তাদের নিরবচ্ছিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম অ্যাডভান্সড সেটিংস আনছে। এতে কথোপকথন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা নানা কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন।
advertisement
2/6
Android-এর জন্য WhatsApp-এর লেটেস্ট বিটা ভার্সন থেকে যে তথ্য জানা গিয়েছে, সেটি হল - প্রিভেসি-ফোকাসড সেটিংয়ের উপর কাজ করছে অ্যাপ। যা আসন্ন আপডেটে রোলআউট হতে পারে। এই নয়া বিকল্প সুরক্ষার একটি অতিরিক্ত প্রলেপ দেবে। কিন্তু কীভাবে।
Android-এর জন্য WhatsApp-এর লেটেস্ট বিটা ভার্সন থেকে যে তথ্য জানা গিয়েছে, সেটি হল - প্রিভেসি-ফোকাসড সেটিংয়ের উপর কাজ করছে অ্যাপ। যা আসন্ন আপডেটে রোলআউট হতে পারে। এই নয়া বিকল্প সুরক্ষার একটি অতিরিক্ত প্রলেপ দেবে। কিন্তু কীভাবে।
advertisement
3/6
আসলে এর জন্য প্রাপকের গ্যালারিতে ইমেজ এবং ভিডিও-র মতো মিডিয়া ফাইল অটোসেভড হবে না। বর্তমানে disappearing messages-এ এনেবল করা চ্যাটেই এই রেসট্রিকশনের সুবিধা মেলে। যদিও রেগুলার চ্যাটের ক্ষেত্রেও এখন এই ফিচার আনছে WhatsApp। যাঁরা opt-in করবেন, তাঁদের ক্ষেত্রে এই ফিচার কাজ করবে। যার ফলে শেয়ার করা বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যাবে।
আসলে এর জন্য প্রাপকের গ্যালারিতে ইমেজ এবং ভিডিও-র মতো মিডিয়া ফাইল অটোসেভড হবে না। বর্তমানে disappearing messages-এ এনেবল করা চ্যাটেই এই রেসট্রিকশনের সুবিধা মেলে। যদিও রেগুলার চ্যাটের ক্ষেত্রেও এখন এই ফিচার আনছে WhatsApp। যাঁরা opt-in করবেন, তাঁদের ক্ষেত্রে এই ফিচার কাজ করবে। যার ফলে শেয়ার করা বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যাবে।
advertisement
4/6
মিডিয়া ডাউনলোডের উপর রেস্ট্রিকশন লাগু করার পাশাপাশি অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি ফিচার কিন্তু গোটা চ্যাট হিস্ট্রির এক্সপোর্ট প্রতিরোধ করবে। একবার এনেবল করা হলে এক্সপোর্ট কনভার্সেশনের ক্ষমতা ব্লক করবে WhatsApp। এক্সপোর্ট কনভার্সেশনের ক্ষমতার মধ্যে থাকে সেই সব ইউজারদের থেকে আসা মেসেজ, যাঁরা এই সেটিংস অ্যাক্টিভেট করেছেন। মূলত ব্যক্তিগত আদানপ্রদান প্রতিরোধ করতে এবং আনঅথোরাইজড ডেটা শেয়ারিংয়ের ঝুঁকি কমাতেই এটি ডিজাইন করা হয়েছে। প্রয়োজন মতো ইউজাররা কিন্তু ব্যক্তিগত মেসেজ আদানপ্রদান করতে পারবেন।
মিডিয়া ডাউনলোডের উপর রেস্ট্রিকশন লাগু করার পাশাপাশি অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি ফিচার কিন্তু গোটা চ্যাট হিস্ট্রির এক্সপোর্ট প্রতিরোধ করবে। একবার এনেবল করা হলে এক্সপোর্ট কনভার্সেশনের ক্ষমতা ব্লক করবে WhatsApp। এক্সপোর্ট কনভার্সেশনের ক্ষমতার মধ্যে থাকে সেই সব ইউজারদের থেকে আসা মেসেজ, যাঁরা এই সেটিংস অ্যাক্টিভেট করেছেন। মূলত ব্যক্তিগত আদানপ্রদান প্রতিরোধ করতে এবং আনঅথোরাইজড ডেটা শেয়ারিংয়ের ঝুঁকি কমাতেই এটি ডিজাইন করা হয়েছে। প্রয়োজন মতো ইউজাররা কিন্তু ব্যক্তিগত মেসেজ আদানপ্রদান করতে পারবেন।
advertisement
5/6
এই ফিচারের অন্যতম একটি দিক হল মেটা এআই ইন্টারঅ্যাকশনের উপর এর প্রভাব। যদি একজন ব্যবহারকারী অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি এনেবল করেন, তাহলে তিনি এবং কথোপকথনে অন্য অংশগ্রহণকারীরা চ্যাটের মধ্যে Meta AI-এর সঙ্গে কথাবার্তা চালাতে পারবেন না। এই আপডেটের ফলে ইউজারদের নিজেদের ডেটা এবং ডিজিটাল আলাপচারিতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর থেকেই প্রমাণিত হয়, এই সমস্ত সুবিধা দিতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ WhatsApp!
এই ফিচারের অন্যতম একটি দিক হল মেটা এআই ইন্টারঅ্যাকশনের উপর এর প্রভাব। যদি একজন ব্যবহারকারী অ্যাডভান্সড চ্যাট প্রিভেসি এনেবল করেন, তাহলে তিনি এবং কথোপকথনে অন্য অংশগ্রহণকারীরা চ্যাটের মধ্যে Meta AI-এর সঙ্গে কথাবার্তা চালাতে পারবেন না। এই আপডেটের ফলে ইউজারদের নিজেদের ডেটা এবং ডিজিটাল আলাপচারিতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর থেকেই প্রমাণিত হয়, এই সমস্ত সুবিধা দিতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ WhatsApp!
advertisement
6/6
যদিও এই ফিচার এখনও তৈরি হচ্ছে। এর অফিসিয়াল লঞ্চের আগে অ্যাডিশনাল ফাংশনালিটি রোল-আউট করতে পারে WhatsApp। একবার রিলিজ করলে এটি সম্পূর্ণ রূপে অপশনাল হবে। আর এটি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের উপর ভিত্তি করে উন্নত প্রিভেসি প্রোটেকশন বা গোপনীয়তা সুরক্ষা এনেবল করার বিকল্প প্রদান করবে।
যদিও এই ফিচার এখনও তৈরি হচ্ছে। এর অফিসিয়াল লঞ্চের আগে অ্যাডিশনাল ফাংশনালিটি রোল-আউট করতে পারে WhatsApp। একবার রিলিজ করলে এটি সম্পূর্ণ রূপে অপশনাল হবে। আর এটি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের উপর ভিত্তি করে উন্নত প্রিভেসি প্রোটেকশন বা গোপনীয়তা সুরক্ষা এনেবল করার বিকল্প প্রদান করবে।
advertisement
advertisement
advertisement