WhatsApp Tips: আপনার অজান্তেই হোয়াটসঅ্যাপ চ্যাটে আড়ি পাতছে কেউ? হ্যাকিং এড়াতে এখনই চালু করুন এই ৩ সিকিউরিটি সেটিংস
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp-এর সুরক্ষা আরও মজবুত করতে আইপি অ্যাড্রেস হাইড করা, লিঙ্ক প্রিভিউ বন্ধ এবং সিকিউরিটি নোটিফিকেশন অন রাখা অত্যন্ত জরুরি
advertisement
advertisement
IP Address লুকানো: প্রথম সেটিংস হল নিজের IP ঠিকানা লুকানো। হ্যাকাররা WhatsApp-এ ভয়েস এবং ভিডিও কলের সময় IP ঠিকানা ট্র্যাক করতে পারে, যা ইউজারদের অবস্থান এবং পরিচয় প্রকাশ করতে পারে। খারাপ কলের মান রোধ করতে, WhatsApp-এ এই সেটিংটি ডিফল্ট হিসেবে নিষ্ক্রিয় করা আছে, তবে এটি ম্যানুয়ালি এনেবল করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই সেটিংসটি চালু করতে WhatsApp-এর Settings যেতে হবে এবং Account বিভাগটি ওপেন করতে হবে। তারপর Security notifications-এ যেতে হবে এবং Show security notifications on this device অপশন ওপেন করতে হবে। WhatsApp এমনিতেও চমৎকার নিরাপত্তা বৈশিষ্ট্য প্রদান করে, তবে এই সেটিংস সক্রিয় করলে হ্যাকিংয়ের ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে






