Google Drive-এ চ্যাট ব্যাক আপ করা শুরু করেছে WhatsApp, জেনে নিন এখনই আপনার কী করা উচিত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ব্যাক আপ স্থানান্তরিত হচ্ছে Google Drive-এ। বছরের মাঝামাঝি কাজ মিটিয়ে ফেলতে চায় সংস্থা, শুরুটা তাই এখন থেকেই হয়ে গিয়েছে।
জানিয়ে দিয়েছিল WhatsApp আগের বছরেই। এবার কাজ শুরু হল আর কী। যে কারণে অনেকেই লক্ষ্য করে থাকতে পারেন যে তাঁদের ফোনের WhatsApp অ্যাকাউন্টে আচমকাই ব্যাক আপ নেওয়া শুরু হয়েছে। আসলে, এই ব্যাক আপ স্থানান্তরিত হচ্ছে Google Drive-এ। বছরের মাঝামাঝি কাজ মিটিয়ে ফেলতে চায় সংস্থা, শুরুটা তাই এখন থেকেই হয়ে গিয়েছে।
advertisement
advertisement
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এই স্টোরেজ পরিবর্তনের বিষয়টি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি জানিয়েছে যে, তারা অন্তত ৩০ দিন আগে থেকে এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করে দেবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অ্যাপের 'চ্যাট' সেটিংস বিভাগে 'চ্যাট ব্যাকআপ'-এ এই বিষয়ে একটি ব্যানার দেওয়া থাকবে।
advertisement
যাঁরা জিড্রাইভে তাঁদের WhatsApp চ্যাট ব্যাকআপ নিতে চান না বা যাঁরা তাঁদের সমস্ত অ্যাপ-সম্পর্কিত ডেটাগুলি কোনও নতুন ডিভাইসে সরাতে চান তখন ব্যবহারকারীদের কাছে ইনবিল্ড WhatsApp চ্যাট ব্যাকআপ ট্রান্সফার টুল ব্যবহার করার অপশন থাকবে। যদিও এই টুলটির জন্য উভয় ফোন একই ওয়াই-ফাই কানেকশনে থাকা প্রয়োজন, যাতে এটি একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারে৷
advertisement
advertisement