WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে ওটিপি পেয়েছেন? সাবধান! চোখের পলকে সাফ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Scam: গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ জালিয়াতির সংখ্যা ব্যাপক বেড়েছে। ইউজার কিছু বোঝার আগেই তাঁর অ্যাকাউন্ট চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।
advertisement
advertisement
advertisement
কী করে হ্যাকাররা? প্রথমে ইউজারের আত্মীয় বা বন্ধু বলে পরিচয় দেয়। বিশ্বাস অর্জন করে। তারপর ওটিপি চেয়ে বসে। এমনটা আকছার ঘটে। এটাই হ্যাকারদের কৌশল। অনেক সময় এমন ভান করে যেন বিপদে পড়েছে, “খুব বিপদের মধ্যে আছি, তাড়াতাড়ি ওটিপিটা দিন” বা “আপনার নম্বরে ভুল করে আমার ওটিপি চলে গিয়েছে, দয়া করে বলুন।“ অনেকেই না বুঝে এই ফাঁদে পা দেন। হ্যাকারদের ওটিপি বলে দেন। ওটিপি দিয়ে দেওয়ার অর্থ, অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকারদের হাতে তুলে দেওয়া।
advertisement
advertisement
advertisement
advertisement