WhatsApp New Feature: ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: আসলে ওয়েব পেজ ভেরিফাই করার নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এই মেসেজিং অ্যাপ। Android beta version 2.24.20.28 এই নয়া ফিচারের বৈশিষ্ট্য তুলে ধরেছে।
ভুল তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে WhatsApp। আর সুরক্ষার ক্ষেত্রে নয়া এক পালক যোগ করছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে ওয়েব পেজ ভেরিফাই করার নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এই মেসেজিং অ্যাপ। Android beta version 2.24.20.28 এই নয়া ফিচারের বৈশিষ্ট্য তুলে ধরেছে। যখন ব্যবহারকারী ওয়েবে লিঙ্ক সার্চ করবেন, তখন এটি টুলের মধ্যে আরও একটা স্তর যোগ করে।
advertisement
advertisement
advertisement
ওই পোস্টে টিপস্টারের ব্যাখ্যা, ব্যবহারকারীরা যখন লিঙ্কের বিষয়ে আরও তথ্য সার্চ করতে চান, তখন শুধুমাত্র লিঙ্কবিশিষ্ট নির্দিষ্ট মেসেজটিই সার্চের জন্য গুগলে আপলোড হয়ে যাবে। তাতে আরও বলা হয়েছে যে, ব্যবহারকারীদের সুবিধা দেওয়াই এই রিফাইন্ড ফিচারের লক্ষ্য। যাতে ব্যবহারকারীরা সম্ভাব্য ক্ষতিকর লিঙ্ক শনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটাও দেখা হবে।
advertisement
WhatsApp জানাচ্ছে, এই ফিচার অপশনাল। অর্থাৎ ব্যবহারকারীরা যদি এই বিকল্প বেছে নেন, তবেই তা শুধুমাত্র কাজ করবে। আর সবথেকে বড় কথা হল, এই ফিচার প্ল্যাটফর্মটিতে মেসেজ শেয়ার করবে না। মূলত কন্টেন্টের গোপনীয়তা যাতে রক্ষা হয় এবং সেটি যাতে সার্ভারের কোথাও না স্টোর হয়ে থাকে, সেই নিরাপত্তাই সুনিশ্চিত করবে। প্রসঙ্গত, একাধিক ফিচার নিয়ে কাজ করে WhatsApp। তবে সেই তালিকায় নিঃসন্দেহে বেশ বড়সড় সংযোজন হতে চলেছে আসন্ন এই ফিচারটি।