বাজারে এল Whatsapp নয়া ফিচার, এবার লকডাউনে চ্যাটিং হবে আরও আকর্ষণীয়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার লকদাউনে মঝে গ্রাহকদের জন্য নতুন স্টিকার প্যাক নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ
advertisement
নতুন এই স্টিকারের প্যাকটিকে লঞ্চ করেছে WHO, আর এই স্টিকারের প্যাকটি নাম হচ্ছে 'টুগেদার অ্যাট হোম'। এর জন্য হু-এর সঙ্গে পার্টনারশিপ করেছে হোয়াটসঅ্যাপ। এই স্টিকারগুলি লকদাউনের সময় মানুষের মনের ভাব আর ইমসনকে ফুটিয়ে তলে। এই মুহূর্তে শুধুমাত্র ইংরাজিতেই পাউয়া যাচ্ছে, শীঘ্রই অনান্য ভাষাতেও পাওয়া যাবে এই স্টিকারগুলি। সব মিলিয়ে ১১ টি ভাষায় পাওয়া যাবে স্টিকারগুলো।
advertisement
advertisement