WhatsApp Tips: বদলে যাবে WhatsApp-এর ইন্টারফেস! চেনা সাদা-সবুজ থাকবে তো? জেনে নিন

Last Updated:
নতুন ইন্টারফেসের কাজ চলছে। তা কার্যকর হয়ে গেলে টপ অ্যাপ বার সাদা হবে আর নাম থাকবে সবুজে।
1/8
অনেকদিন ধরে রান্নাঘরে পড়ে আছে, বোধহয় আর ভাল নেই। তাই ডাস্টবিনেই যাক। এইভাবে প্রতিদিন প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু রান্নাঘরে থাকা পড়ে থাকা অনেক খাবার আসলে বহুদিন পর্যন্ত ভাল থাকে। নষ্ট হচ্ছে ভেবে ফেলে দিলে আসলে অপচয় হচ্ছে। অকারণ ধ্বংস হচ্ছে টাকা। হেল্থলাইন ডট কম জানাল কোন খাবারগুলি বহুদিন পর্যন্ত ভাল থাকে।
অনেকদিন ধরে রান্নাঘরে পড়ে আছে, বোধহয় আর ভাল নেই। তাই ডাস্টবিনেই যাক। এইভাবে প্রতিদিন প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু রান্নাঘরে থাকা পড়ে থাকা অনেক খাবার আসলে বহুদিন পর্যন্ত ভাল থাকে। নষ্ট হচ্ছে ভেবে ফেলে দিলে আসলে অপচয় হচ্ছে। অকারণ ধ্বংস হচ্ছে টাকা। হেল্থলাইন ডট কম জানাল কোন খাবারগুলি বহুদিন পর্যন্ত ভাল থাকে।
advertisement
2/8
ট্র্যাকার ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড 2.23.18.18 আপডেট পাওয়া যাবে Google Play Store থেকে। এখানে ভবিষ্যতের আপডেটের জন্য বেশ কিছু অতিরিক্ত সংযোজন ঘটেছে অ্যাপটিতে।
ট্র্যাকার ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড 2.23.18.18 আপডেট পাওয়া যাবে Google Play Store থেকে। এখানে ভবিষ্যতের আপডেটের জন্য বেশ কিছু অতিরিক্ত সংযোজন ঘটেছে অ্যাপটিতে।
advertisement
3/8
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
advertisement
4/8
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
advertisement
5/8
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
রিপোর্ট বলছে, Meta-মালিকানাধীন অ্যাপটি Android 2.23.13.16 আপডেটের জন্য WhatsApp বিটায় নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন UI-তে একটি সাদা টপ বার রাখা হতে পারে। এখন সেটি সবুজ রঙের হয়ে থাকে।
advertisement
6/8
ইতিমধ্যে, Meta-মালিকানাধীন অ্যাপটি একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর মধ্যে মেসেজ এডিট করার ফিচার চালু করে দিয়েছে। এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীরা কোনও পাঠিয়ে ফেলা মেসেজও সহজে ‘এডিট’ করে দিতে পারবেন। তবে এই সম্পাদনার কাজ করা যাবে মেসেজ পাঠানোর ১৫ মিনিট সময়কালের মধ্যে।
ইতিমধ্যে, Meta-মালিকানাধীন অ্যাপটি একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর মধ্যে মেসেজ এডিট করার ফিচার চালু করে দিয়েছে। এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীরা কোনও পাঠিয়ে ফেলা মেসেজও সহজে ‘এডিট’ করে দিতে পারবেন। তবে এই সম্পাদনার কাজ করা যাবে মেসেজ পাঠানোর ১৫ মিনিট সময়কালের মধ্যে।
advertisement
7/8
রিপোর্টে বলা হয়েছে, এই ফিচারটি কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অনেক বেশি কার্যকর। এই সুবিধা পাবেন শুধু নির্বাচিত বিটা পরীক্ষকরা, যাঁরা Google Play Store থেকে Android এর জন্য WhatsApp বিটা-র সর্বশেষ আপডেট ইনস্টল করেছেন৷
রিপোর্টে বলা হয়েছে, এই ফিচারটি কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অনেক বেশি কার্যকর। এই সুবিধা পাবেন শুধু নির্বাচিত বিটা পরীক্ষকরা, যাঁরা Google Play Store থেকে Android এর জন্য WhatsApp বিটা-র সর্বশেষ আপডেট ইনস্টল করেছেন৷
advertisement
8/8
এছাড়াও কিছু ফিচারের কাজ চলছে বলে জানা গিয়েছে। যেমন- কলিং আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখতে WhatsApp গোপনীয়তার ক্ষেত্রেও নতুন ফিচার নিয়ে কাজ করছে।
এছাড়াও কিছু ফিচারের কাজ চলছে বলে জানা গিয়েছে। যেমন- কলিং আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখতে WhatsApp গোপনীয়তার ক্ষেত্রেও নতুন ফিচার নিয়ে কাজ করছে।
advertisement
advertisement
advertisement