ফের নতুন ফিচার WhatsApp-এ! গোপনীয়তার ক্ষেত্রে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
সম্প্রতি জানা গিয়েছে WhatsApp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীর গোপনীয়তায় আরও একটি সুরক্ষাস্তর তৈরি করতে পারবে।
advertisement
সম্প্রতি জানা গিয়েছে WhatsApp এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীর গোপনীয়তায় আরও একটি সুরক্ষাস্তর তৈরি করতে পারবে। বিশেষত WhatsApp-এর কল করার ক্ষেত্রে সুরক্ষা দেবে এই ফিচার। সম্প্রতি নতুন একটি ‘টগল’ তৈরি হয়েছে WhatsApp-এ। এর নাম, ‘Protect IP address in calls’। এটির কাজই হল কোনও সন্দেহভাজনকে ফোনে আড়িপাততে বা ব্যবহারকারীর অবস্থান জানতে না দেওয়া।
advertisement
advertisement
তবে এই ফিচার কাজ করার ফলে কলের গুণমান কিছুটা ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোনও ভাবেই ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকছে না। Privacy বিভাগের অধীনে এই নতুন বিভাগটি খুঁজে পাওয়া যেতে পারে। এই ফিচার সক্রিয় করা থাকলে WhatsApp-এর সমস্ত কল ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। অর্থাৎ, কোনও তৃতীয় পক্ষ, এমনকী WhatsApp-ও তা শুনতে পাবে না।
advertisement
advertisement
advertisement