WhatsApp Account Ban: ভারতের প্রায় ৯৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ! নিয়ম না মানলে বিপদে পড়বেন আপনিও
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Account Ban: জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ, মেসেজিং প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে ৯৯ লাখ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ মোট ৯৯,৬৭,০০০ অ্যাকাউন্ট ব্যান করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে ১৩,২৭,০০০ অ্যাকাউন্ট ইউজার রিপোর্ট পাওয়ার আগেই ব্যান করে দেওয়া হয়েছিল। উন্নতমানের শনাক্তকরণ প্রযুক্তিতে দেখা যায়, এই সব অ্যাকাউন্ট থেকে জালিয়াতি চলছে। তারপরই ব্যান করার সিদ্ধান্ত নেয় হোয়াটসঅ্যাপ।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপের মাসিক রিপোর্ট অনুযায়ী, তিনটি পর্যায়ে অ্যাবিউজ শনাক্ত করে মেসেজিং প্ল্যাটফর্ম অ্যাপ। রেজিস্ট্রেশনের সময়, মেসেজ পাঠানোর সময় এবং ইউজারের রিপোর্টের ভিত্তিতে। কোম্পানির মতে, একটি বিশেষজ্ঞ দল এই রিপোর্ট পর্যালোচনা করে জটিল পরিস্থিতির বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। যাতে মেসেজিং প্ল্যাটফর্মে ইউজারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
advertisement
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ব্যান হওয়ার হাত থেকে বাঁচতে চাইলে তিনটি কাজ করতে হবে। বাল্ক মেসেজ (একসঙ্গে অনেককে বার্তা পাঠানো) বা স্প্যাম পাঠানো চলবে না, প্ল্যাটফর্মের নীতি এবং শর্তাবলী মেনে চলতে হবে এবং যে কোনও স্প্যাম কল বা মেসেজ পেলেই দ্রুত রিপোর্ট করতে হবে। একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে খোদ হোয়াটসঅ্যাপ।