অপেক্ষার অবসান ! WhatsApp-এ এল ডার্ক মোড, জেনে নিন কীভাবে করবেন অ্যাক্টিভেট

Last Updated:
জেনে নিন কীভাবে করবেন অ্যাক্টিভেট
1/6
অপেক্ষার অবসান ! অবশেষে WhatsApp-এ পৌঁছল ডার্ক মোড। এবার প্রত্যেক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের ফোনের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে ডার্ক মোড অপশনটি।
অপেক্ষার অবসান ! অবশেষে WhatsApp-এ পৌঁছল ডার্ক মোড। এবার প্রত্যেক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের ফোনের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে ডার্ক মোড অপশনটি।
advertisement
2/6
কীভাবে অ্যাটিভেট করবেন এই ডার্ক মোড? Android 10 ফোন ব্যবহার করছেন যারা- প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করুন। এর পর সেটিংসে গিয়ে ডিসপ্লেতে ক্লিক করুন। এখানে আপনি ডার্ক মোড অপশনটি দেখতে পাবেন।
কীভাবে অ্যাটিভেট করবেন এই ডার্ক মোড? Android 10 ফোন ব্যবহার করছেন যারা- প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করুন। এর পর সেটিংসে গিয়ে ডিসপ্লেতে ক্লিক করুন। এখানে আপনি ডার্ক মোড অপশনটি দেখতে পাবেন।
advertisement
3/6
যারা Android 9 ব্যবহার করছেন যারা - তাদের প্রথম অ্যাপ আপডেট করার পর, সেটিংস এ গিয়ে চ্যাট ক্লিক করতে হবে, এরপর থিম অপশনে গিয়ে ডার্ক মোড অপশন সিলেক্ট করতে হবে। আপডেট অপশন না এলে, কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
যারা Android 9 ব্যবহার করছেন যারা - তাদের প্রথম অ্যাপ আপডেট করার পর, সেটিংস এ গিয়ে চ্যাট ক্লিক করতে হবে, এরপর থিম অপশনে গিয়ে ডার্ক মোড অপশন সিলেক্ট করতে হবে। আপডেট অপশন না এলে, কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
advertisement
4/6
iOS 13 ব্যবহারকারীরা সদ্য হোয়াটসঅ্যাপ আপডেট পাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করার পর, ফোন সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ডার্ক মোড ট্যাপ করুন। iOS 12 অথবা পুরনো ভার্সন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে অ্যাপের সেটিংস-এ গিয়ে ডার্ক থিম সেট করতে হবে।
iOS 13 ব্যবহারকারীরা সদ্য হোয়াটসঅ্যাপ আপডেট পাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করার পর, ফোন সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ডার্ক মোড ট্যাপ করুন। iOS 12 অথবা পুরনো ভার্সন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে অ্যাপের সেটিংস-এ গিয়ে ডার্ক থিম সেট করতে হবে।
advertisement
5/6
ডার্ক মোড যেমন গ্রাহকের চোখে স্বাস্থ্যের খেয়াল রাখবে একই ভাবে ফোনের ব্যাটারি বাঁচবে ডার্ক মোডে।
ডার্ক মোড যেমন গ্রাহকের চোখে স্বাস্থ্যের খেয়াল রাখবে একই ভাবে ফোনের ব্যাটারি বাঁচবে ডার্ক মোডে।
advertisement
6/6
এখনও সব গ্রাহকের ফোনে এই আপোডেট পৌঁছয়নি। কারন মঙ্গলবার রাতেই এই ফিচারটি রোল আউটের কথা ঘোষণা করেছে কোম্পানি। তাই নিজের ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংসে এই অপশন দেখনে না পেলে দুঃখ পাবেন না। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ।
এখনও সব গ্রাহকের ফোনে এই আপোডেট পৌঁছয়নি। কারন মঙ্গলবার রাতেই এই ফিচারটি রোল আউটের কথা ঘোষণা করেছে কোম্পানি। তাই নিজের ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংসে এই অপশন দেখনে না পেলে দুঃখ পাবেন না। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ।
advertisement
advertisement
advertisement