WhatsApp-এ আসা ছবি-ভিডিওতে ফোনের স্টোরেজ ভরে যাচ্ছে? এক ক্লিকেই মুশকিল আসান, কীভাবে জানুন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Storage Cleaning Tips: WhatsApp-এ আসা প্রতিটি মিডিয়া ফাইল যে অকেজো তা নয়। তবে দেখতে হবে কোন মিডিয়া ফাইলের সাইজ বড়, আর কোন মিডিয়া ফাইল কাজে লাগবে না। সেই সব ফাইলগুলিকে ফোন থেকে মুছে ফেলুন।
স্মার্টফোনে বহুবার আমরা একটি নোটিফিকেশনের সম্মুখীন হই যে, ‘Phone Storage Running Out’। আর এই নোটিফিকেশন এলেই বিরক্তির শেষ থাকে না। আসলে অ্যাপ যখন অপ্রয়োজনীয় ডেটা, cached ফাইল এবং অটো-ডাউনলোডেড মিডিয়ায় ভরে ওঠে, তখন ফোনের কার্যকারিতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এমনকী নতুন অ্যাপও ইনস্টল করা সম্ভব হয় না। বিষয়টা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর হয়ে ওঠে। এমন নোটিফিকেশন এলে এবার থেকে চিন্তার কারণ নেই। আসলে আজকের প্রতিবেদনে আমরা স্টোরেজ স্পেস বাঁচানোর পন্থা আলোচনা করে নেব।
advertisement
ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য এবং বার্তা আদানপ্রদান আরও সহজতর করার জন্য একাধিক ফিচার প্রদান করে থাকে WhatsApp। এর মধ্যে অন্যতম হল - ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন - ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিত ভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।
advertisement
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এই সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না। অর্থাৎ অটো-সেভড হবে না। সেটা সমস্ত চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
advertisement
advertisement
advertisement