Durga Puja 2025: 'সহজ পাঠ' থিমে গ্রামীণ বাংলার রূপ পুজো মণ্ডপে, অনন্য উপহার অগ্রদূতের
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Durga Puja 2025: আদ্রা শহরের 'অগ্রদূত সর্বজনীন দুর্গাপুজো' প্রতি বছরের মতো এবারও একটি বিশেষ থিম মণ্ডপে সেজে উঠেছে।
advertisement
থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার নির্মাণেও এবার অভিনবত্বের ছোঁয়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিমার রূপে ও সাজে নতুনত্ব দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবারের দুর্গাপূজার মোট বাজেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, যা থিম ও প্রতিমা-উভয় ক্ষেত্রেই নিখুঁত পরিকল্পনার পরিচয় বহন করছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
সহজ পাঠ বাংলা সাহিত্যের এক অনন্য গ্রন্থ, যেখানে শিশুমনকে স্পর্শ করার জন্য সহজ, সাবলীল ও প্রাণবন্ত ভাষায় গ্রামবাংলার প্রকৃতি, জীবনধারা ও সাধারণ মানুষের কথা তুলে ধরা হয়েছে। অগ্রদূতের পুজো মণ্ডপের থিমে কুমোর পাড়ার গরুর গাড়ির গুরুত্বপূর্ণ চিত্রটি তুলে ধরা হয়েছে। যেখানে ওকুমোর তার গরুর গাড়ি নিয়ে পাড়ায় ঢুকছে। সেই গাড়ির উপর সাজানো রয়েছেমাটির হাঁড়ি-পাতিল, কলসির মতো নানান রকমের মাটির তৈজসপত্র। গরুর গাড়ির কঠিন অথচ ধীর গতির চলা, সেই সঙ্গে কুমোরের শান্ত-সন্তুষ্ট মুখচ্ছবি, সব মিলিয়ে গ্রামীণ জীবনের এক সুন্দর ও সরল চিত্র ফুটে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








