Abhishek Banerjee: দমদমের রাস্তায় ফুচকা খেলেন, দুর্গাপুজোয় জনসংযোগে অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ওই পরিযায়ী শ্রমিকদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে ফুচকাও খান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
দুর্গাপুজোয় জনসংযোগ সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার অষ্টমীর দিন রাস্তায় দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফুচকা খেলেন তৃণমূল সাংসদ৷
এ দিন দমদমে জয়পুর জয়শ্রী ক্লাব আয়োজিত দুর্গা পুজোর মণ্ডপে পৌঁছন অভিষেক৷ এবার এই পুজোর থিম ছিল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হয়রানি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১১ জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন৷ তিনি তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পূর্ণ সহায়তার আশ্বাস দেন। এর পাশাপাশি ১১ জন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং দীর্ঘক্ষণ কথা বলেন৷
advertisement
ওই পরিযায়ী শ্রমিকদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে ফুচকাও খান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই পুজো মণ্ডপেই উপস্থিত ছিলেন আর এক তৃণমূল সাংসদ সৌগত রায়৷ প্রবীণ সাংসদের পায়ে হাত দিয়ে প্রণামও করেন অভিষেক৷
advertisement
এর পর বাগুইআটির অশ্বিনীনগর বন্ধু মহল দুর্গাপুজা প্যান্ডেলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই পুজো মণ্ডপে মনীষীদের শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 6:52 PM IST