WhatsApp New Feature : নতুন ফিচার WhatsApp-এ! অফিসিয়াল চ্যাট থেকে কী কী সুবিধা পাবেন? হাতের মুঠোয় সব তথ্য!

Last Updated:
WhatsApp New Feature : অ্যাপ্লিকেশনে কী কী নতুন আপডেট আনা হল, সেই বিষয়ে সকলকে আপডেট দেবে Official Chat। সেই সঙ্গে এই বিশেষ ফিচার সর্বশেষ সিকিউরিটি সেটিংস সংক্রান্ত তথ্যও প্রদান করবে। যাতে গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।
1/8
আরও এক নতুন ফিচার আনতে চলেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। কিন্তু কী সেই ফিচার? জানা গিয়েছে টিপস এবং ট্রিকসের জন্যই মূলত Official Chat নামে ওই নয়া ফিচার আনার সিদ্ধান্ত WhatsApp-এর। এর ফলে দারুণ সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।
আরও এক নতুন ফিচার আনতে চলেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। কিন্তু কী সেই ফিচার? জানা গিয়েছে টিপস এবং ট্রিকসের জন্যই মূলত Official Chat নামে ওই নয়া ফিচার আনার সিদ্ধান্ত WhatsApp-এর। এর ফলে দারুণ সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।
advertisement
2/8
আসলে এই অ্যাপ্লিকেশনে কী কী নতুন আপডেট আনা হল, সেই বিষয়ে সকলকে আপডেট দেবে Official Chat। সেই সঙ্গে এই বিশেষ ফিচার সর্বশেষ সিকিউরিটি সেটিংস সংক্রান্ত তথ্যও প্রদান করবে। যাতে গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।
আসলে এই অ্যাপ্লিকেশনে কী কী নতুন আপডেট আনা হল, সেই বিষয়ে সকলকে আপডেট দেবে Official Chat। সেই সঙ্গে এই বিশেষ ফিচার সর্বশেষ সিকিউরিটি সেটিংস সংক্রান্ত তথ্যও প্রদান করবে। যাতে গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।
advertisement
3/8
WABetaInfo-র রিপোর্টে জানানো হয়েছে যে, প্রাথমিক ভাবে শুধুমাত্র কিছু ব্যবহারকারীদের জন্যই এই নির্দিষ্ট চ্যাট সীমাবদ্ধ ছিল। কিন্তু Play Store-এ Android 2.23.15.10 আপডেটের জন্য WhatsApp বিটা প্রকাশ হওয়ার সময় আরও বেশি ব্যবহারকারী এই চ্যাটের মাধ্যমে একটি নতুন মেসেজ পেয়েছেন।
WABetaInfo-র রিপোর্টে জানানো হয়েছে যে, প্রাথমিক ভাবে শুধুমাত্র কিছু ব্যবহারকারীদের জন্যই এই নির্দিষ্ট চ্যাট সীমাবদ্ধ ছিল। কিন্তু Play Store-এ Android 2.23.15.10 আপডেটের জন্য WhatsApp বিটা প্রকাশ হওয়ার সময় আরও বেশি ব্যবহারকারী এই চ্যাটের মাধ্যমে একটি নতুন মেসেজ পেয়েছেন।
advertisement
4/8
ইন্টারফেসও সংশোধন করা হয়েছে। এর ফলে যাঁরা এটা প্রথম বার ওপেন করবেন, তাঁদের অনেক সুবিধা হবে। তবে যাঁরা এই চ্যাট থেকে মেসেজ পেতে চাইছেন না, তাঁরা তা হয় আর্কাইভ করতে পারেন, না হলে ব্লক করে দিতে পারেন।
ইন্টারফেসও সংশোধন করা হয়েছে। এর ফলে যাঁরা এটা প্রথম বার ওপেন করবেন, তাঁদের অনেক সুবিধা হবে। তবে যাঁরা এই চ্যাট থেকে মেসেজ পেতে চাইছেন না, তাঁরা তা হয় আর্কাইভ করতে পারেন, না হলে ব্লক করে দিতে পারেন।
advertisement
5/8
এই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে, প্রথম মেসেজটি হল টু-স্টেপ ভেরিফিকেশনের বিষয়ে। যা সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অন্যতম। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারেন।
এই রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে, প্রথম মেসেজটি হল টু-স্টেপ ভেরিফিকেশনের বিষয়ে। যা সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অন্যতম। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারেন।
advertisement
6/8
আসলে টু-স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা যাবে। এর জন্য একটি পিন বেছে নিতে হবে। ৬-অঙ্কের রেজিস্ট্রেশন কোডের পরেই পিনটি বাছাই করতে হয়।
আসলে টু-স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা যাবে। এর জন্য একটি পিন বেছে নিতে হবে। ৬-অঙ্কের রেজিস্ট্রেশন কোডের পরেই পিনটি বাছাই করতে হয়।
advertisement
7/8
এটা জেনে রাখা উচিত যে, প্রত্যেকেই WhatsApp-এর তরফ থেকে এই মেসেজটা পাবেন না। কারণ এটা একটা সীমিত গ্রুপের ব্যবহারকারীরাই পাবেন। সর্বশেষ WhatsApp beta for Android 2.23.15.10 আপডেট ইনস্টল করার পরে অনেকেই এই মেসেজটি পেয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট অ্যাপের স্টেবল ভার্সনের ব্যবহারকারীরাও এই একই মেসেজ পেতে পারেন।
এটা জেনে রাখা উচিত যে, প্রত্যেকেই WhatsApp-এর তরফ থেকে এই মেসেজটা পাবেন না। কারণ এটা একটা সীমিত গ্রুপের ব্যবহারকারীরাই পাবেন। সর্বশেষ WhatsApp beta for Android 2.23.15.10 আপডেট ইনস্টল করার পরে অনেকেই এই মেসেজটি পেয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট অ্যাপের স্টেবল ভার্সনের ব্যবহারকারীরাও এই একই মেসেজ পেতে পারেন।
advertisement
8/8
যদিও এই চ্যাটটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের WhatsApp বিটার জন্যই নয়, কিছু কিছু iOS ব্যবহারকারীরাও এটি পাচ্ছেন। ব্যবহারকারীদের জেনে রাখা ভাল যে, তাঁরা ম্যানুয়ালি এই চ্যাট ওপেন করতে পারবেন না।
যদিও এই চ্যাটটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের WhatsApp বিটার জন্যই নয়, কিছু কিছু iOS ব্যবহারকারীরাও এটি পাচ্ছেন। ব্যবহারকারীদের জেনে রাখা ভাল যে, তাঁরা ম্যানুয়ালি এই চ্যাট ওপেন করতে পারবেন না।
advertisement
advertisement
advertisement