WhatsApp-এ আসতে চলেছে বড় পরিবর্তন, ৫টি ফিচার্স-সহ কালার ডিজাইন, অ্যানিমেটেড স্টিকার

Last Updated:
ফের এক গুচ্ছ নতুন ফিচার নিয়া আসতে চলেছে হোয়াটসঅ্যাপ
1/6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।  ফের এক গুচ্ছ নতুন ফিচার নিয়া আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের এক গুচ্ছ নতুন ফিচার নিয়া আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
advertisement
2/6
অনেক দিন ধরেই খবরে শোনা যাচ্ছে যে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে অ্যানিমেটেড স্টিকার (Animated Stickers), ডার্ক মোড  (Dark Mode)  আর কিউআর কোড (QR Code) ফিচার লঞ্চ করতে চলছে। এবার খুব শীঘ্রই এই ফিচারগুলি রোলআউত করতে শুরু করবে হোয়াটসঅ্যাপ।
অনেক দিন ধরেই খবরে শোনা যাচ্ছে যে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে অ্যানিমেটেড স্টিকার (Animated Stickers), ডার্ক মোড (Dark Mode) আর কিউআর কোড (QR Code) ফিচার লঞ্চ করতে চলছে। এবার খুব শীঘ্রই এই ফিচারগুলি রোলআউত করতে শুরু করবে হোয়াটসঅ্যাপ।
advertisement
3/6
হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে নতুন এই ফিচারগুলিকে আগামী কিছু সপ্তাহের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে কোম্পানি হয়াটসঅ্যাপ ভিডিও কলিং-এ ও কিছু নতুন সুবিধান নিয়ে আসবে। ট্যুইট করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে খুব শীঘ্রই ইউজাররা এই ফিচারগুলি ব্যবহার করতে পাড়বেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে নতুন এই ফিচারগুলিকে আগামী কিছু সপ্তাহের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে কোম্পানি হয়াটসঅ্যাপ ভিডিও কলিং-এ ও কিছু নতুন সুবিধান নিয়ে আসবে। ট্যুইট করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে খুব শীঘ্রই ইউজাররা এই ফিচারগুলি ব্যবহার করতে পাড়বেন।
advertisement
4/6
WABetaInfo, জানিয়েছে যে অ্যান্ড্রয়েডে WhatsApp v2.20.194.7 বিটা ভার্সন আর আইফোনের WhatsApp v2.20.70.26 বিটা ভার্সন ব্যবহারকারীরা অ্যানিমেটেড স্টিকার ব্যবকার করতে পাড়বেন।
WABetaInfo, জানিয়েছে যে অ্যান্ড্রয়েডে WhatsApp v2.20.194.7 বিটা ভার্সন আর আইফোনের WhatsApp v2.20.70.26 বিটা ভার্সন ব্যবহারকারীরা অ্যানিমেটেড স্টিকার ব্যবকার করতে পাড়বেন।
advertisement
5/6
নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড আর iOS দুটির জন্য লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা যখনি ফোনে ডার্ক মোড অ্যাকটিভ করবেন  ততক্ষণ আউটগোয়িং বাবেলের রঙ আলাদা দেখতে পাবেন।
নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড আর iOS দুটির জন্য লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা যখনি ফোনে ডার্ক মোড অ্যাকটিভ করবেন ততক্ষণ আউটগোয়িং বাবেলের রঙ আলাদা দেখতে পাবেন।
advertisement
6/6
হোয়াটসঅ্যাপ ব্যবহারককারীরা QR Code scan -এর সাহায্যে খুব সহজেই অন্য নাম লিনের লিস্টে যোগ করতে পাড়বেন। এর জন্য অন্যের QR Code স্কান করলেই হবে। প্রথমে এই ফিচারটি iOS বিটা ভার্সনে যোগ করা হয়েছিল, এবার অ্যান্ড্রয়েড বিটার জন্য একটি তৈরি করা হচ্চে। 2.20.171 আপডেটের মাধ্যমে এই ফিচারটি পৌঁছে যাবে আপনার কাছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারককারীরা QR Code scan -এর সাহায্যে খুব সহজেই অন্য নাম লিনের লিস্টে যোগ করতে পাড়বেন। এর জন্য অন্যের QR Code স্কান করলেই হবে। প্রথমে এই ফিচারটি iOS বিটা ভার্সনে যোগ করা হয়েছিল, এবার অ্যান্ড্রয়েড বিটার জন্য একটি তৈরি করা হচ্চে। 2.20.171 আপডেটের মাধ্যমে এই ফিচারটি পৌঁছে যাবে আপনার কাছে।
advertisement
advertisement
advertisement