TV Cleaning Hacks: টিভি স্ক্রিন ঝকঝকে রাখতে এই সমস্ত জিনিস ব্যবহার করছেন? সাবধান! নষ্ট হয়ে যেতে পারে সাধের টেলিভিশন
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
TV Cleaning Hacks: আসলে আধুনিক টিভি স্ক্রিনে থাকে LED, OLED অথবা QLED। আর একে থাকে সংবেদনশীল কোটিং। তাই টিভি স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক।
অবসর সময়ে আমরা সাধারণত ফিল্ম কিংবা ওয়েব সিরিজ দেখে থাকি। আর তা ভাল ভাবে উপভোগ করার জন্য টিভি স্ক্রিনটিকে সব সময় পরিষ্কার রাখা আবশ্যক। কারণ পরিষ্কার করার ভুলভাল সামগ্রী ব্যবহার করলে তা সেই সংবেদনশীল সারফেসকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আসলে আধুনিক টিভি স্ক্রিনে থাকে LED, OLED অথবা QLED। আর একে থাকে সংবেদনশীল কোটিং। যার জেরে এতে সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই টিভি স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








