TRAI New Rule: ফোন কলের নিয়মে বিরাট বদল আনল TRAI, এতে কী কী সুবিধা পাবেন ইউজাররা
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
TRAI New Rule: এবার থেকে আর পড়তে হবে না ভুয়ো ফোন কলের জ্বালায়, টেলিকম সংস্থাগুলিকে এক বিশেষ নির্দেশ দিল DoT; জেনে নিন বিশদে
advertisement
advertisement
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT-এর তরফে Airtel, Jio, BSNL and Vodafone Idea-র মতো দেশের সমস্ত টেলিকম অপারেটরদের উদ্দেশ্যে একটি নির্দেশ জারি করা হয়েছে। DoT-র নির্দেশ, কোনও রকম বিলম্ব ছাড়াই Caller Name Presentation (CNAP) সার্ভিস চালু করতে হবে টেলিকম অপারেটরদের। আসলে ভুয়ো কলের বাড়বাড়ন্ত কমাতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে কল রিসিভাররা কলারের ভেরিফায়েড নাম দেখতে পাবেন।
advertisement
ET Telecom-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সম্প্রতি টেলিকম অপারেটরদের সঙ্গে একটি বৈঠক করেছে DoT। সেখানে CNAP টেকনোলজি লাগু করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, বর্তমানে তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। CNAP-র মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা কলারদের নাম এবং পরিচয় জেনে যেতে সক্ষম হবেন।
advertisement
advertisement
advertisement