স্মার্টফোন এখন আর কেবলমাত্র ইন্টারনেট ও চ্যাটিং-এ সীমাবদ্ধ নেই । গেমিং এখন একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ । বেশ কয়েকটি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা গেমিং-এর কথা মাথায় রেখেই 2D ও 3D গেমিং সফটওয়ার সম্বলিত মডেল প্রস্তুত করে । আপনিও যদি গেম খেলার ভক্ত হয়ে থাকেন, তাহলে এখনই জেনে নিন কোন স্মার্টফোন আপনার জন্য একদম উপযুক্ত ।
XIAOMI REDMI NOTE 5 PRO- মোবাইলে গেম খেলার অভ্যাস থাকলে এই স্মার্টফোন আপনার জন্য একদম সঠিক । এতে রয়েছে ১.৮ গিগাহারৎজ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৬৩৬ এসওসি প্রসেসর । অ্যান্ড্রয়েড ভি৭.১ .১, এমআইইউআই ৯ অপারেটিং সিস্টেম,৪-৬ জিবি র্যাম নিয়ে গেমিং- এর জন্য আদর্শ এই ফোন । এছাড়াও রয়েছে ৫.৯৯ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে ।