Smartphone Price Hike: বড় দুঃসংবাদ! বছর শেষেই বাড়তে চলেছে স্মার্টফোনের দাম, এখন থেকে পকেটে কতটা চাপ পড়বে জেনে রাখুন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Smartphone Price Hike: উৎসবের মরশুম শেষ হতেই ভারতে স্মার্টফোনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। মানিকন্ট্রোলের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ফোনের দাম ইতিমধ্যেই ২০০০ টাকা বেড়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসা নতুন ফোনগুলির দাম আগের সংস্করণের তুলনায় ৬,০০০ টাকার বেশি হতে পারে।
উৎসবের মরশুমে স্মার্টফোনের উপরে যে পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, তা সত্যিই চোখ কপালে তুলে দেওয়ার মতো ছিল। এমনকি আইফোনের নতুন সিরিজও চলে এসেছিল ছাড়ের আওতায়, অন্য সংস্থাগুলোর কথা ছেড়েই দেওয়া যাক। কিন্তু এই উপভোগ্যতার সময়কাল শেষ হতে চলেছে। একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্রেতাদের এখন থেকে দেশে স্মার্টফোন কিনতে আরও বেশি খরচ করার জন্য প্রস্তুত থাকা উচিত
advertisement
advertisement
উৎসবের মরশুমে আইফোন ১৬ অথবা পিক্সেল ৯ মডেল ছাড়ের দামে কিনতে পারা গেলেও উৎসব-পরবর্তী বাজারটি ততটাও উদার হবে না। মানিকন্ট্রোলের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ফোনের দাম ইতিমধ্যেই ২০০০ টাকা বেড়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসা নতুন ফোনগুলির দাম আগের সংস্করণের তুলনায় ৬,০০০ টাকার বেশি হতে পারে।
advertisement
এতটা দাম বৃদ্ধির কারণ কী? ওই প্রতিবেদনে মেমোরি যন্ত্রাংশের ক্রমবর্ধমান দাম, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য হ্রাসের মতো বিষয়গুলির দিকে ইঙ্গিত করা হয়েছে। একই সঙ্গে ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি উন্মাদনাও দাম বাড়ার অন্যতম কারণ। চিপকে সেই মতো তৈরি করতে হলে খরচ বাড়বে, ফে, সংস্থাগুলোর নতুন প্রজন্মের ডিভাইস ব্যয়বহুল হওয়া ঠেকানো যাবে না বললেই হয়।
advertisement
advertisement
advertisement
উৎসবের মরশুমের বিপুল কেনাকাটা বিক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে ঠিকই, কিন্তু এবার যদি দাম বাড়ে, তবে ক্রেতাদের তাদের পরবর্তী প্রিমিয়াম ফোন কেনা/আপগ্রেড করার আগে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ফলে, বিক্রেতারাও সমস্যায় পড়তে পারেন। এই দাম বৃদ্ধি থেকে মুক্ত থাকতে পারে এমন একমাত্র ব্র্যান্ড হল অ্যাপল, যারা আইফোন ১৭ এবং তার পুরনো মডেলগুলি এখনও বিপুল পরিমাণে বিক্রি করে চলেছে।
