সঙ্গে জাল নোট রয়েছে কি না কি করে বুঝবেন, সেই নিয়ে চিন্তা? উলটে-পালটে দেখেও বুঝতে পারছেন না যে নোট টি আসল না নকল। এবার আপনার এই দুশ্চিন্তা দূর করতে খড়গপুর আইআইটির পড়ুয়ারা নিয়ে এসেছে নতুন অ্যাপ। (Photo collected)
2/ 5
আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ পড়ুয়া মিলে এই স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। এক ক্লিকেই বুঝে যাবেন যে নোট আসল না নকল। (Photo collected)
3/ 5
যেই নোটটি নিয়ে আপনার সন্দেহ হবে, সেই নোটটির ফটো তুলে অ্যাপটিটে আপলোড করতে হবে। তারপর অ্যাপটি সেই ফটোটিকা জাচাই করে বলে দেবে যে নোট টি নকল কি না।
4/ 5
যে কোন ফোনে এই অ্যাপডাউনলোড করা যাবে। জাল টাকা ধরা পড়লে, নোটিফিকেশনও পাঠাবে এই অ্যাপটি। (Photo collected)
5/ 5
২৫টি ফিচার পরীক্ষা করেই অ্যাপটি আসল-নকল বিচার করবে। (Photo collected)