বাড়িতে সাপ ঢুকে পড়েছে...? রাত বিরেতে ভরসা তিনিই, ডাকলেই মুশকিল আসান!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur Snake News: কোনও স্থানে সাপ বের হলে প্রথমেই ফোন আসে তার কাছে। নিজের বাইক নিয়ে ছুটে যান সেখানে।উদ্ধার করে এনে সেবা শুশ্রূষা করে ছেড়ে দেন নিরাপদ স্থানে।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী। দীর্ঘ বেশ কয়েক দশক ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ বন দফতরের। তবে এরপর পরিবেশে জীব রক্ষার ভাবনা নিয়ে শুরু হয় তাঁর এই কাজ। দিন কিংবা রাত থাকে ভয়, তবে ভয়কে উপেক্ষা করে দিনে রাত সেবা করেন পরিবেশের। উদ্ধার করেন একাধিক বিষধর সাপ থেকে বিভিন্ন ধরনের প্রাণী। এতে একদিকে যেমন মানসিক শান্তি পান তেমনই রক্ষা করেন পরিবেশ। পরিবেশে বিভিন্ন প্রাণিকুলের প্রাণ বাঁচান তিনি।
এটাই তার জীবনের অঙ্গীকার। তাকে সহযোগিতা করে বন দফতর। এভাবেই দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর ধরে তিনি উদ্ধার করছেন একাধিক বিষধর সাপ। সংখ্যাটাও প্রায় বেশ কয়েক হাজার। বন্যার সময়ে তিনি উদ্ধার করেছেন সাপ।
advertisement
advertisement
এমনই এক পরিবেশপ্রেমী মহম্মদ জাহাঙ্গীর মণ্ডল। বাড়ি চন্দ্রকোনা রোডে হলেও বেশ কয়েক বছর ধরেই তিনি পরিবার পরিজন নিয়ে থাকেন দাসপুরে। সেখানেই বাড়ি করে পরিবারের সঙ্গে থাকেন, করতেন কাঠের ব্যবসা। সেই সূত্রে সখ্যতা হয় বন বিভাগের সঙ্গে। এরপর তিনি শুরু করেন সাপ ধরার কাজ।
advertisement
সামান্য প্রশিক্ষণ পেয়েছিলেন তৎকালীন এক বন আধিকারিকের থেকে। এরপর থেকেই একটাই নেশা পরিবেশের জীবকে রক্ষা করা। গন্ধগোকুল থেকে গোসাপ, কিংবা যে কোনও বিষধর সাপ উদ্ধার করেন বয়স পঞ্চাশ হতে চলা জাহাঙ্গীরবাবু।
সকাল হোক কিংবা রাত এমনকি ঘাটাল মহকুমায় যে কোনও প্রান্তে বাড়িতে কিংবা কোনও স্থানে সাপ বের হলে প্রথমেই ফোন আসে তার কাছে। নিজের বাইক নিয়ে ছুটে যান সেখানে।উদ্ধার করে এনে সেবা শুশ্রূষা করে ছেড়ে দেন নিরাপদ স্থানে।
advertisement
একদিকে যেমন সাধারণ মানুষকে তিনি বিষধর সাপের আক্রমণ থেকে রক্ষা করেন তেমনই পরিবেশ রক্ষায় তিনি বাঁচান বন্যপ্রাণ। কখনও কচ্ছপ, কখনও গন্ধগোকুল, কখনও আবার বিভিন্ন লুপ্তপ্রায় প্রাণী উদ্ধার করেছেন তিনি। একাধিকবার ঘাটালে বন্যার সময় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তিনি উদ্ধার করেছেন বেশ কয়েক হাজার সাপ।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 8:55 PM IST
