Sleeping Next To iPhone: ঘুমোনোর সময় মাথার কাছে চার্জ দিচ্ছেন মোবাইল? কী বিপদ ডেকে আনছেন কল্পনাও করতে পারবেন না, সতর্কতা জারি করেছে Apple
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Sleeping Next To iPhone: ঘুমোতে যাওয়ার আগে নিজের পাশে প্লাগ-ইন করে ফোনে চার্জ দিয়ে রাখেন বেশিরভাগ ব্যবহারকারী। তারপর তাঁরা শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু তাঁদের এই অভ্যাসের বিষয়ে সতর্ক করছে Apple।
advertisement
advertisement
advertisement
যদিও Apple-এর ওয়েবসাইটের মেমো এবং ডিটেলে ‘Important safety information for iPhone’-এ এই সতর্কবার্তা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, চার্জিং কেবিল পাওয়ার সোর্সের বা বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত থাকাকালীন চার্জিং কেবিল এবং কানেক্টরকে দীর্ঘ সময় ধরে ত্বকে লাগিয়ে রাখা চলবে না - এই সংক্রান্ত সতর্কবার্তাও থাকে। কারণ এমনটা করা হলে অস্বস্তি অথবা চোটের আশঙ্কা তৈরি হবে।
advertisement
ওই মেমো-তে আরও রয়েছে যে, ‘Sleeping or sitting on the charging cable or connector should be avoided’। সেই সঙ্গে এ-ও লেখা রয়েছে যে, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে, যেখানে ব্যবহারকারীর ত্বক ডিভাইস, এর পাওয়ার অ্যাডাপ্টার অথবা একটি ওয়্যারলেস চার্জের সঙ্গে যুক্ত থাকে। সেটা যখন দীর্ঘ সময় ধরে চালু রয়েছে অথবা বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত রয়েছে, তখন তো একেবারেই নয়।
advertisement
এর পাশাপাশি নিজের iPhone, পাওয়ার অ্যাডাপ্টার এবং যে কোনও ওয়্যারলেস চার্জারকে একটি ভাল বায়ু চলাচলবিশিষ্ট জায়গায় রাখতে হবে। বিশেষ করে সেটি যখন ব্যবহৃত হচ্ছে কিংবা চার্জিংয়ে রয়েছে। শরীরের সংস্পর্শে থাকলে এর উপর বিশেষ খেয়াল রাখতে হবে। আসলে ব্যবহারকারী ঘুমিয়ে করলে ফোন অতিরিক্ত গরম হয়ে আগুন পর্যন্ত লেগে যেতে পারে।
advertisement