সাবধান! ১.৩৬ মোবাইল নম্বর, ২৪ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের! আপনার নম্বরটিও তালিকায় আছে কি না, দ্রুত জেনে নিন...

Last Updated:
Telecom Fraud: DoT প্রায় ৫.৫ লক্ষ হ্যান্ডসেট ব্লক করেছে। সেই সঙ্গে ২০০০০ বাল্ক SMS সেন্ডারকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সন্দেহভাজন WhatsApp অ্যাকাউন্ট ডিলিঙ্কও করা হয়েছে।
1/9
টেলিকম জালিয়াতির বিরুদ্ধে চালানো হয়েছে এক ব্যাপক অভিযান। সম্প্রতি সংসদে এই প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন যে, নাগরিকদের ফিডব্যাকের উপর ভিত্তি করে ইতিমধ্যেই ১.৩৬ কোটি মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করেছে ভারত সরকার।
টেলিকম জালিয়াতির বিরুদ্ধে চালানো হয়েছে এক ব্যাপক অভিযান। সম্প্রতি সংসদে এই প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন যে, নাগরিকদের ফিডব্যাকের উপর ভিত্তি করে ইতিমধ্যেই ১.৩৬ কোটি মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করেছে ভারত সরকার।
advertisement
2/9
এখানেই শেষ নয়, এর পাশাপাশি দেখা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ণ এশিয়ার দেশগুলিতে খারাপ কাজে ব্যবহার করা হচ্ছিল প্রায় ২৬ লক্ষ ভারতীয় সিমকে। সেগুলিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এছাড়াও দেখা গিয়েছে যে, প্রায় ১.৩ লক্ষ মোবাইল ডিভাইসকে আন্তর্জাতিক টেলিকম কেলেঙ্কারিতে ব্যবহার করা হয়েছে। সেগুলিও ব্লক করা হয়েছে।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি দেখা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ণ এশিয়ার দেশগুলিতে খারাপ কাজে ব্যবহার করা হচ্ছিল প্রায় ২৬ লক্ষ ভারতীয় সিমকে। সেগুলিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এছাড়াও দেখা গিয়েছে যে, প্রায় ১.৩ লক্ষ মোবাইল ডিভাইসকে আন্তর্জাতিক টেলিকম কেলেঙ্কারিতে ব্যবহার করা হয়েছে। সেগুলিও ব্লক করা হয়েছে।
advertisement
3/9
লোকসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া তুলে ধরেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) টেক-এনেবলড কিছু পদক্ষেপ রোল আউট করেছে। মূলত ডিজিটাল এবং টেলিকম সংক্রান্ত ঝুঁকির হাত থেকে নাগরিকদের রক্ষা করতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি Digital Intelligence Platform।
লোকসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া তুলে ধরেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) টেক-এনেবলড কিছু পদক্ষেপ রোল আউট করেছে। মূলত ডিজিটাল এবং টেলিকম সংক্রান্ত ঝুঁকির হাত থেকে নাগরিকদের রক্ষা করতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি Digital Intelligence Platform।
advertisement
4/9
যেখানে ৬২০টি প্রতিষ্ঠান থেকে ইনপুট নিয়ে এক জায়গায় করা হয়েছে। আর এই ৬২০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৫৭০টি ব্যাঙ্ক, ৩৬টি রাজ্য পুলিশ বাহিনী, তদন্তকারী সংস্থা এবং টেলিকম পরিষেবা প্রদানকারীরা। এভাবে আসলে রিয়েল টাইমে প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
যেখানে ৬২০টি প্রতিষ্ঠান থেকে ইনপুট নিয়ে এক জায়গায় করা হয়েছে। আর এই ৬২০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৫৭০টি ব্যাঙ্ক, ৩৬টি রাজ্য পুলিশ বাহিনী, তদন্তকারী সংস্থা এবং টেলিকম পরিষেবা প্রদানকারীরা। এভাবে আসলে রিয়েল টাইমে প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
advertisement
5/9
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, সরকারের সিটিজেন-ফেসিং টুলগুলি জোরালো ভাবে গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের মে মাসে Sanchar Saathi পোর্টাল চালু করা হয়েছিল। ইতিমধ্যেই যেখানে মিলেছে ১৫.৫ কোটি হিট। আবার ২০২৫ সালের জানুয়ারি মাসে চালু হওয়া এর মোবাইল অ্যাপ ভার্সন আবার ডাউনলোড হয়েছে ৪৪ লক্ষেরও বেশি বার।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, সরকারের সিটিজেন-ফেসিং টুলগুলি জোরালো ভাবে গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের মে মাসে Sanchar Saathi পোর্টাল চালু করা হয়েছিল। ইতিমধ্যেই যেখানে মিলেছে ১৫.৫ কোটি হিট। আবার ২০২৫ সালের জানুয়ারি মাসে চালু হওয়া এর মোবাইল অ্যাপ ভার্সন আবার ডাউনলোড হয়েছে ৪৪ লক্ষেরও বেশি বার।
advertisement
6/9
এই প্ল্যাটফর্মগুলিতে আসলে ব্যবহারকারীরা প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন। সেই সঙ্গে নিজেদের নামে থাকা মোবাইল কানেকশনও চেক করতে পারবেন। এছাড়াও আনঅথোরাইজড SIM-ও ব্লক করতে পারবেন তাঁরা।
এই প্ল্যাটফর্মগুলিতে আসলে ব্যবহারকারীরা প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন। সেই সঙ্গে নিজেদের নামে থাকা মোবাইল কানেকশনও চেক করতে পারবেন। এছাড়াও আনঅথোরাইজড SIM-ও ব্লক করতে পারবেন তাঁরা।
advertisement
7/9
এই টুলগুলি থেকে পাওয়া ইনপুটের উপর ভিত্তি করে ইতিমধ্যেই DoT প্রায় ৫.৫ লক্ষ হ্যান্ডসেট ব্লক করেছে। সেই সঙ্গে ২০০০০ বাল্ক SMS সেন্ডারকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সন্দেহভাজন WhatsApp অ্যাকাউন্ট ডিলিঙ্কও করা হয়েছে। আর Know Your Mobile Connections ফিচারের মাধ্যমে নাগরিকরা তাঁদের নামে ইস্যু করা আনঅথোরাইজড সিম শনাক্ত করতে পারবেন এবং সেই কানেকশনও বিচ্ছিন্ন করতে পারবেন।
এই টুলগুলি থেকে পাওয়া ইনপুটের উপর ভিত্তি করে ইতিমধ্যেই DoT প্রায় ৫.৫ লক্ষ হ্যান্ডসেট ব্লক করেছে। সেই সঙ্গে ২০০০০ বাল্ক SMS সেন্ডারকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সন্দেহভাজন WhatsApp অ্যাকাউন্ট ডিলিঙ্কও করা হয়েছে। আর Know Your Mobile Connections ফিচারের মাধ্যমে নাগরিকরা তাঁদের নামে ইস্যু করা আনঅথোরাইজড সিম শনাক্ত করতে পারবেন এবং সেই কানেকশনও বিচ্ছিন্ন করতে পারবেন।
advertisement
8/9
অ্যাডভান্সড অ্যানালিটিক্স এবং ASTR-এর মতো এআই-চালিত সিস্টেম প্রায় ৮২ লক্ষ জাল মোবাইল কানেকশন শনাক্ত করে এবং অপসারণ করে এই অভিযানকে আরও সহায়তা করেছে। সরকারের তরফেও একটি International Incoming Spoof Calls Prevention সলিউশন চালু করা হয়েছে।
অ্যাডভান্সড অ্যানালিটিক্স এবং ASTR-এর মতো এআই-চালিত সিস্টেম প্রায় ৮২ লক্ষ জাল মোবাইল কানেকশন শনাক্ত করে এবং অপসারণ করে এই অভিযানকে আরও সহায়তা করেছে। সরকারের তরফেও একটি International Incoming Spoof Calls Prevention সলিউশন চালু করা হয়েছে।
advertisement
9/9
প্রথম দিনেই ভুয়ো ভারতীয় কলার আইডি হিসেবে থাকা প্রায় ১.৩৫ কোটি স্পুফড কল, বিদেশি কল ব্লক করেছে। এই পদক্ষেপের জেরে এহেন ঘটনা ৯৭ শতাংশ পর্যন্ত কমানো গিয়েছে। ৩ লক্ষেরও কাছাকাছি দৈনিক স্পুফ কল কমানো গিয়েছে।
প্রথম দিনেই ভুয়ো ভারতীয় কলার আইডি হিসেবে থাকা প্রায় ১.৩৫ কোটি স্পুফড কল, বিদেশি কল ব্লক করেছে। এই পদক্ষেপের জেরে এহেন ঘটনা ৯৭ শতাংশ পর্যন্ত কমানো গিয়েছে। ৩ লক্ষেরও কাছাকাছি দৈনিক স্পুফ কল কমানো গিয়েছে।
advertisement
advertisement
advertisement