সাবধান! ১.৩৬ মোবাইল নম্বর, ২৪ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের! আপনার নম্বরটিও তালিকায় আছে কি না, দ্রুত জেনে নিন...
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Telecom Fraud: DoT প্রায় ৫.৫ লক্ষ হ্যান্ডসেট ব্লক করেছে। সেই সঙ্গে ২০০০০ বাল্ক SMS সেন্ডারকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সন্দেহভাজন WhatsApp অ্যাকাউন্ট ডিলিঙ্কও করা হয়েছে।
advertisement
advertisement
লোকসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া তুলে ধরেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) টেক-এনেবলড কিছু পদক্ষেপ রোল আউট করেছে। মূলত ডিজিটাল এবং টেলিকম সংক্রান্ত ঝুঁকির হাত থেকে নাগরিকদের রক্ষা করতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি Digital Intelligence Platform।
advertisement
advertisement
advertisement
advertisement
এই টুলগুলি থেকে পাওয়া ইনপুটের উপর ভিত্তি করে ইতিমধ্যেই DoT প্রায় ৫.৫ লক্ষ হ্যান্ডসেট ব্লক করেছে। সেই সঙ্গে ২০০০০ বাল্ক SMS সেন্ডারকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং প্রায় ২৪ লক্ষের কাছাকাছি সন্দেহভাজন WhatsApp অ্যাকাউন্ট ডিলিঙ্কও করা হয়েছে। আর Know Your Mobile Connections ফিচারের মাধ্যমে নাগরিকরা তাঁদের নামে ইস্যু করা আনঅথোরাইজড সিম শনাক্ত করতে পারবেন এবং সেই কানেকশনও বিচ্ছিন্ন করতে পারবেন।
advertisement
advertisement