

JioMart অ্যাপও এ বার এসে গেল গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে ৷ রিলায়েন্সের এই অনলাইন গ্রসারি প্ল্যাটফর্ম খুব অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এত দিন গ্রাহকরা অনলাইনে জিও মার্টের ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করেছিলেন। কোনও অ্যাপ ছিল না ৷ এ বার তাই গ্রাহকদের সুবিধার জন্যই অ্যাপ লঞ্চ করল সংস্থা ৷


প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে জিও মার্ট অ্যাপ লঞ্চ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই ১০ লক্ষ ডাউনলোড হয়ে গিয়েছে ৷ Annie-র টপ চার্ট র্যাঙ্ক অনুযায়ী, জিওর নতুন শপিং অ্যাপ ক্যাটেগরিতে অ্যাপেল অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোরে তৃতীয় নম্বরে উঠে এসেছে জিওমার্ট।


বর্তমানে গোটা দেশ থেকে ২.৫ লক্ষ করে অর্ডার আসে জিও মার্ট প্লাটফর্মে । আর এই নম্বর ক্রমশ বেড়েই চলেছে। এই প্লাটফর্মে পেমেন্ট করার জন্য কোম্পানি Sodexo কুপন কোড ব্যবহার করার অপশনও দিয়ে রেখেছে। এর ফলে গ্রাহকদের কেনাকাটা করা আরও সহজ হয়ে যাবে।


মার্চ মাসে দেশের প্রায় ২০০টি শহরে লঞ্চ করা হয়েছিল বিটা প্লাটফর্ম jiomart.com। অনলাইন শপিং স্টোরের মতো এতে মুদি সামগ্রী আর অনান্য জিনিস কেনাকাটা করা যাচ্ছিল। JioMart অ্যাপটিকে রিলায়েন্স গুগল প্লে স্টোর আর অ্যাপল অ্যাপ স্টোর দু’টিতেই লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা এখন অ্যাপটিকে সহজেই গুগল প্লে স্টোর আর অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।


জিও মার্টের অ্যাপ ইন্টারফেস গ্রাহকদের জন্য খুব সহজ। মুদি সামগ্রী কেনাকাটা করার জন্য গ্রাহকরা নিজেদের লগ ইন আইডি দিয়ে পুরনো অর্ডারও দেখতে পাবেন আর নতুন অর্ডারও করতে পারবেন। পেমেন্টের জন্য এতে অনেক অপশন রয়েছে যেমন - Sodexo কুপন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, Rone লয়্যালটি পয়েন্টস, ক্যাশ অন ডেলিভারি। এর সঙ্গে গ্রাহকরা ক্রেডিট, ডেবিট আর ওয়ালেটের ক্যাশব্যাক অফারও উপলব্ধ করতে পারবেন।