Refurbished স্মার্টফোন আসলে কী? সেকেন্ডহ্যান্ড ফোন? কেনার আগে জেনে রাখুন
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
আসলে বেশিরভাগ মানুষই মনে করেন যে, Refurbished স্মার্টফোন মানেই খারাপ। আর সেই কারণেই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি এই ধরনের ফোন সস্তায় বিক্রি করে দেয়।
Refurbished স্মার্টফোন সম্পর্কে তেমন সঠিক তথ্য অনেকের কাছেই থাকে না। আসলে বেশিরভাগ মানুষই মনে করেন যে, Refurbished স্মার্টফোন মানেই খারাপ। আর সেই কারণেই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি এই ধরনের ফোন সস্তায় বিক্রি করে দেয়। যদিও বিষয়টা এমন একেবারেই নয়। আসলে Refurbished স্মার্টফোনের জন্য ভিন্ন একটা প্রক্রিয়া থাকে। যা সংস্থাগুলি অনুসরণ করে থাকে। আর সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সংস্থা এই ধরনের স্মার্টফোন বিক্রি করে। তাই আজকের প্রতিবেদনে আমরা এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে নেব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক:১. শুধুমাত্র বিশ্বাসযোগ্য সেলারদের থেকে Refurbished স্মার্টফোন কেনা উচিত।২. ফোনে ভাল গ্যারান্টি আছে কি না, দেখে নিতে হবে।৩. ফোন নিয়ে সমস্যা হলে তা ফেরত দেওয়া যায়। তাই রিটার্ন পলিসি দেখতে হবে।৪. হাই গ্রেডবিশিষ্ট ফোন বেছে নিতে হবে।৫. কেনার আগে ভাল করে দেখে নিতে হবে ফোন।






