Refrigerator Explosion: ফ্রিজ চালানোর সময় এই ভুলগুলি করছেন না তো? সাবধান না হলেই বিস্ফোরণ !
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Refrigerator Explosion: আসলে যদি ফ্রিজের সঠিক যত্ন না নেওয়া হয়, তাহলে যে কোনও দিন তা বোমার মতো ফেটে যেতে পারে। এতে বিপদের ছায়া নেমে আসতে পারে বাড়িতে।
আমাদের বাড়িতে এমন কিছু অ্যাপ্লায়েন্স রয়েছে, যা সব সময় ব্যবহার হতে থাকে। সে আবহাওয়া কিংবা পরিস্থিতি যেমনই থাকুক না কেন, এই সব যন্ত্রের ব্যবহার নিরবচ্ছিন্ন ভাবে বতে থাকে। এর মধ্যে অন্যতম হল ফ্রিজ। আজকাল গ্রাম-শহর নির্বিশেষে প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ থাকে। মূলত খাবারদাবার, শাকসবজি কিংবা ফলমূল সংরক্ষণ করার জন্য অপরিহার্য ফ্রিজ। আর তা সারা দিন সারা রাত ধরে চালিয়ে রাখা হয়। বছরে হয়তো ২-৪ বার অফ করে রাখা হয় ফ্রিজ। কিন্তু আদৌ কি যত্নে রাখা ফ্রিজ। আর এর সঠিক যত্ন নেওয়ার কায়দাটাই বা কী। সেটাই আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
কোন কোন ভুলের কারণে ফ্রিজ বোমার মতো ফেটে যেতে পারে? ১. অনেক সময় দেখা যায় যে, ফ্রিজের ভিতরেই জমা হচ্ছে বরফ। আর আমরা ওভাবেই রেখে দিই। তবে এই বিষয়টা কিন্তু ভয়ঙ্কর বলে প্রমাণিত হতে পারে। সেই কারণে কয়েক ঘণ্টা অন্তর ফ্রিজ খুলতে হবে। যাতে ফ্রিজিং প্রসেস মন্থর গতিতে হয়। কিছু সময়ের জন্য আবার ফ্রিজ অফ করেও রেখে দেওয়া যেতে পারে।
advertisement
২. কম্প্রেসর সংক্রান্ত বিষয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে সোজাসুজি সংস্থার কাছে জানাতে হবে। সেটি পরিবর্তন করতে হবে কি না, তা দেখাতে হবে। সংস্থার কম্প্রেসরই ইনস্টল করাতে হবে। কারণ লোকাল কম্প্রেসর লাগালে ফ্রিজ ফেটে যেতে পারে। ৩. রেফ্রিজারেটর খালি থাকলে তা চালিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। দীর্ঘ সময় ধরে ফ্রিজ খালি অবস্থায় চালিয়ে রাখা হলে ফ্রিজের দরজা খোলার আগে ফ্রিজের পাওয়ার অফ করে নিতে হবে। কারণ এটা না করা হলে ফ্রিজটিতে বিস্ফোরণ হতে পারে।
advertisement
advertisement