সবচেয়ে বড় কারণ হল, অনেক সময় ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে ভ্যাকুয়াম তৈরি হয়। যার ফলে ব্রেক প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে। এর ফলে হঠাৎ ব্রেকিং-এর পর লিভার ছেড়ে দিলেও তা আলগা হয় না। এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। ডিস্কে ছিদ্রের কারণে ভ্যাকুয়াম তৈরি হয় না। প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে না।