বাইকের ডিস্ক ব্রেক-এ ছোট ছোট ফুটো থাকে কেন? ৯৯% মানুষ আসল কারণ জানেন না

Last Updated:
Bike disc brake: বাইক তো অনেকেই চালান। বাইকের ডিস্ক ব্রেকে ছিদ্রগুলি কেন থাকে জানেন? জেনে নিন।
1/6
ডিস্ক ও ড্রাম- দুটি ব্রেক ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায় ভারতের বাজারের বিভিন্ন বাইকে। অনেকেই হয়তো খেয়াল করেছেন, ডিস্ক ব্রেকে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। কারণ জানেন?
ডিস্ক ও ড্রাম- দুটি ব্রেক ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায় ভারতের বাজারের বিভিন্ন বাইকে। অনেকেই হয়তো খেয়াল করেছেন, ডিস্ক ব্রেকে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। কারণ জানেন?
advertisement
2/6
এখন বেশিরভাগ বাইকে এবিএস বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেখা যায়। প্রিমিয়াম সেগমেন্ট বাইকে ডুয়েল চ্যানেল এবিএস দেখা যায়।
এখন বেশিরভাগ বাইকে এবিএস বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেখা যায়। প্রিমিয়াম সেগমেন্ট বাইকে ডুয়েল চ্যানেল এবিএস দেখা যায়।
advertisement
3/6
যে কোনও রকম ডিস্ক ব্রেকে ছোট ছোট অনেকগুলো ছিদ্র থাকে। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। অনেকেই হয়তো সেটা জানেন না!
যে কোনও রকম ডিস্ক ব্রেকে ছোট ছোট অনেকগুলো ছিদ্র থাকে। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। অনেকেই হয়তো সেটা জানেন না!
advertisement
4/6
সবচেয়ে বড় কারণ হল, অনেক সময় ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে ভ্যাকুয়াম তৈরি হয়। যার ফলে ব্রেক প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে। এর ফলে হঠাৎ ব্রেকিং-এর পর লিভার ছেড়ে দিলেও তা আলগা হয় না। এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। ডিস্কে ছিদ্রের কারণে ভ্যাকুয়াম তৈরি হয় না। প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে না।
সবচেয়ে বড় কারণ হল, অনেক সময় ব্রেক প্যাড এবং ডিস্কের মধ্যে ভ্যাকুয়াম তৈরি হয়। যার ফলে ব্রেক প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে। এর ফলে হঠাৎ ব্রেকিং-এর পর লিভার ছেড়ে দিলেও তা আলগা হয় না। এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। ডিস্কে ছিদ্রের কারণে ভ্যাকুয়াম তৈরি হয় না। প্যাডগুলি ডিস্কের সাথে লেগে থাকে না।
advertisement
5/6
অন্যদিকে, ব্রেক করার সময় ঘর্ষণের ফলে ডিস্কগুলি খুব গরম হয়ে যায়। এমন পরিস্থিতিতে  ডিস্কের চাকতি ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ছিদ্রের কারণে বাতাস বের হতে থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। এছাড়া ব্রেক প্যাডগুলি অতিরিক্ত গরম হয় না। ফলে ব্রেক প্যাড সহজে নষ্ট হয় না।
অন্যদিকে, ব্রেক করার সময় ঘর্ষণের ফলে ডিস্কগুলি খুব গরম হয়ে যায়। এমন পরিস্থিতিতে ডিস্কের চাকতি ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ছিদ্রের কারণে বাতাস বের হতে থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। এছাড়া ব্রেক প্যাডগুলি অতিরিক্ত গরম হয় না। ফলে ব্রেক প্যাড সহজে নষ্ট হয় না।
advertisement
6/6
এই ছিদ্রগুলি আর্দ্র বা বৃষ্টির সময় ব্রেক করলে ডিস্কে জমে থাকা জলকে বাইরে ফেলে দেয়, যার কারণে প্যাডগুলি ডিস্কে পিছলে যায় না এবং ব্রেকিং নিখুঁত থাকে। তবে বর্ষাকালে মোটরসাইকেল দীর্ঘক্ষণ জলে দাঁড়িয়ে থাকলে চাকতিটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এতে মরচে পড়ার সমস্যা হয় না।
এই ছিদ্রগুলি আর্দ্র বা বৃষ্টির সময় ব্রেক করলে ডিস্কে জমে থাকা জলকে বাইরে ফেলে দেয়, যার কারণে প্যাডগুলি ডিস্কে পিছলে যায় না এবং ব্রেকিং নিখুঁত থাকে। তবে বর্ষাকালে মোটরসাইকেল দীর্ঘক্ষণ জলে দাঁড়িয়ে থাকলে চাকতিটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এতে মরচে পড়ার সমস্যা হয় না।
advertisement
advertisement
advertisement