What3Words Navigation App: Google Maps সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে না? পথ হারিয়ে ফেললে এবার মুশকিল আসান হবে এই অ্যাপ!

Last Updated:
What3Words Navigation App: যদিও নেভিগেশন প্ল্যাটফর্মের জন্য What3Words নামটা সেভাবে যায় না। তবে এটা কিন্তু সত্যি যে এটা দারুন ভাবে পথচারীদের সমস্যার সমাধান করতে পারে।
1/10
অধিকাংশ ভারতীয়দের কাছে Google Map হল প্রাইমারি নেভিগেশন অ্যাপ। তবে দেশের জনসংখ্যা এবং জনঘনত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে। যার ফলে রাস্তাঘাটেও সম্প্রসারণ করা হচ্ছে। তবে কখনও কখনও Google Maps কিন্তু ভরসাযোগ্য না-ও হতে পারে। তাহলে Google Maps যদি পথ দেখাতে বা গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়, তাহলে কী করণীয়?
অধিকাংশ ভারতীয়দের কাছে Google Map হল প্রাইমারি নেভিগেশন অ্যাপ। তবে দেশের জনসংখ্যা এবং জনঘনত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে। যার ফলে রাস্তাঘাটেও সম্প্রসারণ করা হচ্ছে। তবে কখনও কখনও Google Maps কিন্তু ভরসাযোগ্য না-ও হতে পারে। তাহলে Google Maps যদি পথ দেখাতে বা গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়, তাহলে কী করণীয়?
advertisement
2/10
চিন্তা নেই! মুশকিল আসান হয়ে আসছে ব্রিটেনের What3Words! যদিও নেভিগেশন প্ল্যাটফর্মের জন্য What3Words নামটা সেভাবে যায় না। তবে এটা কিন্তু সত্যি যে এটা দারুণ ভাবে পথচারীদের সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ ব্যবহারকারী ‘থ্রি ওয়ার্ডস’ সার্চ করে সঠিক স্থান খুঁজে পেতে পারেন।
চিন্তা নেই! মুশকিল আসান হয়ে আসছে ব্রিটেনের What3Words! যদিও নেভিগেশন প্ল্যাটফর্মের জন্য What3Words নামটা সেভাবে যায় না। তবে এটা কিন্তু সত্যি যে এটা দারুণ ভাবে পথচারীদের সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ ব্যবহারকারী ‘থ্রি ওয়ার্ডস’ সার্চ করে সঠিক স্থান খুঁজে পেতে পারেন।
advertisement
3/10
সেই সঙ্গে নেভিগেটও করা যাবে। কীভাবে? What3words প্ল্যাটফর্মের মজাটা হল, এটি সমগ্র বিশ্বের মানচিত্রটিকে ৩ মিটার x ৩ মিটার স্কোয়ারে তুলে ধরবে। সেই সঙ্গে তিনটি অনন্য শব্দের মাধ্যমে পৃথিবীর সম্ভাব্য সমস্ত GPS কো-অর্ডিনেটকে ট্যাগ করেছে।
সেই সঙ্গে নেভিগেটও করা যাবে। কীভাবে? What3words প্ল্যাটফর্মের মজাটা হল, এটি সমগ্র বিশ্বের মানচিত্রটিকে ৩ মিটার x ৩ মিটার স্কোয়ারে তুলে ধরবে। সেই সঙ্গে তিনটি অনন্য শব্দের মাধ্যমে পৃথিবীর সম্ভাব্য সমস্ত GPS কো-অর্ডিনেটকে ট্যাগ করেছে।
advertisement
4/10
উদাহরণ হিসেবে বলা যায় যে, যদি কোনও ব্যবহারকারী What3Words ওয়েবসাইট অথবা অ্যাপের সার্চ বক্সে “straddled.sprayer.sponsors” সার্চ করেন, তাহলে তা সরাসরি তাঁকে তাজমহলের সুনির্দিষ্ট প্রবেশদ্বারের সম্মুখে নিয়ে যাবে। এবার ধরা যাক, তিনি তাজমহলের সেই সংশ্লিষ্ট দ্বারে নিজের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে “straddled.sprayer.sponsors” এই তিনটি শব্দ শেয়ার করতে হবে।
উদাহরণ হিসেবে বলা যায় যে, যদি কোনও ব্যবহারকারী What3Words ওয়েবসাইট অথবা অ্যাপের সার্চ বক্সে “straddled.sprayer.sponsors” সার্চ করেন, তাহলে তা সরাসরি তাঁকে তাজমহলের সুনির্দিষ্ট প্রবেশদ্বারের সম্মুখে নিয়ে যাবে। এবার ধরা যাক, তিনি তাজমহলের সেই সংশ্লিষ্ট দ্বারে নিজের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে “straddled.sprayer.sponsors” এই তিনটি শব্দ শেয়ার করতে হবে।
advertisement
5/10
এখন সবথেকে বড় প্রশ্নটি হল, কীভাবে প্রতিটি স্থানের জন্য এই ৩টি শব্দ মনে রাখা যাবে? প্রযুক্তিগত ভাবে আসলে সেটা মনে রাখতে হবে না। তবে সবথেকে বেশি বাড়ি আর অফিসের জন্য এই ৩টি শব্দ মনে রাখতে হবে। যাতে তা উবের চালক, বন্ধু এবং অন্যান্যদের সঙ্গে তা শেয়ার করা যায়।
এখন সবথেকে বড় প্রশ্নটি হল, কীভাবে প্রতিটি স্থানের জন্য এই ৩টি শব্দ মনে রাখা যাবে? প্রযুক্তিগত ভাবে আসলে সেটা মনে রাখতে হবে না। তবে সবথেকে বেশি বাড়ি আর অফিসের জন্য এই ৩টি শব্দ মনে রাখতে হবে। যাতে তা উবের চালক, বন্ধু এবং অন্যান্যদের সঙ্গে তা শেয়ার করা যায়।
advertisement
6/10
গুগল ম্যাপ তো আসলে নেভিগেশন অ্যাপ। তবে এটি শুধুমাত্র বার্ডস আই ভিউ প্রদান করে থাকে। এই অ্যাপ কীভাবে কাজ করছে তা বোঝার জন্য ফিরে যেতে হবে তাজমহলের উদাহরণে! তাজমহলের প্রবেশদ্বারের জিপিএস কো-অর্ডিনেট হল ২৭.১৭৪৫২৮, ৭৮.০৪৭৮০৬।
গুগল ম্যাপ তো আসলে নেভিগেশন অ্যাপ। তবে এটি শুধুমাত্র বার্ডস আই ভিউ প্রদান করে থাকে। এই অ্যাপ কীভাবে কাজ করছে তা বোঝার জন্য ফিরে যেতে হবে তাজমহলের উদাহরণে! তাজমহলের প্রবেশদ্বারের জিপিএস কো-অর্ডিনেট হল ২৭.১৭৪৫২৮, ৭৮.০৪৭৮০৬।
advertisement
7/10
এই একই জায়গায় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য তাঁদের সঙ্গে এই জিপিএস কো-অর্ডিনেট শেয়ার করতে হবে। আর এটা বলে দিতে হয় না যে, এই জিপিএস কো-অর্ডিনেট প্রতিদিন শেয়ার করা একেবারেই অসম্ভব! আর এখানেই মুশকিল আসান করছে What3Words। মূলত জিপিএস কো-অর্ডিনেটের জায়গায় প্রয়োজন হবে তিনটি অনন্য শব্দের।
এই একই জায়গায় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য তাঁদের সঙ্গে এই জিপিএস কো-অর্ডিনেট শেয়ার করতে হবে। আর এটা বলে দিতে হয় না যে, এই জিপিএস কো-অর্ডিনেট প্রতিদিন শেয়ার করা একেবারেই অসম্ভব! আর এখানেই মুশকিল আসান করছে What3Words। মূলত জিপিএস কো-অর্ডিনেটের জায়গায় প্রয়োজন হবে তিনটি অনন্য শব্দের।
advertisement
8/10
What3Words-এর সিইও শেলড্রিক অবশ্য স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁর সংস্থা কিন্তু Google Maps অথবা অন্য ম্যাপিং সংস্থার সঙ্গে কোনও প্রতিযোগিতায় নামেনি। What3Words আসলে একটি অতিরিক্ত সুবিধা হিসেবেই গণ্য হবে এই ম্যাপিং পরিষেবাগুলির জন্য। কারণ এতে ব্যহারকারীদের সুবিধা হবে।
What3Words-এর সিইও শেলড্রিক অবশ্য স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁর সংস্থা কিন্তু Google Maps অথবা অন্য ম্যাপিং সংস্থার সঙ্গে কোনও প্রতিযোগিতায় নামেনি। What3Words আসলে একটি অতিরিক্ত সুবিধা হিসেবেই গণ্য হবে এই ম্যাপিং পরিষেবাগুলির জন্য। কারণ এতে ব্যহারকারীদের সুবিধা হবে।
advertisement
9/10
ইতিমধ্যেই Blue Dart, DTDC-র মতো ক্যুরিয়র সংস্থা এবং Tata Motors ও Mahindra-র মতো গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যেই এটি ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। অথবা What3Words ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।
ইতিমধ্যেই Blue Dart, DTDC-র মতো ক্যুরিয়র সংস্থা এবং Tata Motors ও Mahindra-র মতো গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যেই এটি ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। অথবা What3Words ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।
advertisement
10/10
এখানেই শেষ নয়, রয়েছে আরও সুবিধা। অফলাইনে মোট ৫৪টি ভাষায় পাওয়া যাবে What3Words। যার মধ্যে থাকছে ১২টি দক্ষিণ এশীয় ভাষাও: হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, বাংলা, কন্নড়, নেপালি, ঊর্দু, গুজরাতি, মালয়ালম, পঞ্জাবি, ওড়িয়া।
এখানেই শেষ নয়, রয়েছে আরও সুবিধা। অফলাইনে মোট ৫৪টি ভাষায় পাওয়া যাবে What3Words। যার মধ্যে থাকছে ১২টি দক্ষিণ এশীয় ভাষাও: হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, বাংলা, কন্নড়, নেপালি, ঊর্দু, গুজরাতি, মালয়ালম, পঞ্জাবি, ওড়িয়া।
advertisement
advertisement
advertisement