What3Words Navigation App: Google Maps সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে না? পথ হারিয়ে ফেললে এবার মুশকিল আসান হবে এই অ্যাপ!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
What3Words Navigation App: যদিও নেভিগেশন প্ল্যাটফর্মের জন্য What3Words নামটা সেভাবে যায় না। তবে এটা কিন্তু সত্যি যে এটা দারুন ভাবে পথচারীদের সমস্যার সমাধান করতে পারে।
অধিকাংশ ভারতীয়দের কাছে Google Map হল প্রাইমারি নেভিগেশন অ্যাপ। তবে দেশের জনসংখ্যা এবং জনঘনত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে। যার ফলে রাস্তাঘাটেও সম্প্রসারণ করা হচ্ছে। তবে কখনও কখনও Google Maps কিন্তু ভরসাযোগ্য না-ও হতে পারে। তাহলে Google Maps যদি পথ দেখাতে বা গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়, তাহলে কী করণীয়?
advertisement
advertisement
advertisement
উদাহরণ হিসেবে বলা যায় যে, যদি কোনও ব্যবহারকারী What3Words ওয়েবসাইট অথবা অ্যাপের সার্চ বক্সে “straddled.sprayer.sponsors” সার্চ করেন, তাহলে তা সরাসরি তাঁকে তাজমহলের সুনির্দিষ্ট প্রবেশদ্বারের সম্মুখে নিয়ে যাবে। এবার ধরা যাক, তিনি তাজমহলের সেই সংশ্লিষ্ট দ্বারে নিজের বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে “straddled.sprayer.sponsors” এই তিনটি শব্দ শেয়ার করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement