৫০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর বিক্রি হয়েছে Telegram bot-এর মাধ্যমে, বলছে নতুন গবেষণা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি ডেটাবেস তৈরি করে প্রায় ৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য বের করে দেওয়া হয়
advertisement
গবেষক অ্যালন গালের মতে, এক ব্যবহারকারী Telegram bot বানিয়েছিল যা ব্যবহারকারীদের তার ডেটাবেসে ঢোকার অনুমতি দিয়েছিল। সেই ডেটাবেসে প্রায় কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ছিল। তিনি বলেন, ২০২০-র শুরুর দিকে এই তথ্য সামনে আসে। একটি ডেটাবেস তৈরি করে প্রায় ৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য বের করে দেওয়া হয়। সেই ডেটাবেস বর্তমানে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
advertisement
advertisement
মাদারবোর্ডের রিপোর্ট বলছে, কোনও ব্যবহারকারীর কাছে যদি অন্য এক ব্যবহারকারীর Facebook ID থাকে তা হলে bot Telegram ওই ব্যবহারকারীর ফোন নম্বর খুঁজে বের করে দেয়। তবে, এই ক্ষেত্রে ব্যবহারকারীর ফোন নম্বর ফেসবুকের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে bot-কে ২০ ডলার দিতে হবে। শুধু এই নয়, এক সঙ্গে কেউ একাধিক তথ্য চাইলে bot তাও বিক্রি করছে।
advertisement
advertisement