Phone Hang Solution: চলতে চলতে হঠাৎ ফোন হ্যাং করে যাচ্ছে? সহজ এই টিপস জানলে সার্ভিস সেন্টারে যেতে হবে না গ্যারান্টি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Phone Hang Solution: হ্যাং হয়ে যাওয়া স্মার্টফোন স্ক্রিন সার্ভিস সেন্টারে না গিয়েই ঠিক করা সম্ভব। ফোর্স রিস্টার্ট, সেফ মোড, স্টোরেজ খালি ও ফোন ঠাণ্ডা করার মতো সহজ পদ্ধতিতে বাড়িতেই ফোনের টাচ রেসপন্স ফেরানো যায়, বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
ফোনকে ফোর্স রিস্টার্ট করুন – প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো ফোনকে ফোর্স রিস্টার্ট করা। অ্যান্ড্রয়েড ফোনে এর জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসঙ্গে ১০–১৫ সেকেন্ড চেপে ধরুন। অন্যদিকে, iPhone-এ ভলিউম আপ, ভলিউম ডাউন পর্যায়ক্রমে চাপুন, তারপর পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। এই পদ্ধতি ফোনের মেমরি রিফ্রেশ করে এবং ফ্রিজ সমস্যা দূর করতে পারে।
advertisement
advertisement
advertisement
সিস্টেম > রিসেট > ফ্যাক্টরি রিসেট-এ যান।" width="1200" height="900" /> ফ্যাক্টরি রিসেটের আগে ডেটা ব্যাকআপ নিন – উপরোক্ত কোনও পদ্ধতিই কাজ না করলে শেষ উপায় হলো ফ্যাক্টরি রিসেট। এটি ফোনের সব সেটিংস ও অ্যাপ মুছে দেয়। তবে খেয়াল রাখবেন, আগে সব গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিয়ে নিন। তারপর সেটিংস > সিস্টেম > রিসেট > ফ্যাক্টরি রিসেট-এ যান।
advertisement
advertisement