Edible Battery: যুগান্তকারী আবিষ্কার! যে ব্যাটারি খাওয়া যাবে! জেনে নিন বিশেষত্ব

Last Updated:
Instituto Italiano di Technologia, অর্থাৎ ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের একটি দল তৈরি করেছে সম্পূর্ণ ভোজ্য একটি ব্যটারি।
1/8
এবার গিলে খেয়ে ফেলা যাবে ব্যাটারি। পেটের ভিতর গিয়ে সেই ব্যটারি আবার কাজও করবে নানা রকম। এমনই এক আজব ব্যাটারি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে। Instituto Italiano di Technologia, অর্থাৎ ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের একটি দল তৈরি করেছে সম্পূর্ণ ভোজ্য একটি ব্যটারি।
এবার গিলে খেয়ে ফেলা যাবে ব্যাটারি। পেটের ভিতর গিয়ে সেই ব্যটারি আবার কাজও করবে নানা রকম। এমনই এক আজব ব্যাটারি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে। Instituto Italiano di Technologia, অর্থাৎ ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের একটি দল তৈরি করেছে সম্পূর্ণ ভোজ্য একটি ব্যটারি।
advertisement
2/8
এই ব্যাটারি আবার রিচার্জেবল। এটি খেয়ে ফেললে পেটের ভিতর নানা ধরনের তথ্য সংগ্রহ করে গবেষণার কাজে সাহায্য করবে। এই ব্যাটারি তৈরি হয়েছে, মানুষের দৈনন্দিন খাবারের তালিকা থেকে। অর্থাৎ, আমরা যা যা খাই, তার ভিতর থেকে কিছু উপাদান দিয়েই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যাটারি।
এই ব্যাটারি আবার রিচার্জেবল। এটি খেয়ে ফেললে পেটের ভিতর নানা ধরনের তথ্য সংগ্রহ করে গবেষণার কাজে সাহায্য করবে। এই ব্যাটারি তৈরি হয়েছে, মানুষের দৈনন্দিন খাবারের তালিকা থেকে। অর্থাৎ, আমরা যা যা খাই, তার ভিতর থেকে কিছু উপাদান দিয়েই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যাটারি।
advertisement
3/8
সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস জার্নালে এই ‘ভোজ্য রিচার্জেবল ব্যাটারি’ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। দাবি করা হয়েছে, এটি শরীরের ভিতরে গিয়ে আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারবে। পাশাপশি রোগ নির্ণয়ের কাজও করতে পারবে।
সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস জার্নালে এই ‘ভোজ্য রিচার্জেবল ব্যাটারি’ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। দাবি করা হয়েছে, এটি শরীরের ভিতরে গিয়ে আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারবে। পাশাপশি রোগ নির্ণয়ের কাজও করতে পারবে।
advertisement
4/8
কী দিয়ে তৈরি হয়েছে এই ব্যাটারি! এতে ব্যবহার করা হয়েছে বাদাম ও নানা ধরনের খাদ্য সম্পূরক। এই ব্যাটারিতে রয়েছে দু’টি ইলেক্ট্রোড, যা বাদামের রাইবোফ্লাভিন এবং খাদ্য পরিপূরক হিসাবে পাওয়া কেভানসেটিন থেকে তৈরি। বৈদ্যুতিক প্রবাহের আসা-যাওয়ার কাজ করবে চারকোল শর্ট সার্কিট থেকে রক্ষা করার জন্য নরি ​সি-উইডকে বিভাজক হিসাবে ব্যবহার করা হয়েছে।
কী দিয়ে তৈরি হয়েছে এই ব্যাটারি! এতে ব্যবহার করা হয়েছে বাদাম ও নানা ধরনের খাদ্য সম্পূরক। এই ব্যাটারিতে রয়েছে দু’টি ইলেক্ট্রোড, যা বাদামের রাইবোফ্লাভিন এবং খাদ্য পরিপূরক হিসাবে পাওয়া কেভানসেটিন থেকে তৈরি। বৈদ্যুতিক প্রবাহের আসা-যাওয়ার কাজ করবে চারকোল শর্ট সার্কিট থেকে রক্ষা করার জন্য নরি ​সি-উইডকে বিভাজক হিসাবে ব্যবহার করা হয়েছে।
advertisement
5/8
মৌচাক থেকে প্রাপ্ত মোম ইলেক্ট্রোডগুলিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া খুব সূক্ষ্ম সোনার পাতা দিয়ে মোড়ানো হয়েছে ব্যাটারিটি, যা খুব সহজেই মানুষ খেয়ে ফেলতে পারে।
মৌচাক থেকে প্রাপ্ত মোম ইলেক্ট্রোডগুলিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া খুব সূক্ষ্ম সোনার পাতা দিয়ে মোড়ানো হয়েছে ব্যাটারিটি, যা খুব সহজেই মানুষ খেয়ে ফেলতে পারে।
advertisement
6/8
জানা গিয়েছে, এই বিশেষ ব্যাটারি পাকস্থলীতে পৌঁছানোর পর মানুষের খাবারের মান যেমন পর্যবেক্ষণ করতে পারবে, তেমনি রোগ নির্ণয়ও করতে পারবে। তার ফলে চিকিৎসাও সম্ভব অনেক দ্রুত ও সঠিক ভাবে।
জানা গিয়েছে, এই বিশেষ ব্যাটারি পাকস্থলীতে পৌঁছানোর পর মানুষের খাবারের মান যেমন পর্যবেক্ষণ করতে পারবে, তেমনি রোগ নির্ণয়ও করতে পারবে। তার ফলে চিকিৎসাও সম্ভব অনেক দ্রুত ও সঠিক ভাবে।
advertisement
7/8
প্রকৃতপক্ষে, ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজি-র গবেষক দল জীবের মধ্যে ঘটে এমন জৈব রাসায়নিক রেডক্স প্রতিক্রিয়া থেকে অনুপ্রেরণা নিয়েছিল৷ ব্যাটারি সেল ০.৬৫ ভোল্টে কাজ করে। এই ভোল্টেজ মানবদেহের ভিতরে কোনও রকম সমস্যা তৈরি করতে পারে না।
প্রকৃতপক্ষে, ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজি-র গবেষক দল জীবের মধ্যে ঘটে এমন জৈব রাসায়নিক রেডক্স প্রতিক্রিয়া থেকে অনুপ্রেরণা নিয়েছিল৷ ব্যাটারি সেল ০.৬৫ ভোল্টে কাজ করে। এই ভোল্টেজ মানবদেহের ভিতরে কোনও রকম সমস্যা তৈরি করতে পারে না।
advertisement
8/8
সম্পূর্ণ ভোজ্য রিচার্জেবল এই ব্যাটারি নতুন ভোজ্য ইলেকট্রনিক পরীক্ষার দরজা খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন এই ব্যাটারির নিরাপত্তার মাত্রা বিবেচনা করে, এগুলি শিশুদের খেলনায় ব্যবহার করা যেতে পারে। বিষাক্ত পদার্থ ব্যবহার না করে নিরাপদ ব্যাটারি তৈরি করা একটি চ্যালেঞ্জ। ভবিষ্যতে ভোজ্য নরম রোবটগুলিকে শক্তি দেওয়ার জন্যও এগুলি পরীক্ষা করা হবে৷
সম্পূর্ণ ভোজ্য রিচার্জেবল এই ব্যাটারি নতুন ভোজ্য ইলেকট্রনিক পরীক্ষার দরজা খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন এই ব্যাটারির নিরাপত্তার মাত্রা বিবেচনা করে, এগুলি শিশুদের খেলনায় ব্যবহার করা যেতে পারে। বিষাক্ত পদার্থ ব্যবহার না করে নিরাপদ ব্যাটারি তৈরি করা একটি চ্যালেঞ্জ। ভবিষ্যতে ভোজ্য নরম রোবটগুলিকে শক্তি দেওয়ার জন্যও এগুলি পরীক্ষা করা হবে৷
advertisement
advertisement
advertisement