WhatsApp Communities: এক কমিউনিটির অধীনে একাধিক গ্রুপ; আসছে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Communities: সম্প্রতি WABetaInfo এই বিষয়ে নিশ্চিত করেছে যে WhatsApp প্রকৃতপক্ষেই এই ধরনের একটি ফিচার নিয়ে কাজ করছে।
এই মুহূর্তে ভারতে তো বটেই, বিশ্বেরও সব চেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এই WhatsApp তার বাজারদর ধরে রাখতে এবং গ্রাহকদের সুবিধে দিতে ক্রমাগত তার প্ল্যাটফর্মে নিত্যনতুন বৈশিষ্ট্য যুক্ত করার জন্য কাজ করছে। এই বছরের অক্টোবরে, XDA ডেভেলপাররা রিপোর্ট করেছে যে Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপটি WhatsApp Communities নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে।সম্প্রতি WABetaInfo এই বিষয়ে নিশ্চিত করেছে যে WhatsApp প্রকৃতপক্ষেই এই ধরনের একটি ফিচার নিয়ে কাজ করছে।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে কমিউনিটি অ্যাডমিনরা তাঁদের কমিউনিটিতে মেম্বার অ্যাড করার জন্য বাইরের গ্রুপের মেম্বারদের আমন্ত্রণ জানাতে সক্ষম হবেন৷ তাঁরা ম্যানুয়ালি বা কমিউনিটি ইনভাইট লিঙ্ক (Community Invite Link) ব্যবহার করে নতুন সদস্যদের অ্যাড করাতে সক্ষম হবেন। এছাড়াও QR কোড ব্যবহার করে কমিউনিটিতে নতুন সদস্যরা যোগ দিতে সক্ষম হবেন।
advertisement
WhatsApp Communities এবং WhatsApp Groups-এর মধ্যে আরেকটি প্রধান পার্থক্য হল যে, যখন একজন নতুন সদস্য একটি কমিউনিটিতে যোগদান করেন, তখন এর অর্থ এই নয় যে তাঁরা অবিলম্বে কমিউনিটির সমস্ত গ্রুপে মেসেজ পাঠাতে সক্ষম হবেন। কমিউনিটির সদস্যরা আদৌ তেমনটা করতে পারবেন কি না সেই বিষয়ে অ্যাডমিনরা সিদ্ধান্ত নেবেন।
advertisement