Refrigerator Tips: ফ্রিজে জমছে ধুলো? এই উপায় জানা থাকলে মাসভর ধুলো-মুক্তি!

Last Updated:
Refrigerator Tips: ইলেকট্রনিক যন্ত্রপাতির এটাই মজা, কখনও ব্যবহার হবে, কখনও হবে না। কিন্তু ব্যবহার হোক বা না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ।
1/7
চাঁদিফাটা গরম। ত্রাহি ত্রাহি অবস্থা। ফ্রিজের ঠান্ডা জলই এই সময়ের পরম বন্ধু। যেন শান্তির নীড়। যাই হোক, রেফ্রিজারেটর গ্রীষ্মের মরশুমেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। শীতকালে আবার এর ব্যবহারের উদ্দেশ্য অন্য। আসলে ইলেকট্রনিক যন্ত্রপাতির এটাই মজা, কখনও ব্যবহার হবে, কখনও হবে না। কিন্তু ব্যবহার হোক বা না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ।
চাঁদিফাটা গরম। ত্রাহি ত্রাহি অবস্থা। ফ্রিজের ঠান্ডা জলই এই সময়ের পরম বন্ধু। যেন শান্তির নীড়। যাই হোক, রেফ্রিজারেটর গ্রীষ্মের মরশুমেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। শীতকালে আবার এর ব্যবহারের উদ্দেশ্য অন্য। আসলে ইলেকট্রনিক যন্ত্রপাতির এটাই মজা, কখনও ব্যবহার হবে, কখনও হবে না। কিন্তু ব্যবহার হোক বা না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
প্রত্যেক বাড়িতেই মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করা হয়। কিন্তু বেশিরভাগ সময়ই পরিষ্কার করা হয় ভেতরটা। ফ্রিজের বাইরের অংশে হাত পড়ে না বললেই চলে। বিশেষ করে উপরের অংশে। বড় ফ্রিজে অনেকের হাতও পৌঁছয় না।
প্রত্যেক বাড়িতেই মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করা হয়। কিন্তু বেশিরভাগ সময়ই পরিষ্কার করা হয় ভেতরটা। ফ্রিজের বাইরের অংশে হাত পড়ে না বললেই চলে। বিশেষ করে উপরের অংশে। বড় ফ্রিজে অনেকের হাতও পৌঁছয় না।
advertisement
3/7
এক বা দুই মাস অন্তর, যখনই পরিষ্কার করা হোক না কেন, ভাল করে চোখ চালালে বোঝা যায়, ফ্রিজের উপরের অংশে প্রচুর ধুলো-ময়লা পড়ে। চিটচিটে হয়ে যায়। এভাবে ময়লা জমে গেলে ঘষে পরিষ্কার করা ছাড়া অন্য উপায় নেই।
এক বা দুই মাস অন্তর, যখনই পরিষ্কার করা হোক না কেন, ভাল করে চোখ চালালে বোঝা যায়, ফ্রিজের উপরের অংশে প্রচুর ধুলো-ময়লা পড়ে। চিটচিটে হয়ে যায়। এভাবে ময়লা জমে গেলে ঘষে পরিষ্কার করা ছাড়া অন্য উপায় নেই।
advertisement
4/7
উপরে পরিষ্কার করা জরুরি: ভিতরের মতো ফ্রিজের উপরটাও পরিষ্কার করা জরুরি। তবে এর জন্যে বেশি পরিশ্রম করতে হবে না। সামান্য একটা কাজ করলেই ফ্রিজ হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে। সেটা কীভাবে? দেখে নেওয়া যাক।
উপরে পরিষ্কার করা জরুরি: ভিতরের মতো ফ্রিজের উপরটাও পরিষ্কার করা জরুরি। তবে এর জন্যে বেশি পরিশ্রম করতে হবে না। সামান্য একটা কাজ করলেই ফ্রিজ হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে। সেটা কীভাবে? দেখে নেওয়া যাক।
advertisement
5/7
ফ্রিজের উপরে বিছিয়ে রাখতে হবে মোম কাগজ। প্রথমে ফ্রিজের সাইজ অনুযায়ী কাগজ কেটে নিতে হবে। তারপর বিছিয়ে দিতে হবে ফ্রিজের উপরে। এর ফলে ধুলো, ময়লা বা তৈলাক্ত কিছু পড়লে সেটা ফ্রিজের উপরে পড়বে না, মোম কাগজে লেগে থাকবে।
ফ্রিজের উপরে বিছিয়ে রাখতে হবে মোম কাগজ। প্রথমে ফ্রিজের সাইজ অনুযায়ী কাগজ কেটে নিতে হবে। তারপর বিছিয়ে দিতে হবে ফ্রিজের উপরে। এর ফলে ধুলো, ময়লা বা তৈলাক্ত কিছু পড়লে সেটা ফ্রিজের উপরে পড়বে না, মোম কাগজে লেগে থাকবে।
advertisement
6/7
এর জন্যে বিশেষ খাটাখাটুনির দরকার নেই। পরিষ্কারের ঝক্কিও পোহাতে হবে না। শুধু মোম কাগজটা বিছিয়ে দিলেই কাজ শেষ। মাঝে মধ্যে শুধু নজর রাখতে হবে। বেশি ময়লা পড়লে বদলে দিতে হবে মোম কাগজ।
এর জন্যে বিশেষ খাটাখাটুনির দরকার নেই। পরিষ্কারের ঝক্কিও পোহাতে হবে না। শুধু মোম কাগজটা বিছিয়ে দিলেই কাজ শেষ। মাঝে মধ্যে শুধু নজর রাখতে হবে। বেশি ময়লা পড়লে বদলে দিতে হবে মোম কাগজ।
advertisement
7/7
যখনই মনে হবে পুরু ধুলোর স্তর জমে গিয়েছে বা কাগজটা আঠালো হয়ে গিয়েছে, বদলে দিলেই হল। ভাল ব্যাপার হল, মোম কাগজ ঘন ঘন পাল্টানোরও দরকার নেই। ১৫ দিন অন্তর একবার পাল্টে দিলেই হবে। ফ্রিজও থাকবে ঝকঝকে, একেবারে নতুনের মতো।
যখনই মনে হবে পুরু ধুলোর স্তর জমে গিয়েছে বা কাগজটা আঠালো হয়ে গিয়েছে, বদলে দিলেই হল। ভাল ব্যাপার হল, মোম কাগজ ঘন ঘন পাল্টানোরও দরকার নেই। ১৫ দিন অন্তর একবার পাল্টে দিলেই হবে। ফ্রিজও থাকবে ঝকঝকে, একেবারে নতুনের মতো।
advertisement
advertisement
advertisement