Air Conditioner | Summer Heat | Heatwave: AC তে এই প্রযুক্তি থাকলেই...অর্ধেক হয়ে যাবে বিদ্যুতের বিল, আপনার AC তে এটা আছে তো?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
How inverter ACs save electricity: প্রচণ্ড গরম হোক অথবা আর্দ্র গ্রীষ্ম। তাৎক্ষণিক স্বস্তি পেতে এখন সব মানুষই ভরসা রাখে এসি-তে। কিন্তু, বাড়িতে এসি লাগালে কী হবে? বিদ্যুতের বিল নিয়েও তো চিন্তার অন্ত নেই৷ এমতাবস্থায় অনেকেই নয় এসি কম চালান অথবা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানাবিধ পদ্ধতি অবলম্বন করে। তবে এই প্রতিবেদনে আমরা এমন একটি প্রযুক্তির কথা বলব, যা আপনার এসি-তে থাকলেই বিদ্যুতের বিল অর্ধেক হয়ে যাবে।
প্রচণ্ড গরম হোক অথবা আর্দ্র গ্রীষ্ম। তাৎক্ষণিক স্বস্তি পেতে এখন সব মানুষই ভরসা রাখে এসি-তে। কিন্তু, বাড়িতে এসি লাগালে কী হবে? বিদ্যুতের বিল নিয়েও তো চিন্তার অন্ত নেই৷ এমতাবস্থায় অনেকেই নয় এসি কম চালান অথবা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানাবিধ পদ্ধতি অবলম্বন করে। তবে এই প্রতিবেদনে আমরা এমন একটি প্রযুক্তির কথা বলব, যা আপনার এসি-তে থাকলেই বিদ্যুতের বিল অর্ধেক হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
ইনভার্টার এসি কেন ব্যবহার করবেন, কীভাবেই বা তা বিদ্যুৎ সাশ্রয় করে, সেটাও বুঝে রাখা দরকার৷ আসলে, যে কোনও ট্রেডিশনাল এসি-তে কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতেই চলে। কিন্তু ইনভার্টার এসিতে পরিবর্তনশীল গতি যুক্ত কম্প্রেসার ব্যবহার করা হয়৷ যা ঘরের তাপমাত্রা বুঝে তা কতটা ঠান্ডা করতে হবে সেটা আন্দাজ করে সামঞ্জস্য রেখে কম্প্রেসারের গতি বাড়ায় বা কমায়। এটা একটানা বিভিন্ন গতিতে চলতে পারে। ফলে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের সরবরাহ প্রয়োজন হয় না৷ (ছবি- শাটারস্টক)
advertisement
ইনভার্টার এসি প্রয়োজনীয়তা অনুযায়ী কম্প্রেসারের গতি নিয়ন্ত্রণ করে কুলিং ক্ষমতা পরিবর্তন করতে পারে। তারপর কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছনোর পরে, কম্প্রেসার ধীর হয়ে যায় এবং শক্তি খরচ কমিয়ে দেয়। একইভাবে, যখন তাপমাত্রার একটি বড় পার্থক্য থাকে, তখন কম্প্রেসার দ্রুত চলে ঘরকে ঠান্ডা করে। (ছবি- শাটারস্টক)
advertisement
advertisement
