General Knowledge: এয়ার কুলারে কোন ঘাস ব্যবহার করা হয়? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না

Last Updated:
General Knowledge: এই খসখসে ঘাস দেখা যায় কুলারের ভিতরেও কিন্তু কেন লাগানো হয় এই ঘাস জেনে নেওয়া যাক বিস্তারিত
1/9
গরম বাড়ছে হু হু করে। ঘরে ঘরে শুরু হয়েছে এসির ব্যবহার কেউ কেউ কুলারও ব্যবহার করছেন। অথচ গত শতকের শেষাংশেও পরিস্থিতি এমন ছিল না। তখন বাড়ির জানালায় খসখস লাগানোর প্রীতি প্রচলিত ছিল।
গরম বাড়ছে হু হু করে। ঘরে ঘরে শুরু হয়েছে এসির ব্যবহার কেউ কেউ কুলারও ব্যবহার করছেন। অথচ গত শতকের শেষাংশেও পরিস্থিতি এমন ছিল না। তখন বাড়ির জানালায় খসখস লাগানোর প্রীতি প্রচলিত ছিল।
advertisement
2/9
 সেই খসখসে জল দিয়ে রাখা হতো বাইরে থেকে হাওয়া এলে ঘরে শীতলতা অনুভব করা যেত। খসখসের কারণে জানলার বাইরে থেকে রোদের তাপ ঢুকতে পারত না।
সেই খসখসে জল দিয়ে রাখা হতো বাইরে থেকে হাওয়া এলে ঘরে শীতলতা অনুভব করা যেত। খসখসের কারণে জানলার বাইরে থেকে রোদের তাপ ঢুকতে পারত না।
advertisement
3/9
এই খসখসে ঘাস দেখা যায় কুলারের ভিতরেও কিন্তু কেন লাগানো হয় এই ঘাস জেনে নেওয়া যাক বিস্তারিত—
এই খসখসে ঘাস দেখা যায় কুলারের ভিতরেও কিন্তু কেন লাগানো হয় এই ঘাস জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
4/9
এয়ার কুলারে কোনও সাধারণ ঘাস লাগানো থাকে না। বরং যা লাগানো থাকে তা পোস্তর ঘাস, ইংরেজিতে একে বলে ভেটিভার।
এয়ার কুলারে কোনও সাধারণ ঘাস লাগানো থাকে না। বরং যা লাগানো থাকে তা পোস্তর ঘাস, ইংরেজিতে একে বলে ভেটিভার।
advertisement
5/9
বেশিরভাগ মানুষই একে সাধারণ ঘাস হিসেবে মনে করেন। কিন্তু আসলে এটি তত সাধারণ নয়। এর ব্যবহার ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। এমনকী মুঘল আমলেও এই ঘাসের ব্যবহার হতো বাইরের উত্তপ্ত আবহাওয়া থেকে ঘর বাঁচাতে। এমনিতে এই খস সুগন্ধিত তাই বিলাসবহুল পারফিউম তৈরি করতেও এই ঘাসের উপাদান ব্যবহৃত হয়ে থাকে।
বেশিরভাগ মানুষই একে সাধারণ ঘাস হিসেবে মনে করেন। কিন্তু আসলে এটি তত সাধারণ নয়। এর ব্যবহার ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। এমনকী মুঘল আমলেও এই ঘাসের ব্যবহার হতো বাইরের উত্তপ্ত আবহাওয়া থেকে ঘর বাঁচাতে। এমনিতে এই খস সুগন্ধিত তাই বিলাসবহুল পারফিউম তৈরি করতেও এই ঘাসের উপাদান ব্যবহৃত হয়ে থাকে।
advertisement
6/9
এয়ার কুলারের ভিতরেও এই খস থাকে বলেই ঘরে বেশ মনোরম আবহাওয়া তৈরি হতে পারে।
এয়ার কুলারের ভিতরেও এই খস থাকে বলেই ঘরে বেশ মনোরম আবহাওয়া তৈরি হতে পারে।
advertisement
7/9
পোস্তর ঘাস বহু বছর ধরেই ভারতে ব্যবহৃত হয় এমনকি বিদেশের রফতানিও করা হয়। এর সুগন্ধি উপাদানের জন্য এই চাহিদা আরও বেড়েছে। বহু বছর ধরেই ভারতের সঙ্গে এই ঘাসের সম্পর্ক।
পোস্তর ঘাস বহু বছর ধরেই ভারতে ব্যবহৃত হয় এমনকি বিদেশের রফতানিও করা হয়। এর সুগন্ধি উপাদানের জন্য এই চাহিদা আরও বেড়েছে। বহু বছর ধরেই ভারতের সঙ্গে এই ঘাসের সম্পর্ক।
advertisement
8/9
পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামক বইতে এক গ্রিক নাবিক খ্রিস্টীয় প্রথম শতকে লিখেছিলেন এই ঘাসের কথা, যা ভারত থেকে রফতানি করা হত। মুঘল আমলেও যে এই ঘাস ব্যবহৃত হতো তার প্রমাণ আবুল ফজলের আইন-ই-আকবরি।
পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামক বইতে এক গ্রিক নাবিক খ্রিস্টীয় প্রথম শতকে লিখেছিলেন এই ঘাসের কথা, যা ভারত থেকে রফতানি করা হত। মুঘল আমলেও যে এই ঘাস ব্যবহৃত হতো তার প্রমাণ আবুল ফজলের আইন-ই-আকবরি।
advertisement
9/9
সম্রাট আকবরকে নিয়ে লেখা এই বইতে এই ঘাসের উল্লেখ রয়েছে। তাঁর নিজের কক্ষের শীতলতা বজায় রাখতে এই ঘাসের পর্দা ব্যবহার করেছিলেন আকবর। পরবর্তীকালে ঘরের শীতলতা বজায় রাখতে এয়ারকুলারেও এই ঘাস ব্যবহার করা হয়।
সম্রাট আকবরকে নিয়ে লেখা এই বইতে এই ঘাসের উল্লেখ রয়েছে। তাঁর নিজের কক্ষের শীতলতা বজায় রাখতে এই ঘাসের পর্দা ব্যবহার করেছিলেন আকবর। পরবর্তীকালে ঘরের শীতলতা বজায় রাখতে এয়ারকুলারেও এই ঘাস ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement