Diwali Gift: দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে চান? অ্যামাজন সেলে আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে বেস্ট স্পিকার সিস্টেম

Last Updated:
এই দীপাবলীর মরসুমে উপহার দেওয়ার জন্য Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে বিভিন্ন ধরনের বেস্ট কোয়ালিটির স্পিকার সিস্টেম, সাউন্ডবার, পোর্টেবেল স্পিকার, হোম থিয়েটার ইত্যাদি।
1/7
আসন্ন দীপাবলীর (Diwali 2021) কথা মাথায় রেখে Amazon নিয়ে এসেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের "এক্সট্রা হ্যাপিনেস ডেজ" (Extra Happiness Days)। এই দীপাবলীর মরসুমে উপহার (Diwali Gift) দেওয়ার জন্য Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে বিভিন্ন ধরনের বেস্ট কোয়ালিটির স্পিকার সিস্টেম, সাউন্ডবার, পোর্টেবেল স্পিকার, হোম থিয়েটার ইত্যাদি। এই সকল প্রোডাক্টের উপর পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্ট। এই অফার চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এক নজরে দেখে নিন, সেই সকল প্রোডাক্ট।
আসন্ন দীপাবলীর (Diwali 2021) কথা মাথায় রেখে Amazon নিয়ে এসেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের "এক্সট্রা হ্যাপিনেস ডেজ" (Extra Happiness Days)। এই দীপাবলীর মরসুমে উপহার (Diwali Gift) দেওয়ার জন্য Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে বিভিন্ন ধরনের বেস্ট কোয়ালিটির স্পিকার সিস্টেম, সাউন্ডবার, পোর্টেবেল স্পিকার, হোম থিয়েটার ইত্যাদি। এই সকল প্রোডাক্টের উপর পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্ট। এই অফার চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এক নজরে দেখে নিন, সেই সকল প্রোডাক্ট।
advertisement
2/7
Boat Aavante Bar Soundbar:  এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে ৩৪৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৯৯৯০ টাকা। এতে রয়েছে ২.১ চ্যানেল সাউন্ডবার, ৬০ ওয়াট আরএমএস আউটপুট (Wat RMS Output) এবং ব্লুটুথ ৪.২ (Bluetooth 4.2), ইউএসবি কানেক্টিভিটি (USB Connectivity) এবং এইউএক্স (AUX)।
Boat Aavante Bar Soundbar: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে ৩৪৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৯৯৯০ টাকা। এতে রয়েছে ২.১ চ্যানেল সাউন্ডবার, ৬০ ওয়াট আরএমএস আউটপুট (Wat RMS Output) এবং ব্লুটুথ ৪.২ (Bluetooth 4.2), ইউএসবি কানেক্টিভিটি (USB Connectivity) এবং এইউএক্স (AUX)।
advertisement
3/7
Blaupunkt SBA01: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৯৯৯০ টাকা। এতে রয়েছে ডুয়াল সাব-উফারযুক্ত (Dual Subwoofers) সাউন্ডবার, ১০০ ওয়াট আউটপুট এবং এইচডিএমআই আর্ক (HDMI Arc) কানেক্টিভিটি।
Blaupunkt SBA01: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৯৯৯০ টাকা। এতে রয়েছে ডুয়াল সাব-উফারযুক্ত (Dual Subwoofers) সাউন্ডবার, ১০০ ওয়াট আউটপুট এবং এইচডিএমআই আর্ক (HDMI Arc) কানেক্টিভিটি।
advertisement
4/7
Zook Rocker Studio: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ১২৯৯৯ টাকা। এতে রয়েছে ১৬০ ওয়াট আউটপুট, ৪ ইকিউ মোডস (4 EQ Modes), মাল্টিপল কানেক্টিভিটি অপশন, ব্লুটুথ, ইউএসবি এবং এইউএক্স। এ ছাড়াও এতে রয়েছে, ডিএসপি টেকনোলজি (DSP Technology)।
Zook Rocker Studio: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ১২৯৯৯ টাকা। এতে রয়েছে ১৬০ ওয়াট আউটপুট, ৪ ইকিউ মোডস (4 EQ Modes), মাল্টিপল কানেক্টিভিটি অপশন, ব্লুটুথ, ইউএসবি এবং এইউএক্স। এ ছাড়াও এতে রয়েছে, ডিএসপি টেকনোলজি (DSP Technology)।
advertisement
5/7
Zook Thunder Plus: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৫,৯৯৯ টাকা। এতে রয়েছে ৪০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, ৪০ ওয়াট আউটপুট। এ ছাড়াও এতে রয়েছে কারাওকে যুক্ত (Karaoke) ওয়্যারলেস মাইক্রোফোন (Wireless Mic) এবং দুটি ৬.৫ ইঞ্চির ড্রাইভার (Driver) হেভি ব্যাস (Heavy Bass) যুক্ত।
Zook Thunder Plus: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৫,৯৯৯ টাকা। এতে রয়েছে ৪০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, ৪০ ওয়াট আউটপুট। এ ছাড়াও এতে রয়েছে কারাওকে যুক্ত (Karaoke) ওয়্যারলেস মাইক্রোফোন (Wireless Mic) এবং দুটি ৬.৫ ইঞ্চির ড্রাইভার (Driver) হেভি ব্যাস (Heavy Bass) যুক্ত।
advertisement
6/7
Philips Audio SPA8140: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে ৩,৮৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৫,২৯০ টাকা। এতে রয়েছে ৫০ ওয়াট আউটপুট, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি ইনপুট। এ ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের সাবউফার।
Philips Audio SPA8140: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে ৩,৮৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৫,২৯০ টাকা। এতে রয়েছে ৫০ ওয়াট আউটপুট, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি ইনপুট। এ ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের সাবউফার।
advertisement
7/7
Amazon-এর এই সেলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Axis Bank, Citi Bank, InusInd Bank এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে। এ ছাড়াও Amazon Pay, ICICI Bank-এর ক্রেডিট কার্ডেও এই অফার পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এই সেলে পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এবং ইএমআই (EMI)-এর সুবিধা। দীপাবলীর খুশি দ্বিগুণ করতে Amazon-এর তরফে নিয়ে আসা হয়েছে এই ধামাকা সেল।
Amazon-এর এই সেলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Axis Bank, Citi Bank, InusInd Bank এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে। এ ছাড়াও Amazon Pay, ICICI Bank-এর ক্রেডিট কার্ডেও এই অফার পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এই সেলে পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এবং ইএমআই (EMI)-এর সুবিধা। দীপাবলীর খুশি দ্বিগুণ করতে Amazon-এর তরফে নিয়ে আসা হয়েছে এই ধামাকা সেল।
advertisement
advertisement
advertisement