Diwali Gift: দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে চান? অ্যামাজন সেলে আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে বেস্ট স্পিকার সিস্টেম
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই দীপাবলীর মরসুমে উপহার দেওয়ার জন্য Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে বিভিন্ন ধরনের বেস্ট কোয়ালিটির স্পিকার সিস্টেম, সাউন্ডবার, পোর্টেবেল স্পিকার, হোম থিয়েটার ইত্যাদি।
আসন্ন দীপাবলীর (Diwali 2021) কথা মাথায় রেখে Amazon নিয়ে এসেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের "এক্সট্রা হ্যাপিনেস ডেজ" (Extra Happiness Days)। এই দীপাবলীর মরসুমে উপহার (Diwali Gift) দেওয়ার জন্য Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে বিভিন্ন ধরনের বেস্ট কোয়ালিটির স্পিকার সিস্টেম, সাউন্ডবার, পোর্টেবেল স্পিকার, হোম থিয়েটার ইত্যাদি। এই সকল প্রোডাক্টের উপর পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্ট। এই অফার চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এক নজরে দেখে নিন, সেই সকল প্রোডাক্ট।
advertisement
advertisement
advertisement
advertisement
Zook Thunder Plus: এটি Amazon-এর সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯ টাকায়। এর অরিজিনাল দাম প্রায় ৫,৯৯৯ টাকা। এতে রয়েছে ৪০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, ৪০ ওয়াট আউটপুট। এ ছাড়াও এতে রয়েছে কারাওকে যুক্ত (Karaoke) ওয়্যারলেস মাইক্রোফোন (Wireless Mic) এবং দুটি ৬.৫ ইঞ্চির ড্রাইভার (Driver) হেভি ব্যাস (Heavy Bass) যুক্ত।
advertisement
advertisement
Amazon-এর এই সেলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Axis Bank, Citi Bank, InusInd Bank এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে। এ ছাড়াও Amazon Pay, ICICI Bank-এর ক্রেডিট কার্ডেও এই অফার পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এই সেলে পাওয়া যাচ্ছে, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এবং ইএমআই (EMI)-এর সুবিধা। দীপাবলীর খুশি দ্বিগুণ করতে Amazon-এর তরফে নিয়ে আসা হয়েছে এই ধামাকা সেল।
