Disinfecting Gadgets: ভাইরাসে সংক্রমিত হলে চলবে না; কীভাবে জীবাণুমুক্ত রাখতে হয় ফোন, ল্যাপটপের স্ক্রিন ?

Last Updated:
Disinfecting Gadgets: নিয়মিত ভাবে আমাদের ফোনের স্ক্রিন, ল্যাপটপগুলিকে জীবাণুমুক্ত রাখতে হবে।
1/8
কাজ তো আমরা সকলেই করছি! অতিমারীর প্রাথমিক ধাক্কা সামলে আমাদের চারপাশের সকলেই এখন একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছি। কিন্তু মনে রাখা দরকার COVID-19 মহামারী এখনও শেষ হয়নি এবং নিজেকে অসুস্থ হওয়া থেকে বিরত রাখতে আমাদের কাজের জায়গা বিশেষ করে সমস্ত ডিভাইজ জীবাণুমুক্ত (Disinfecting Gadgets) করা অপরিহার্য। কী ভাবে তা সম্ভব আসুন জেনে নেওয়া যাক!
কাজ তো আমরা সকলেই করছি! অতিমারীর প্রাথমিক ধাক্কা সামলে আমাদের চারপাশের সকলেই এখন একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছি। কিন্তু মনে রাখা দরকার COVID-19 মহামারী এখনও শেষ হয়নি এবং নিজেকে অসুস্থ হওয়া থেকে বিরত রাখতে আমাদের কাজের জায়গা বিশেষ করে সমস্ত ডিভাইজ জীবাণুমুক্ত (Disinfecting Gadgets) করা অপরিহার্য। কী ভাবে তা সম্ভব আসুন জেনে নেওয়া যাক!
advertisement
2/8
ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটগুলি ইতিমধ্যেই মহামারী ও লকডাউনের কারণে আমাদের ২৪ ঘন্টার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এই ধরনের ডিভাইজ থেকে করোনাভাইরাস ছড়িয়ে প্রবণতা বেশি। অতএব, নিয়মিত ভাবে আমাদের ফোনের স্ক্রিন, ল্যাপটপগুলিকে জীবাণুমুক্ত রাখতে হবে (Disinfecting Gadgets)।
ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটগুলি ইতিমধ্যেই মহামারী ও লকডাউনের কারণে আমাদের ২৪ ঘন্টার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এই ধরনের ডিভাইজ থেকে করোনাভাইরাস ছড়িয়ে প্রবণতা বেশি। অতএব, নিয়মিত ভাবে আমাদের ফোনের স্ক্রিন, ল্যাপটপগুলিকে জীবাণুমুক্ত রাখতে হবে (Disinfecting Gadgets)।
advertisement
3/8
পাবলিক প্লেসে প্রকাশ্যে কাজ করলে ডিভাইজে জীবাণু সংক্রমণের হার বেড়ে যায়। সে ক্ষেত্রে ডিভাইজটি সর্বজনীন ভাবে ব্যবহার করার পরে আমাদের অবশ্যই জীবাণুমুক্ত (Disinfecting Gadgets) করতে হবে।
পাবলিক প্লেসে প্রকাশ্যে কাজ করলে ডিভাইজে জীবাণু সংক্রমণের হার বেড়ে যায়। সে ক্ষেত্রে ডিভাইজটি সর্বজনীন ভাবে ব্যবহার করার পরে আমাদের অবশ্যই জীবাণুমুক্ত (Disinfecting Gadgets) করতে হবে।
advertisement
4/8
আমাদের ফোন বা ল্যাপটপকে জনসমক্ষে ব্যবহার করার পর বাড়িতে এসে ওই অপরিষ্কার ডিভাইজ থেকেই ভাইরাসের সংক্রমণ ঘটে। অতএব, বাড়িতে ফিরে আসার পর সর্বদা ফোন বা অন্যান্য ডিভাইজ জীবাণুমুক্ত করতে হবে। পাবলিক ওয়াশরুমগুলি বিশেষত যেখানে সংক্রমণের সম্ভাবনা বেশি সেখানে ফোন ব্যবহার না করাই ভালো। এছাড়াও নিয়মিত কিছু নির্দেশ মেনে চললে এই মহামারীর সময়েও আমরা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারি।
আমাদের ফোন বা ল্যাপটপকে জনসমক্ষে ব্যবহার করার পর বাড়িতে এসে ওই অপরিষ্কার ডিভাইজ থেকেই ভাইরাসের সংক্রমণ ঘটে। অতএব, বাড়িতে ফিরে আসার পর সর্বদা ফোন বা অন্যান্য ডিভাইজ জীবাণুমুক্ত করতে হবে। পাবলিক ওয়াশরুমগুলি বিশেষত যেখানে সংক্রমণের সম্ভাবনা বেশি সেখানে ফোন ব্যবহার না করাই ভালো। এছাড়াও নিয়মিত কিছু নির্দেশ মেনে চললে এই মহামারীর সময়েও আমরা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারি।
advertisement
5/8
প্রথমে দূষিত আঙুলের ছাপ তুলে ফেলা - বাইরে থেকে এসে সর্বদা আমাদের ডিভাইজটি পরিষ্কার করতে হবে। আমাদের ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ জীবাণুমুক্ত করার আগে অবশ্যই যা চোখে পড়ছে সেই সব গ্রিজ, ময়লা এবং ধুলো মুছে ফেলতে হবে, বিশেষ করে, ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার রাখতেই হবে। এ ক্ষেত্রে আমাদের ডিভাইজের সমস্ত ময়লা মুছে ফেলার জন্য শুকনো এবং নরম মাইক্রোফাইবার ব্যবহার করা উচিত। এমনকী, টিস্যু বা কাগজের তোয়ালে ব্যবহার করাও উচিত নয়, কারণ এটি আমাদের ডিভাইজের স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে।
প্রথমে দূষিত আঙুলের ছাপ তুলে ফেলা - বাইরে থেকে এসে সর্বদা আমাদের ডিভাইজটি পরিষ্কার করতে হবে। আমাদের ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ জীবাণুমুক্ত করার আগে অবশ্যই যা চোখে পড়ছে সেই সব গ্রিজ, ময়লা এবং ধুলো মুছে ফেলতে হবে, বিশেষ করে, ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার রাখতেই হবে। এ ক্ষেত্রে আমাদের ডিভাইজের সমস্ত ময়লা মুছে ফেলার জন্য শুকনো এবং নরম মাইক্রোফাইবার ব্যবহার করা উচিত। এমনকী, টিস্যু বা কাগজের তোয়ালে ব্যবহার করাও উচিত নয়, কারণ এটি আমাদের ডিভাইজের স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে।
advertisement
6/8
ডিভাইজের সব দিক পরিষ্কার করা - ডিভাইজগুলিকে জীবাণুমুক্ত করতে আমাদের অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক ব্যবহার করা উচিত। ডিভাইজে এক্ষেত্রে সরাসরি জীবাণুনাশক স্প্রে না করাই ভালো, এটি ডিভাইজের যে কোনও পোর্টে প্রবেশ করতে পারে, যা গ্যাজেট খারাপ করে দিতে পারে।
ডিভাইজের সব দিক পরিষ্কার করা - ডিভাইজগুলিকে জীবাণুমুক্ত করতে আমাদের অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক ব্যবহার করা উচিত। ডিভাইজে এক্ষেত্রে সরাসরি জীবাণুনাশক স্প্রে না করাই ভালো, এটি ডিভাইজের যে কোনও পোর্টে প্রবেশ করতে পারে, যা গ্যাজেট খারাপ করে দিতে পারে।
advertisement
7/8
ডিভাইজ বন্ধ করে পরিষ্কার করা -  ডিভাইজ প্লাগ-অন থাকা অবস্থায় কখনই পরিষ্কার করা উচিত নয়। কেন না, এক্ষেত্রে অ্যালকোহল-যুক্ত জীবাণুনাশক ডিভাইজের ভিতরে ঢুকে তা সামান্য ভিজিয়ে তুললেও সেটা ডিভাইজের ক্ষতি করতে পারবে।
ডিভাইজ বন্ধ করে পরিষ্কার করা - ডিভাইজ প্লাগ-অন থাকা অবস্থায় কখনই পরিষ্কার করা উচিত নয়। কেন না, এক্ষেত্রে অ্যালকোহল-যুক্ত জীবাণুনাশক ডিভাইজের ভিতরে ঢুকে তা সামান্য ভিজিয়ে তুললেও সেটা ডিভাইজের ক্ষতি করতে পারবে।
advertisement
8/8
সাবান এবং জলের ব্যবহার - ফোনের কভার সর্বদা সাবান এবং গরম জল দিয়ে ধুতে হবে। মনে রাখা উচিত, শুধু ফোন নয়, ফোনের কভারও ভাইরাসের উৎস হতে পারে। ফোনের কভার পরিষ্কার করতে এটি খুলে সাবান এবং গরম জল দিয়ে ধুয়ে নিতে পারলে ভালো হয়।
সাবান এবং জলের ব্যবহার - ফোনের কভার সর্বদা সাবান এবং গরম জল দিয়ে ধুতে হবে। মনে রাখা উচিত, শুধু ফোন নয়, ফোনের কভারও ভাইরাসের উৎস হতে পারে। ফোনের কভার পরিষ্কার করতে এটি খুলে সাবান এবং গরম জল দিয়ে ধুয়ে নিতে পারলে ভালো হয়।
advertisement
advertisement
advertisement