BSNL-এর দুর্দান্ত প্ল্যান! মাত্র ৫০ টাকায় পেয়ে যান ১০জিবি ডেটা, আনলিমিটেড কলিং

Last Updated:
BSNL- এর ৫০ টাকার FRC রিচার্জে গ্রাহকরা আরও অনেন্য বেনিফিট, জেনে নিন
1/4
করোনাকালে গ্রাহকদের জন্য নিত্য নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। এবার গ্রাহকদের জন্য সব চেয়ে সস্তার রিচার্জ কুপন লঞ্চ করেছে। নিজেদের জনপ্রিয়তা এবং ইউজারবেস আরও বহুগুণ বাড়ানোর জন্য বিএসএনএল একটি নতুন ফার্স্ট রিচার্জ কুপন (FRC) নিয়ে এসেছে যার দাম ৫০ টাকা। এই FRC-টি একটি প্রচারমূলক প্রকল্পের (promotional scheme) অধীনে চালু করা হয়েছে এবং এটি সীমিত সময়ের জন্য বৈধ।
করোনাকালে গ্রাহকদের জন্য নিত্য নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। এবার গ্রাহকদের জন্য সব চেয়ে সস্তার রিচার্জ কুপন লঞ্চ করেছে। নিজেদের জনপ্রিয়তা এবং ইউজারবেস আরও বহুগুণ বাড়ানোর জন্য বিএসএনএল একটি নতুন ফার্স্ট রিচার্জ কুপন (FRC) নিয়ে এসেছে যার দাম ৫০ টাকা। এই FRC-টি একটি প্রচারমূলক প্রকল্পের (promotional scheme) অধীনে চালু করা হয়েছে এবং এটি সীমিত সময়ের জন্য বৈধ।
advertisement
2/4
৫০ টাকার FRC  রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ১০ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং। এবং ১০০ টি SMS অফার করবে এবং এটির মেয়াদ ৪৫ দিন। ভ্যালিডিটি বা মেয়াদ শেষ হয়ে গেলে পছন্দ অনুযায়ী অন্য যে-কোনো প্ল্যানে স্যুইচ করতে পারেন। নতুন এই FRC-টি ৬ আগস্ট পর্যন্ত প্রমোশনাল অফার হিসেবে চালু করা হয়েছে।
৫০ টাকার FRC রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ১০ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং। এবং ১০০ টি SMS অফার করবে এবং এটির মেয়াদ ৪৫ দিন। ভ্যালিডিটি বা মেয়াদ শেষ হয়ে গেলে পছন্দ অনুযায়ী অন্য যে-কোনো প্ল্যানে স্যুইচ করতে পারেন। নতুন এই FRC-টি ৬ আগস্ট পর্যন্ত প্রমোশনাল অফার হিসেবে চালু করা হয়েছে।
advertisement
3/4
নতুন আর MNP গ্রাহকদের ফ্রি-তে 4G সিম দিচ্ছে বিএসএনএল। এই অফারে নতুন বিএসএনএল ব্যবহারকারীরা ২০ টাকার ৪জি সিম পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। তবে এই ফ্রি সিমটি কেবলমাত্র ১০০ টাকার বেশি এফআরসি রিচার্জ করলেই দেওয়া হবে। এই অফারটি ৩১ জুলাই পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। র ৯৪ টাকার প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি ৯০ দিনের। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৩জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। সেই সঙ্গে গ্রাহকরা PRBT ডিফল্ট টিউন পেয়ে যাবেন ৬০ দিনের জন্য বিনামূল্যে। PRBT একটি কলার টিউন, যা আপনাকে যখন কেও কল করবে সেই ব্যক্তি এই ডিফল্ট কলার টিউনটি শুনতে পাবেন।
নতুন আর MNP গ্রাহকদের ফ্রি-তে 4G সিম দিচ্ছে বিএসএনএল। এই অফারে নতুন বিএসএনএল ব্যবহারকারীরা ২০ টাকার ৪জি সিম পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। তবে এই ফ্রি সিমটি কেবলমাত্র ১০০ টাকার বেশি এফআরসি রিচার্জ করলেই দেওয়া হবে। এই অফারটি ৩১ জুলাই পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। র ৯৪ টাকার প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি ৯০ দিনের। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৩জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। সেই সঙ্গে গ্রাহকরা PRBT ডিফল্ট টিউন পেয়ে যাবেন ৬০ দিনের জন্য বিনামূল্যে। PRBT একটি কলার টিউন, যা আপনাকে যখন কেও কল করবে সেই ব্যক্তি এই ডিফল্ট কলার টিউনটি শুনতে পাবেন।
advertisement
4/4
নতুন FRC ছাড়াও BSNL ২৪৯ টাকার একটি প্রিপেড প্ল্যানও নিয়ে এনেছে, যার মেয়াদ ৬০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS পাওয়া যাবে।
নতুন FRC ছাড়াও BSNL ২৪৯ টাকার একটি প্রিপেড প্ল্যানও নিয়ে এনেছে, যার মেয়াদ ৬০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement