Tech Knowledge: AC-র কম্প্রেসর চালু হতে কেন ২-৩ মিনিট সময় লাগে? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Tech Knowledge: এসি চালু করার পরে কম্প্রেসার চালু হতে প্রায় ২-৩ মিনিট সময় লাগে। কিন্তু কেন এমন হয়? জেনে নেওয়া যাক বিস্তারিত—
অনেক সময়ই দেখা যায় এয়ার কন্ডিশনার চালু করলে এসির ইনডোর ইউনিট তো চলতে শুরু করে। কিন্তু আউটডোর ইউনিটের কম্প্রেসারটি চালু হতে দেরি করে। একই জিনিস ঘটে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে। এসি চালু করার পরে কম্প্রেসার চালু হতে প্রায় ২-৩ মিনিট সময় লাগে। কিন্তু কেন এমন হয়? জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু তার মানে এই নয় যে, এয়ার কন্ডিশনার কম্প্রেসার সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। যদি কেউ অবিলম্বে এসি-র কম্প্রেসার চালু করতে চান তবে তাঁকে এমসিবি চালু করতে হবে। পাশাপাশি রিমোটটিকে ২ থেকে ৩ মিনিটের জন্য স্ট্যান্ড-বাই মোডে রাখতে হবে। তারপরে রিমোট থেকে মেশিন চালু করলে সঙ্গে সঙ্গেই কম্প্রেসারটি চালু হবে। তবে সেক্ষেত্রেও ৫-৬ সেকেন্ড সময় লাগবে।
advertisement
মনে রাখতে হবে, এয়ার কন্ডিশনারটির কম্প্রেসার ট্রিপ হয়ে গেলে বা আমরা এসি বন্ধ করে যদি তাৎক্ষণিক ভাবে ফের চালু করি বা বিদ্যুৎ চলে গেলেও কিন্তু কম্প্রেসার চালু হতে একটু সময় লাগবে। রেফ্রিজারেন্ট গ্যাসের কারণে এটি ঘটে। এটি একটি উচ্চ চাপযুক্ত গ্যাস। কম্প্রেসার একদিক থেকে গরম গ্যাস এবং একদিক থেকে ঠান্ডা গ্যাস চক্রাকারে ঘুরতে থাকে।
advertisement