Tech Knowledge: AC-র কম্প্রেসর চালু হতে কেন ২-৩ মিনিট সময় লাগে? জেনে নিন

Last Updated:
Tech Knowledge: এসি চালু করার পরে কম্প্রেসার চালু হতে প্রায় ২-৩ মিনিট সময় লাগে। কিন্তু কেন এমন হয়? জেনে নেওয়া যাক বিস্তারিত—
1/8
অনেক সময়ই দেখা যায় এয়ার কন্ডিশনার চালু করলে  এসির ইনডোর ইউনিট তো চলতে শুরু করে। কিন্তু আউটডোর ইউনিটের কম্প্রেসারটি চালু হতে দেরি করে। একই জিনিস ঘটে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে। এসি চালু করার পরে কম্প্রেসার চালু হতে প্রায় ২-৩ মিনিট সময় লাগে। কিন্তু কেন এমন হয়? জেনে নেওয়া যাক বিস্তারিত—
অনেক সময়ই দেখা যায় এয়ার কন্ডিশনার চালু করলে এসির ইনডোর ইউনিট তো চলতে শুরু করে। কিন্তু আউটডোর ইউনিটের কম্প্রেসারটি চালু হতে দেরি করে। একই জিনিস ঘটে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে। এসি চালু করার পরে কম্প্রেসার চালু হতে প্রায় ২-৩ মিনিট সময় লাগে। কিন্তু কেন এমন হয়? জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
2/8
আসলে, কম্প্রেসার এমন একটি মোটর, যা খুব উচ্চ মাত্রায় লোড নেয়। একথা সকলেই জানেন যে, যখনই কম্প্রেসার চালু হয় তখন মেশিনটি বেশি লোড নেয়। তার আগে ইনডোর ইউনিট শুরু হয় এবং তারপর প্রাথমিক কাজ শুরু হয়।
আসলে, কম্প্রেসার এমন একটি মোটর, যা খুব উচ্চ মাত্রায় লোড নেয়। একথা সকলেই জানেন যে, যখনই কম্প্রেসার চালু হয় তখন মেশিনটি বেশি লোড নেয়। তার আগে ইনডোর ইউনিট শুরু হয় এবং তারপর প্রাথমিক কাজ শুরু হয়।
advertisement
3/8
এর পর বিদ্যুৎ PCB-তে পৌঁছয় এবং তখনই বিদ্যুৎ দেওয়া হয় আউটডোর ইউনিট অর্থাৎ কম্প্রেসারে। এসি কম্প্রেসার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এমন পদ্ধতি।
এর পর বিদ্যুৎ PCB-তে পৌঁছয় এবং তখনই বিদ্যুৎ দেওয়া হয় আউটডোর ইউনিট অর্থাৎ কম্প্রেসারে। এসি কম্প্রেসার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এমন পদ্ধতি।
advertisement
4/8
ঘটনা হল, কম্প্রেসরের সুরক্ষার জন্য, নির্মাতা সংস্থাগুলি টাইমার ইনস্টল করে রাখে। যে কারণে কম্প্রেসারটি একটু দেরিতে শুরু হয়। ফলে বোঝাই যাচ্ছে এটি মেশিনের কোনও ত্রুটি নয়, বা এর সঙ্গে বিদ্যুৎ প্রবাহের কোনও সম্পর্ক নেই।
ঘটনা হল, কম্প্রেসরের সুরক্ষার জন্য, নির্মাতা সংস্থাগুলি টাইমার ইনস্টল করে রাখে। যে কারণে কম্প্রেসারটি একটু দেরিতে শুরু হয়। ফলে বোঝাই যাচ্ছে এটি মেশিনের কোনও ত্রুটি নয়, বা এর সঙ্গে বিদ্যুৎ প্রবাহের কোনও সম্পর্ক নেই।
advertisement
5/8
বরং কম্প্রেসারটি খানিকটা দেরিতে শুরু হয় বলেই যন্ত্রটি সুরক্ষিত থাকে।  তাই অনেক নির্মাতা সংস্থাই কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি দেয়।
বরং কম্প্রেসারটি খানিকটা দেরিতে শুরু হয় বলেই যন্ত্রটি সুরক্ষিত থাকে। তাই অনেক নির্মাতা সংস্থাই কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি দেয়।
advertisement
6/8
কিন্তু তার মানে এই নয় যে, এয়ার কন্ডিশনার কম্প্রেসার সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। যদি কেউ অবিলম্বে এসি-র কম্প্রেসার চালু করতে চান তবে তাঁকে এমসিবি চালু করতে হবে। পাশাপাশি রিমোটটিকে ২ থেকে ৩ মিনিটের জন্য স্ট্যান্ড-বাই মোডে রাখতে হবে। তারপরে রিমোট থেকে মেশিন চালু করলে সঙ্গে সঙ্গেই কম্প্রেসারটি চালু হবে।  তবে সেক্ষেত্রেও ৫-৬ সেকেন্ড সময় লাগবে।
কিন্তু তার মানে এই নয় যে, এয়ার কন্ডিশনার কম্প্রেসার সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। যদি কেউ অবিলম্বে এসি-র কম্প্রেসার চালু করতে চান তবে তাঁকে এমসিবি চালু করতে হবে। পাশাপাশি রিমোটটিকে ২ থেকে ৩ মিনিটের জন্য স্ট্যান্ড-বাই মোডে রাখতে হবে। তারপরে রিমোট থেকে মেশিন চালু করলে সঙ্গে সঙ্গেই কম্প্রেসারটি চালু হবে। তবে সেক্ষেত্রেও ৫-৬ সেকেন্ড সময় লাগবে।
advertisement
7/8
মনে রাখতে হবে,  এয়ার কন্ডিশনারটির কম্প্রেসার ট্রিপ হয়ে গেলে বা আমরা এসি বন্ধ করে যদি তাৎক্ষণিক ভাবে ফের চালু করি বা বিদ্যুৎ চলে গেলেও কিন্তু কম্প্রেসার চালু হতে একটু সময় লাগবে। রেফ্রিজারেন্ট গ্যাসের কারণে এটি ঘটে। এটি একটি উচ্চ চাপযুক্ত গ্যাস। কম্প্রেসার একদিক থেকে গরম গ্যাস এবং একদিক থেকে ঠান্ডা গ্যাস চক্রাকারে ঘুরতে থাকে।
মনে রাখতে হবে, এয়ার কন্ডিশনারটির কম্প্রেসার ট্রিপ হয়ে গেলে বা আমরা এসি বন্ধ করে যদি তাৎক্ষণিক ভাবে ফের চালু করি বা বিদ্যুৎ চলে গেলেও কিন্তু কম্প্রেসার চালু হতে একটু সময় লাগবে। রেফ্রিজারেন্ট গ্যাসের কারণে এটি ঘটে। এটি একটি উচ্চ চাপযুক্ত গ্যাস। কম্প্রেসার একদিক থেকে গরম গ্যাস এবং একদিক থেকে ঠান্ডা গ্যাস চক্রাকারে ঘুরতে থাকে।
advertisement
8/8
ক্ষতির আশঙ্কা: বরং চটজলদি কম্প্রেসর চলতে শুরু করলেই বিপদ। এসি বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলে কম্প্রেসার গ্যাস সংকুচিত হতে সময় নেয়। কারণ কম্প্রেসারে কম টর্ক থাকে। হঠাৎ বন্ধ হয়েই সঙ্গে সঙ্গে চালু করলে ক্ষতি হতে পারে।
ক্ষতির আশঙ্কা: বরং চটজলদি কম্প্রেসর চলতে শুরু করলেই বিপদ। এসি বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলে কম্প্রেসার গ্যাস সংকুচিত হতে সময় নেয়। কারণ কম্প্রেসারে কম টর্ক থাকে। হঠাৎ বন্ধ হয়েই সঙ্গে সঙ্গে চালু করলে ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
advertisement